গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ফসিহ পাগলার মাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:০৮ পূর্বাহ্ণ

গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ফসিহ পাগলার মাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৮ 228 ভিউ
গাজীপুর নগরীর পোড়াবাড়ি বাজার এলাকায় অর্ধশত বছরের পুরোনো শাহ সুফি ফসিহ উদ্দিন ওরফে ফসিহ পাগলার মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর পোড়াবাড়ি, সালনা, জোলারপাড়, ভাওরাইদসহ স্থানীয় বিভিন্ন মসজিদের কয়েকশ মুসল্লি একযোগে মাজারের সীমানা প্রাচীর, পাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করেন। ভাঙচুর করা হয় দোকানপাট, লুট হয় দানবাক্স। ভাঙচুরকারীদের অভিযোগ, এ মাজার ঘিরে বহুকাল ধরে অসামাজিক কাজকর্ম, মাদকের আসরসহ নানা অপকর্ম হয়ে আসছিল। প্রতিবছর একাধিকবার এখানে ওরস অনুষ্ঠিত হয়। মাজার প্রাঙ্গণে বসে জমজমাট মেলা ও জুয়ার আসর। মেলায় গান-বাজনার পাশাপাশি গাঁজার আসর বসত। স্থানীয়রা বাধা দিতে গেলে মাজার কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত সৃষ্টি

হতো। মাজারের নামে এখানে ব্যবসা খুলে বসেছিল একটি চক্র। স্থানীয়রা জানান, জুমার নামাজের পর ভেকু দিয়ে মাজারের ছাদসহ অন্যান্য স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয় হামলাকারীরা। এক পর্যায়ে মাজারের বিভিন্ন ঘরে আগুন দেওয়া হয়। লুট হয় দানবাক্স, সিন্দুক, রান্নাঘরসহ বিভিন্ন আসবাব। মাজার ভাঙার সময় কোনো ভক্ত-অনুরাগী ছিলেন না। বিষয়টি টের পেয়ে তারা আগেই পালিয়ে যান। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম বলেন, মাজারটির নিরাপত্তা দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয় সকাল থেকেই। কিন্তু দুপুরে বিপুল সংখ্যক মুসল্লি একত্রিত হয়ে মাজারটি ভেঙে দেন। পুলিশ বারবার না ভাঙতে অনুরোধ করলেও তারা শোনেননি। একই দিন নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর মহল্লায় ফকির চাড়ু মিজি শাহ্ (রহ.) মাজারে হামলা

চালিয়ে ভাঙচুর করেছে একদল লোক। অভিযোগ উঠেছে, মাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের দুই ছেলে আশরাফুল ইসলাম বিজয় ও ওয়াহেদুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে এ হামলা হয়েছে। বিজয় ও হৃদয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয়রা জানান, লক্ষ্মীনারায়ণপুর মহল্লার দরগাহ বাড়িতে ব্রিটিশ শাসনামলে আধ্যাত্মিক ব্যক্তিত্ব ফকির চাড়ু মিজি শাহ্‌ নামের এক বুজুর্গকে দাফন করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর কবর ঘিরে সেখানে ১৫ শতক জমির ওপর মসজিদ ও মাজার গড়ে তোলেন ভক্তরা। প্রতিবছর এ মাজার প্রাঙ্গণে মাসব্যাপী ওরস ও মেলার আয়োজন করা হয়। গতকাল ভোর ৬টার দিকে ৮-১০ জনের একটি দল মাজার ভাঙচুর করে। মাজার পরিচালনা পর্ষদ সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আবু

নাছের বলেন, মাজারে কোনো অসামাজিক কার্যকলাপ হতো না। বছরে একবার মেলা হয়। মাজার কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলামের দুই ছেলে হৃদয় ও বিজয়ের নেতৃত্বে সেখানে হামলা হয়েছে। তারা মাজারের কবরস্থান ও দেয়াল গুঁড়িয়ে দেয়। জুমার নামাজের পর এলাকাবাসী সম্মিলিতভাবে মাজারে হামলাকারীদের ধরতে এলাকায় তল্লাশি চালায়। কিন্তু হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। মাজারটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হামলা-ভাঙচুরের কথা স্বীকার করে হৃদয় বলেন, মাজার বেদাত। এখানে শিরক কাজ হতো। প্রতিবছর এখানে ওরস ও মেলা হয়। নারী-পুরুষ মাজারে এসে নামাজ আদায় করে, এটি বেদাত। আমরা এখান থেকে কবরটা স্থানান্তর করে অন্যত্র নেওয়ার দাবি জানিয়েছিলাম। কারণ এখানে যে মসজিদ রয়েছে,

সেটাতে জায়গা কম। তাই কবর সরিয়ে মসজিদ বড় করে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। এ বিষয়ে জানতে মাজার পরিচালনা পর্ষদ সম্পাদক তাজুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, হামলার ঘটনা সম্পর্কে কেউ থানায় অভিযোগ দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন দরপত্র ছাড়াই ৬১০ কোটি টাকার টিকা কেনা : স্বচ্ছতা আর জবাবদিহিহীনতার নতুন নজির ছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ইউনুসের অবৈধ সরকারের কিছু যায় আসে না কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার রক্তাক্ত বাংলাদেশ : যে সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তাদেরই দমন করবেন কীভাবে? প্রলয় চাকী —৯০-এর দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। জুলাইয়ের দাঙ্গার মাশুল দিচ্ছে লাখো শিক্ষার্থী : একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি