জার্মানির অপরচুনিটি কার্ড: কাজ ও বসবাসের নতুন সুযোগ – ইউ এস বাংলা নিউজ




জার্মানির অপরচুনিটি কার্ড: কাজ ও বসবাসের নতুন সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০২ 40 ভিউ
জার্মানি তার শক্তিশালী অর্থনীতি, উদ্ভাবনী শিল্প এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত, আন্তর্জাতিক দক্ষ কর্মীদের জন্য একটি নতুন দরজা খুলে দিচ্ছে ‘অপরচুনিটি কার্ড’ এর মাধ্যমে। এই ভিসা স্কিমটি বিশেষভাবে দক্ষ কর্মীদের আকৃষ্ট করার জন্য ডিজাইন করা হয়েছে, যা পেশাজীবীদের জন্য জার্মানিতে বসবাস ও কাজ করার জন্য একটি সহজ পথ প্রদান করে। আপনি যদি জার্মানিতে বসবাসের স্বপ্ন দেখে থাকেন, তবে এটি আপনার জন্য সেই স্বপ্ন পূরণের সুযোগ হতে পারে! অপরচুনিটি কার্ড কী? অপরচুনিটি কার্ড জার্মানির শ্রম বাজারে দক্ষ কর্মীর অভাব মেটানোর একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে পেশাজীবী ও দক্ষ কর্মীরা চাকরি ছাড়াই জার্মানিতে আসার আইনি সুযোগ পান এবং সেখানে নির্দিষ্ট সময়ের জন্য চাকরি

খুঁজতে পারেন। এটি মূলত একটি ‘চাকরি প্রার্থী ভিসা’, তবে এর মধ্যে আরো অনেক সুবিধা রয়েছে। এই কার্ডের মূল বৈশিষ্ট্য হলো ‘পয়েন্ট ভিত্তিক সিস্টেম’। যেখানে আবেদনকারীদের বিভিন্ন বিষয়ের উপর মূল্যায়ন করা হয়, যেমন- দক্ষতা, যোগ্যতা, ভাষা দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা। অপরচুনিটি কার্ড কেবলমাত্র চাকরি খোঁজার সুবিধাই দেয় না বরং এটি জার্মান সমাজে মসৃণভাবে অন্তর্ভুক্ত হতে সাহায্য করে। অপরচুনিটি কার্ডের প্রধান সুবিধাগুলো- ১. চাকরি খোঁজার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি: অপরচুনিটি কার্ডের মাধ্যমে আপনাকে জার্মানিতে আসার আগে চাকরি খুঁজতে হবে না। এটি পেশাজীবীদেরকে দেশে এসে নিজের পছন্দের চাকরি অনুসন্ধানের স্বাধীনতা প্রদান করে। ২. পয়েন্ট ভিত্তিক সিস্টেম: আবেদনকারীদের কিছু নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, যেমন: - পেশাগত অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট দক্ষতা। -

ভাষাগত দক্ষতা (জার্মান অথবা ইংরেজি)। - বয়স: সাধারণত কম বয়সী আবেদনকারীদের বেশি পয়েন্ট দেওয়া হয়। - শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রাসঙ্গিক মানদণ্ড। কারা যোগ্য? জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য যোগ্যতা নির্ভর করে কিছু নির্দিষ্ট মানদণ্ডের উপর। পয়েন্ট ভিত্তিক সিস্টেমটি দক্ষ এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেয়। সাধারণত উচ্চ শিক্ষাগত ডিগ্রি বা পেশাগত প্রশিক্ষণসম্পন্ন এবং কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। জার্মানিতে জীবন-যাপনের সুযোগ- জার্মানির অপরচুনিটি কার্ড কেবল চাকরি খোঁজার সুবিধা দেয় না, বরং এটি আপনাকে জার্মানির সমাজের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগও দেয়। উন্নত জীবনযাত্রা, উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং চমৎকার শিক্ষার সুযোগ সহ জার্মানিতে বসবাস একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে। কিভাবে

আবেদন করবেন? অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে হলে আপনাকে পয়েন্ট ভিত্তিক মূল্যায়নের মানদণ্ড পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট জমা দিতে হবে। দেশি ট্রাভেলস আপনাকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত! আমাদের বিশেষজ্ঞ দল আপনার আবেদন দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে সাহায্য করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ রাজধানীতে ছিনতাইয়ের বাড়বাড়ন্ত সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা জার্মানি নির্বাচনে ইলন মাস্কের হস্তক্ষেপ নিয়ে তর্ক-বিতর্ক গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দিরে হামলা, প্রশ্নবিদ্ধ ‘নতুন বাংলাদেশ’ ‘খুনি হিসেবে র‌্যাবকে সমাজে রাখা ঠিক হবে না’ দিল্লিতে নির্বাসিত হাসিনা, বাংলাদেশ- ভারত সম্পর্কে টানাপোড়ন: এবিসি আমাদের পাকঘরে উঁকি মারবেন না: ভারতকে ডা. শফিকুর রহমান রাখাইনে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে আরাকান আর্মি শেখ হাসিনাকে দেখে রাখার ঘোষণা দিয়ে নিজেই হলেন পলাতক ২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ ভারত একটি মারমুখী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে: আশরাফ কায়সার ‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট, সেবায়েতকে হত্যা ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা