অতঃপর চীনের সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধে’ পিছু হটলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫
     ৫:৫৬ অপরাহ্ণ

অতঃপর চীনের সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধে’ পিছু হটলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৫:৫৬ 117 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষমেশ চীনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধে ওয়াশিংটন পিছু হটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, চীন থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর বর্তমানে যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা ‘ব্যাপকভাবে কমবে, তবে শূন্যে নামবে না’। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে বসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প স্বর নরম করে বলেন, তিনি বেইজিংয়ের সঙ্গে আসন্ন আলোচনায় ‘অনেক সদয়’ হবেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে এটাও বলেন যে, শেষ পর্যন্ত চীনকে বাধ্য হয়েই কোনো না কোনো চুক্তিতে আসতে হবে, অন্যথায় তারা আর যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা

করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘শেষ পর্যন্ত তাদের একটা চুক্তি করতেই হবে। না করলে তারা যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারবে না। আমরা চাই তারা যুক্ত থাকুক, কিন্তু তাদের এবং অন্য দেশগুলোকেও একটা চুক্তি করতে হবে। তারা যদি তা না করে, তাহলে আমরাই চুক্তির শর্ত ঠিক করব’। তিনি এ সময় জোর দিয়ে বলেন, ‘আমরাই চুক্তির শর্ত নির্ধারণ করব এবং সেটা সবার জন্য ন্যায্য হবে। পুরো প্রক্রিয়াটা খুব দ্রুতই এগোবে’। এ সময় চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানো হবে কি না—জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, এটা অনেক কমে আসবে। তবে শূন্য হবে না’। তিনি আরও বলেন, ‘১৪৫ শতাংশ খুবই বেশি এবং এটা এতটা বেড়েছে কারণ আমরা

তখন ফেন্টানিল নিয়ে আলোচনা করছিলাম। তবে এই শুল্ক কমে আসবে অনেকটাই, যদিও তা একেবারে শূন্য হবে না’। ভবিষ্যতের শুল্ক সংক্রান্ত পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পরবর্তী সময়ে আরোপিত শুল্ক কখনোই এতটা উচ্চ হবে না’। স্বরে পরিবর্তন ট্রাম্পের ‍সর্বশেষ এই মন্তব্যগুলো তার বাণিজ্যনীতি নিয়ে একটি নতুন ও অপেক্ষাকৃত নমনীয় অবস্থান নির্দেশ করছে। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করে জানায়, ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ‘গুরুতর মন্দার’ দিকে ঠেলে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রেও মন্দার ঝুঁকি বাড়ছে। তবে হোয়াইট হাউস এখনো দাবি করছে, ট্রাম্পের শুল্কনীতি সফল। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘বিশ্বজুড়ে সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি করতে মুখিয়ে আছে’। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: পরিসংখ্যান এখন

পর্যন্ত ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে অন্য দেশগুলোর জন্য জুলাই পর্যন্ত ১০ শতাংশ একক শুল্ক আরোপ করে রেখেছে দেশটি। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন শুল্ক সংযুক্ত হলে কিছু চীনা পণ্যের ওপর মোট শুল্ক ২৪৫ শতাংশ পর্যন্ত উঠতে পারে। এদিকে চীন পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আসা পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং ‘শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার’ ঘোষণা দিয়েছে। তবে এ পর্যায়ে এসে ট্রম্পের সুর নরম হওয়ায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যযুদ্ধের অবসান দেখার প্রহর গুনছে গোটা বিশ্ব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনুসের সংস্কারনামা : টাকা দিলেই ‘আওয়ামী’ বানিয়ে জেলে পাঠানো যায় এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের নির্বিচারে হামলা চলমান; হাত পা ভেঙে দিলেও ভুক্তভোগীর মামলা নেয়নি পুলিশ, পরিবার নিয়ে ফেসবুক লাইভে বাঁচার আকুতি ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি যে দেশে মৃত্যু সস্তা, জামিন অতি দুর্লভ : ইউনূসের দেড় বছর, কত পরিবার শেষ? নির্বাচনে অস্ত্রই বিএনপির আসল ভাষা! নির্বাচনের আগেই সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুতের আলোচনা ফাঁস। টাকা নেই, ভবিষ্যৎ নেই, তবু বেতন বাড়বে দ্বিগুণ : ইউনুসের ক্ষমতা টিকিয়ে রাখার নগ্য প্রচেষ্টা গত দেড় বছরে সংস্কারের গল্প বলে বলে দেশের ২০০ বিলিয়ন ডলার নাই করে দিয়েছে লোভী ও দুর্নীতিবাজ ইউনুস। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ইউনুস ও তার সহযোগী বিএনপি-জামাত৷ প্রতিদিন দুইটি করে অজ্ঞাত লাশ! সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশ কর্মকর্তার ফাঁসির রায়: ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে প্রত্যাখ্যান আওয়ামী লীগের আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২ জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার Kidnapping in Bangladesh: A Rising Epidemic Under the Interim Government ক্যাঙ্গারু কোর্টের আরেকটি সাজানো প্রহসন ও সত্য বিকৃতির নগ্ন প্রচেষ্টা: বিচারপতি তোমার বিচার করবে যারা, সেই জনতা জাগবে আবার