ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভবনমালিকের দায় দেখছেন মৃতের স্বজন ও এলাকাবাসী
রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার
সাংবাদিকতার আড়ালে রাজনীতি: অলিউল্লাহ নোমানকে ঘিরে অভিযোগের বিস্তৃত চিত্র
*নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যু: ইউএনও ফেরদৌস আরার মৃত্যু ঘিরে গুরুতর প্রশ্ন
চবি ল্যাবরেটরি কলেজে উপেক্ষিত যোগ্যতা, প্রশ্নের মুখে নিয়োগ বোর্ড লবিংয়ের কাছে হার মানল যোগ্যতা চবি ল্যাবরেটরি কলেজে নিয়োগবঞ্চিত উচ্চশিক্ষিত প্রার্থী
আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঐতিহ্যের মহামিলন
রাজধানীতে আজ কোথায় কী
টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের
আড়াইহাজারে স্থানীয় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করার পর টাকা কম পাওয়ায় ফের ডাকাতির করার হুমকি দিয়ে গেছে। শুক্রবার রাত দেড়টার দিকে ফতেপুর ইউনিয়নের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। ডাকাত দল একে একে ঘরের সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। তাদের মুখোশ পরা ছিল।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ডাকাতদের ধারালো অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে পরিবারের লোকজনকে জিম্মি করার ঘটনা। ভিডিওতে পরিবারের লোকজনকে গালাগাল ও
প্রাণে মেরে ফেলার হুমকির শব্দ শোনা যায়। পরে ডাকাতরা নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাত দল টাকা কম পাওয়ায় সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করে। এমনকি, এই বাড়িতে ফের ডাকাতি করার হুমকি দেয়। আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
প্রাণে মেরে ফেলার হুমকির শব্দ শোনা যায়। পরে ডাকাতরা নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাত দল টাকা কম পাওয়ায় সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করে। এমনকি, এই বাড়িতে ফের ডাকাতি করার হুমকি দেয়। আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।



