ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
“সয়াবিন সকাল বেলা ১৫০ টাকা, বিকালে ২০০ টাকা; পেয়াজের কেজি সকালে ৪০ বিকালে ৭০; বাজার নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না” –জনতার দুর্ভোগ
ড. ইউনুসের অবৈধ শাসন অর্জন ধ্বংসের রাজনীতি – ১৭ মাসে বাংলাদেশকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেওয়া হয়েছে
বিলিয়ন ডলারের ঢাক ভেঙে কমিশনের ভিক্ষা: বিনিয়োগ আনতে প্রণোদনায় নামল ইউনুস সরকার
বিদেশি টাকা, জঙ্গি সমর্থন আর সংখ্যালঘু নিপীড়ন : ইউনুসের ক্ষমতার ত্রিমুখী ভিত্তি
জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তাকে হত্যা,জঙ্গী-সন্ত্রাসী দমনে অবৈধ ইউনূস গংয়ের অনীহা স্পষ্ট!
জেল গেটের এপার-ওপার : নির্যাতনের অন্ধকারে নিমজ্জিত ইউনুসের বাংলাদেশ ২.০
জামিন মিললেও মুক্তি নেই, নতুন গায়েবী মামলায় গ্রেপ্তার দেখানো হয়: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও পায়ে শিকল, হাসপাতালে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরা যুবলীগ নেতা মাসুম
এই দেশটি যদি অনিরাপদ হয়ে যায় তাহলে বিদেশি নাগরিকদের কিছু হবে না, সমস্ত ক্ষতি আমাদেরই হবে” –জনতার কন্ঠ
আজ যারা লাশের উপর দিয়ে, রাষ্ট্র পুড়িয়ে ক্ষমতায় তারা সবাই বিদেশি এজেন্ট। এমনকি, এদের দ্বৈত নাগরিকত্ব নিয়েও যথেষ্ট অভিযোগ রয়েছে। এই মবের সরদার-ফ্যাসিস্ট গংয়ের হাতেই বিগত ১৭ মাস ধরে বাংলাদেশ তিলে তিলে ধ্বংসের দ্বারপ্রান্তে এগোচ্ছে। টেকনাফে সেইফ প্যাসেজের নামে কোরিডোর ষড়যন্ত্র, বিদেশিদের হাতে বন্দর হস্তান্তর সহ একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানিদের সাথে আঁতাত করে নানা দেশবিরোধী ষড়যন্ত্রমুলক চুক্তি করেছে ইউনূসের অবৈধ-অগণতান্ত্রিক সরকার।
এখন আর যদি, কিন্তুর অবকাশ নেই বাংলাদেশ ইতোমধ্যেই অনিরাপদ একটি রাষ্ট্র। এদেশের ভিসা এখন বাতিল করছে সারাবিশ্ব জঙ্গীবাদের উত্থান এবং অনিরাপত্তার দোহাই দিয়ে। এদেশের অর্থনীতি বিধ্বস্ত, বিশ্বব্যাংকের তথ্যমতে মানুষ চরম দারিদ্রতার মুখে পড়তে চলেছে, বেকারত্ব, হাহাকার আর আইনশৃঙ্খলার নজিরবিহীন অবনতি।
যে দেশে দিনে ১১ টি করে খুন হয়, সেখানে অনিরাপদ হওয়ার আর বাকি কি থাকে। কিন্তু এতে, ফ্যাসিস্ট ইউনূস গংয়ের কি যায় আসে? তাদের কারও কাছে জবাব দিতে হবে না, কারণ তারা এদেশের নাগরিকই না। সুতরাং, এখনই সময়, অবিলম্বে ইউনূসের পতন জরুরি এদেশে। ইউনূসের নির্বাচনও একটি দেশবিরোধী ষড়যন্ত্র, এ ষড়যন্ত্র টিকতে দেওয়া যাবে না। এখনই সময়, রাজপথে নামুন। ইউনূসের অবৈধ সরকার পড়লেই বাংলাদেশ বেঁচে যাবে।
যে দেশে দিনে ১১ টি করে খুন হয়, সেখানে অনিরাপদ হওয়ার আর বাকি কি থাকে। কিন্তু এতে, ফ্যাসিস্ট ইউনূস গংয়ের কি যায় আসে? তাদের কারও কাছে জবাব দিতে হবে না, কারণ তারা এদেশের নাগরিকই না। সুতরাং, এখনই সময়, অবিলম্বে ইউনূসের পতন জরুরি এদেশে। ইউনূসের নির্বাচনও একটি দেশবিরোধী ষড়যন্ত্র, এ ষড়যন্ত্র টিকতে দেওয়া যাবে না। এখনই সময়, রাজপথে নামুন। ইউনূসের অবৈধ সরকার পড়লেই বাংলাদেশ বেঁচে যাবে।



