‘জমিটুকুনের পাচ্ছি না দখল, ঘরের ওপর গাছ দিচ্ছে মৃত্যুর টহল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪
     ৫:০১ পূর্বাহ্ণ

‘জমিটুকুনের পাচ্ছি না দখল, ঘরের ওপর গাছ দিচ্ছে মৃত্যুর টহল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ৫:০১ 148 ভিউ
হবিগঞ্জের মাধবপুরে এক হতদরিদ্র বৃদ্ধার দুই সমস্যা তাকে কুরে খাচ্ছে। দেখার কেউ নেই। প্রথমত, ৫৭/১৭-১৮ ইং বন্দোবস্ত মোকদ্দমার মাধ্যমে পাওয়া ৫ শতক জমি ৫ বছর ধরে দখল না পাওয়া। দ্বিতীয়ত, বৃদ্ধার টিনের ঘরের ওপর বিপজ্জনক সরকারি আকাশমনি গাছ, যা সরকারি বাধায় অপসারণও করতে পারছেন না। ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম আয়েশা আক্তার (৭০), উপজেলার বহরা ইউপির উত্তরশিক গ্রামের আইয়ুব খান মোড়ে তার বাড়ি। জানা যায়, এক যুগ আগে বৃদ্ধার স্বামী মারা যায়। ফলে পরের জমিতে থাকেন। ভূমিহীন বিবেচনায় ২০১৯ সালে মাধবপুরে ভূমি অফিস থেকে তাকে ৫ শতক জমি প্রদান করে। জমির অবস্থান পাশের ধর্মঘর ইউপির জয়নগর মৌজার ১নং খাস খতিয়ানের ৫৯নং দাগে।

৫ বছরেও সে জমির দখল পাননি তিনি। এসিল্যান্ড অফিসে অনেক টাকা-পয়সা খরচ করেও পাননি কোনো ফল। বৃদ্ধার রয়েছে একটি ছোট্ট চায়ের দোকান। বয়সের ভারে এতই দুর্বল হয়ে পড়েছেন যে, দোকানটাও চালাতে পারছেন না। চড়া সুদের মূলধনে করা দোকানের বাকি টাকাও উঠাতে পারছেন না। প্রায়ই সুদি কারবারিরা টাকার জন্য হানা দেন। অন্যদিকে, রাস্তার পাশের একটি আকাশমনি মরা গাছ তার ঘরের ওপর বিপজ্জনক অবস্থায় রয়েছে। সরকারি বাধায় মরা গাছটিও সরাতে না পারায় চরম শঙ্কায় দিন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি গাছটির একটি ডাল কাটলে মাধবপুরের ইউএনও অফিস থেকে তাকে শাসানো হয়। ভুক্তভোগী আয়েশা আক্তার জানান, ‘আমার দেহ আর চলে না। বিগত কয়েক দিন আগে একটি ডাল

সরিয়েছিলাম। মাধবপুরের ইউএনও স্যার তহশিলদারকে পাঠিয়েছিলেন আমার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। তখন স্থানীয় মুজাহিদ মসি নামে এক সাংবাদিক ভাই আমার পক্ষ নিয়েছিল। স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন জানান, মহিলার গাছটি অপসারণের জন্য আমিও কথা বলেছিলাম; কিন্তু কোনো কাজ হয়নি। ৫ বছর ধরে বন্দোবস্তের জমি দখল না পাওয়া চরম স্বৈরাচার। স্থানীয় ভূমি অফিসের তহশিলদার মজিবুর রহমান জানান, আমরা তো অর্ডার পালন করি। এসব বিষয়ে কোনো নির্দেশনা এলে আমরা পালন করব। এ বিষয়ে মাধবপুরের ইউএনও একে এম ফয়সালকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে

দেখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে তাদের খুন সব মাফ সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কী আছে? – সজীব ওয়াজেদ জয় গ্রামীণফোনকে বিশেষ সুবিধা দিয়ে টেলিটককে ধ্বংস করছেন ইউনূস! পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের ভিত্তিহীন কল্পকাহিনীর মাধ্যমে রাজনৈতিকভাবে উদ্দেশপ্রণোদিত হয়ে জাতিকে বিভ্রান্ত করার অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয়তাবাদ না হলে কোন জাতি এগিয়ে যেতে পারে না। – বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনুসের গ্রামীণ নেটওয়ার্কে আল-কায়েদা সংযোগ বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনার সদ্যগঠিত সরকারকে উৎখাতের এক গভীর ষড়যন্ত্র আগুনে সর্বস্বান্ত কড়াইল বস্তিবাসীর পাশে ‘বিপ্লবী’ ছাত্রনেতা রানা শিকদার: ধ্বংসস্তূপের মাঝে পৌঁছে দিলেন শীতবস্ত্র সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও সমকামিতার অভিযোগ: প্রধান বিচারপতির দপ্তরে নালিশ বিয়ের প্রলোভনে ধর্ষণ: আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ ১৪,০০০ বর্গকিমি জুড়ে ‘নো-ফ্লাই জোন’! ধৈর্যের বাঁধ ভেঙেছে! ‘অপারেশন সিন্দূর ২.০’ শুরু করতে প্রস্তুত ভারত নোবেলের আড়ালে শ্রমিক শোষণ: জনসেবার নামে লুটপাট করে ব্যক্তিগত সাম্রাজ্য গড়ার অভিযোগ ইউনূসের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরের কৌশলগত টার্মিনাল বিদেশি নিয়ন্ত্রণে: জাতীয় স্বার্থ, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে বড় প্রশ্ন ‘দেশমাতা’র মুখোশ বনাম দেশবিরোধিতার দালিলিক প্রমাণ: একটি নির্মোহ বিশ্লেষণ দিনাজপুরের হাকিমপুরে আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে চোখ উপড়ে নির্মমভাবে হত্যা ‘আওয়ামী লীগ সরকারের ভুল হয়েছে, তবে একপাক্ষিক ক্ষমা কেন চাইবে’: বিবিসিকে সজীব ওয়াজেদ জয় ‘ভারতকে যা দিয়েছি, তা তারা সারাজীবন মনে রাখবে’—প্রতিদানের প্রশ্নে শেখ হাসিনার সেই দ্ব্যর্থহীন বার্তা কি বলেছিল? ফেসবুকে ভাইরাল গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী : পুলিশ পে স্কেলের বিষয়ে কমিশনের সবশেষ পদক্ষেপ ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন প্রধান বিচারপতি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল