কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ১০:০৯ 35 ভিউ
কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার অপর দুজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খোকন (৫৩) ও করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৩৫)। বৈষম্যবিরোধী আেেন্দালনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। র‌্যাব সূত্র জানিয়েছে, গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলে

দুস্কৃতিকারীরা হামলা চালায়। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত ১৬ অক্টোবর কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনায় হুকুমদাতা হিসেবে আনোয়ার কামালকে (৬৮) বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি তোফায়েল আহমেদ খোকনকেও একই এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। অপরদিকে গত ৪ আগস্ট করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় ওমর কাইয়ুম বাদী হয়ে গত ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে গ্রেফতার করা হয় সিরাজুল ইসলামকে। র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো.

আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার তিনজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পূর্বাভাস: জানুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা সম্পাদকীয়: চ্যাটজিপিটি এবং সৃজনশীলতার ভবিষ্যৎ কুড়িগ্রামে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের রাড়ুলীর ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার দাবিতে স্মারকলিপি ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টা বিএনপি নেতাদের শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র: সজীব ওয়াজেদ জয়ের দাবি উত্থাপিত দুর্নীতির অভিযোগ এবং সজীব ওয়াজেদ জয়ের প্রতিক্রিয়া শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের প্রতিবাদে বিবৃতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক অবস্থানে সেনাবাহিনী জামায়াতে ইসলামী চাঁদাবাজমুক্ত দখলদারমুক্ত দেশ গড়বে: ডা: শফিকুর রহমান ইসলামাবাদের দিকে রওনা দিল ১৫ শত তালেবান সেনা সারাদেশে মধ্যরাত থেকে পড়বে মাঝারি ধরনের কুয়াশা সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি অতিথি পাখির মধুর কলতানে মুখর তারুয়া বিচ, দর্শনার্থীদের ভিড় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার মসজিদুল হারামে বিনা মূল্যে লাগেজ রাখতে পারবেন ওমরাহ যাত্রীরা চার কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্র্যাডম্যান এবার অভিশংসনের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী