গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪
     ৩:০৯ অপরাহ্ণ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:০৯ 181 ভিউ
গাজীপুরের শ্রীপুরে বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। উপজেলার নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানার শত শত শ্রমিকরা আজ বুধবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছায়। তাদের মধ্যস্থতায় পোশাক শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের দু-পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট, বেতন-ভাতা পরিশোধ করছে না। বছরের পর বছর আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের বিষয়টি সবারই জানা। বর্তমানে আমাদের সাংসারিক খরচ চালাতে হিমশিম খেতে

হচ্ছে। তাই আমরা ইনক্রিমেন্টের দাবিতে রাস্তায় নেমে এসেছি। আমাদের দুই বছরের ইনক্রিমেন্ট বকেয়া রয়েছে। এসব পরিশোধের দাবি কারখানা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও শুনছে না তারা, বরং এসব দাবি পেশ করা কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ছেড়ে ছাটাই করা হয়। আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শ্রমিকদের ইনক্রিমেন্টের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে শ্রমিকরা আজকের মধ্যেই তাদের দাবি পরিশোধের কথা বলছে। কারখানা কর্তৃপক্ষর আজকের মধ্যে পরিশোধ করতে অপারগতা জানালে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের

সঙ্গে আলোচনা চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিজয় দিবসের দিন জামায়াত আমিরের অভিনব প্রতারণা পাহাড়ে শিবিরের গোপন প্রশিক্ষণ নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ইন্ডিয়া ভিসা সেন্টার সাময়িক বন্ধ নিয়োগ থেকে টেন্ডার: দুদকের অভিযানের পরও বহাল সিন্ডিকেট, স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক ডা. আবু হানিফ–নেটওয়ার্কের অদম্য দাপট ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইতিহাস হত্যা, অঘোষিত বাতিল বিজয় দিবস কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব। ত্রিশ লক্ষ শহীদের পবিত্র রক্ত বিধৌত বাংলার সবুজ জমিন ফুঁড়ে উদিত হওয়া স্বাধীনতার রক্তলাল সূর্য খচিত আমাদের জাতিয় পতাকা। সদ্য অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ ভুঁইয়ার নিয়োগ বাণিজ্য গাজীপুরে সিইও নিয়োগে ৬৫ কোটি টাকার ডিল! ‘চর দখল–চাঁদাবাজি’: হান্নান মাসউদের তিন সমর্থক রক্তাক্ত রাজাকার পাঠ্যমঞ্চ নাটকে বাধা জামায়াত নেতার উদারতা: নববি চরিত্রের সার্বজনীন বার্তা রুপার দাম রেকর্ড ছুঁয়েছে, প্রযুক্তি ও বিনিয়োগে বাড়ছে চাহিদা মোদি সরকার প্রকল্প থেকে বাদ দিলেন ‘মহাত্মা গান্ধী’র নাম সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি হংকংয়ের গণমাধ্যমকর্মীকে মুক্তি দিতে ট্রাম্পের অনুরোধ, যুক্তরাজ্যের নিন্দা বিজয় দিবসে রাহুলের পোস্টেও নেই বাংলাদেশের নাম জরুরি অবতরণের সময় বিধ্বস্ত বিমান, নিহত ৭ তাসকিনকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ, ডাক পায়নি বাকিরা নিলাম শেষে কেমন হলো মোস্তাফিজদের দল হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয়ের উপায়