ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্থগিত হয়ে যেতে পারে বিপিএল
রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট
আইসিসির অনুরোধেও অনড় বিসিবি
বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি
নিউজিল্যান্ড সিরিজে কোহলি-রোহিতের ওপর ভরসা রাখছেন গিল
ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত: তামিম
বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম
বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের মূল লড়াইয়ে নামার আগে ভালোভাবেই প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই দাপুটে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়ে নিজেদের প্রস্তুতির ষোলকলা পূর্ণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস।
শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৯ রানেই সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার (৬)। তবে আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২ চার ও ১
ছক্কায় ২৯ বলে ৩১ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৫১ রানের কার্যকরী জুটি। শারমিন ৩১ বলে ২৮ এবং জ্যোতি ২২ বলে ২৮ রান করে বিদায় নেন। ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। স্বর্ণা মাত্র ১৪ বলে অপরাজিত ২৪ এবং সোবহানা ১৫ বলে অপরাজিত ২৪ রান করলে বাংলাদেশ পায় লড়াকু সংগ্রহ। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে থাইল্যান্ড। দলটির হয়ে একাই লড়াই করেছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান করে ফিফটি তুলে নেন
তিনি। এছাড়া ছানিডা সুথিরুয়াগ করেন ১৮ বলে ২৫ রান। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১১৭ রানেই আটকে যায় থাইল্যান্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।
ছক্কায় ২৯ বলে ৩১ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৫১ রানের কার্যকরী জুটি। শারমিন ৩১ বলে ২৮ এবং জ্যোতি ২২ বলে ২৮ রান করে বিদায় নেন। ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। স্বর্ণা মাত্র ১৪ বলে অপরাজিত ২৪ এবং সোবহানা ১৫ বলে অপরাজিত ২৪ রান করলে বাংলাদেশ পায় লড়াকু সংগ্রহ। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে থাইল্যান্ড। দলটির হয়ে একাই লড়াই করেছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান করে ফিফটি তুলে নেন
তিনি। এছাড়া ছানিডা সুথিরুয়াগ করেন ১৮ বলে ২৫ রান। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১১৭ রানেই আটকে যায় থাইল্যান্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।



