ঘুষ-সিন্ডিকেটে প্রশাসন অতিরিক্ত সচিব পদোন্নতি, ১০০ কোটি টাকার ঘুষ লেনদেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬
     ১০:৫৮ অপরাহ্ণ

ঘুষ-সিন্ডিকেটে প্রশাসন অতিরিক্ত সচিব পদোন্নতি, ১০০ কোটি টাকার ঘুষ লেনদেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ১০:৫৮ 2 ভিউ
রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর সবচেয়ে সংবেদনশীল ও ক্ষমতাশালী স্তরগুলোর একটি হলো অতিরিক্ত সচিব পদ। এই পদে পদোন্নতি মানে কেবল একজন কর্মকর্তার ক্যারিয়ার এগিয়ে যাওয়া নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে নীতি নির্ধারণ, রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা এবং জনগণের ভাগ্য নির্ধারণের মতো গুরুদায়িত্ব। অথচ সাম্প্রতিক অতিরিক্ত সচিব পদোন্নতি ঘিরে যে অভিযোগগুলো সামনে এসেছে, তা প্রশাসনিক নৈতিকতার ভিত কাঁপিয়ে দেওয়ার মতো। অভিযোগ উঠেছে, এই পদোন্নতি প্রক্রিয়ায় প্রায় ১০০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে, যেখানে যোগ্যতা, জ্যেষ্ঠতা কিংবা পেশাগত সততার কোনো মূল্য ছিল না। জানা যাচ্ছে, বিসিএস ২০ ব্যাচের প্রায় ৪৫০ জন কর্মকর্তার মধ্য থেকে ১১৮ জনকে অর্থের বিনিময়ে পদোন্নতি দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, এখানে একমাত্র কার্যকর মানদণ্ড

ছিল—কে কত টাকা দিতে পারবে। আরও গুরুতর অভিযোগ হলো, এই পুরো প্রক্রিয়াটি কোনো বিচ্ছিন্ন দুর্নীতির ঘটনা নয়; বরং একটি প্রভাবশালী রাজনৈতিক-প্রশাসনিক চক্রের সমন্বিত ব্যবস্থাপনা। অভিযোগে যাদের নাম উঠে আসছে, তাদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ, বিশেষ সহকারী মনির হায়দার, প্রেস সচিব শফিকুল আলম, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এনসিপির আব্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির হুমায়ন কাবির, এমনকি তারেক জিয়ার পিএস পর্যন্ত। এই অভিযোগ সত্য হলে প্রশ্ন উঠছে—রাষ্ট্রের প্রশাসন কি তবে দল-মত নির্বিশেষে একটি ঘুষ-সমঝোতার যৌথ সিন্ডিকেটে পরিণত হয়েছে? সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পদোন্নতিপ্রাপ্তদের বড় একটি অংশ বিতর্কিত কর্মকর্তা হিসেবে পরিচিত। এতে করে “রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক সংস্কার”–এই প্রচারিত বয়ান আরও একবার

প্রশ্নের মুখে পড়েছে। উপরন্তু, প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাইয়ের পদোন্নতির অভিযোগ স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। অভিযোগ রয়েছে, ড. ইউনুসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একাধিক যোগ্য কর্মকর্তা এই পদোন্নতিতে বাদ পড়েছেন। এমনকি কয়েকজন উপদেষ্টার ডিও লেটারের সুপারিশও আমলে নেওয়া হয়নি। এর বদলে টাকার বিনিময়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, যা প্রশাসনিক প্রক্রিয়াকে কার্যত অর্থের বাজারে পরিণত করেছে। পদোন্নতিতে শতকোটির দুর্নীতির এই অভিযোগ যদি সত্য হয়, তবে এটি নিছক অনিয়ম নয়—এটি প্রজাতন্ত্রের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। কারণ যে প্রশাসনের ওপর সাধারণ মানুষ শেষ ভরসা রাখে, সেই প্রশাসন যদি টাকার দামে বিক্রি হয়ে যায়, তাহলে রাষ্ট্র নামক ধারণাটিই ধীরে ধীরে ভেঙে

পড়ে। এখন প্রশ্ন একটাই— এই অভিযোগগুলোর কি স্বাধীন, নিরপেক্ষ ও দৃশ্যমান তদন্ত হবে? নাকি অতিরিক্ত সচিব পদোন্নতির এই অধ্যায়ও অন্য অনেক কেলেঙ্কারির মতো নীরবতার অন্ধকারে হারিয়ে যাবে? রাষ্ট্রের স্বার্থে এই প্রশ্নের জবাব এখন সময়ের দাবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উপকৃত ১ কোটি পরিবার ১৮-এর নির্বাচনে অনিয়ম আমরা চাইনি, প্রশাসনের অতিউৎসাহীরা করেছে: সজীব ওয়াজেদ জয় ঘুষ-সিন্ডিকেটে প্রশাসন অতিরিক্ত সচিব পদোন্নতি, ১০০ কোটি টাকার ঘুষ লেনদেন গ্যাস সংকটের নেপথ্যে ড: ইউনূস ও পিটার হাসের কোম্পানির ষড়যন্ত্র সতের মাসে ৬ হাজার নিখোঁজ, রাষ্ট্র নীরব, প্রশ্নের মুখে ড. ইউনুসের শাসন মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করাই যদি অপরাধ হয়,তাহলে এই অবৈধ জামাতি ইউনুস সরকার আসলে সত্যকেই সবচেয়ে বেশি ভয় পায়। “সয়াবিন সকাল বেলা ১৫০ টাকা, বিকালে ২০০ টাকা; পেয়াজের কেজি সকালে ৪০ বিকালে ৭০; বাজার নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না” –জনতার দুর্ভোগ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার? ড. ইউনুসের অবৈধ শাসন অর্জন ধ্বংসের রাজনীতি – ১৭ মাসে বাংলাদেশকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেওয়া হয়েছে এই দেশটি যদি অনিরাপদ হয়ে যায় তাহলে বিদেশি নাগরিকদের কিছু হবে না, সমস্ত ক্ষতি আমাদেরই হবে” –জনতার কন্ঠ বিলিয়ন ডলারের ঢাক ভেঙে কমিশনের ভিক্ষা: বিনিয়োগ আনতে প্রণোদনায় নামল ইউনুস সরকার বিদেশি টাকা, জঙ্গি সমর্থন আর সংখ্যালঘু নিপীড়ন : ইউনুসের ক্ষমতার ত্রিমুখী ভিত্তি জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা,জঙ্গী-সন্ত্রাসী দমনে অবৈধ ইউনূস গংয়ের অনীহা স্পষ্ট! জেল গেটের এপার-ওপার : নির্যাতনের অন্ধকারে নিমজ্জিত ইউনুসের বাংলাদেশ ২.০ ষোল বছরে যা হয়নি, ষোল মাসেই তা করে দেখালেন ইউনুস! জামিন মিললেও মুক্তি নেই, নতুন গায়েবী মামলায় গ্রেপ্তার দেখানো হয়: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও পায়ে শিকল, হাসপাতালে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরা যুবলীগ নেতা মাসুম উপকৃত ১ কোটি পরিবার তারেক রহমানের ভাবনার ৩ বছর আগেই শেখ হাসিনার ‘স্মার্ট কার্ড’ বিপ্লব দিনে গড়ে ৪১ জনের আত্মহত্যা আর লুকোচুরি নয়, গুঞ্জন পেরিয়ে প্রেমের স্বীকৃতি ডিসকম্বোবিউলেটর: মাদুরোকে অপহরণে কি গোপন অস্ত্র ব্যবহার হয়েছিল