আপত্তিকর কনটেন্ট তৈরিতে অভিযুক্ত হলো গ্রোক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬
     ১০:৩১ পূর্বাহ্ণ

আপত্তিকর কনটেন্ট তৈরিতে অভিযুক্ত হলো গ্রোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ১০:৩১ 22 ভিউ
কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রোক টুল অপব্যবহার করার অভিযোগ তোলা হয়েছে। এর ফলে ইলন মাস্কের সংস্থা এক্স-এর বিরুদ্ধে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আপত্তিকর ও বেআইনি কনটেন্ট তৈরির অভিযোগে এক্সকে ইতোমধ্যে কয়েকটি দেশ থেকে নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়, বেআইনি কনটেন্ট অনতিবিলম্বে সরিয়ে ফেলতে হবে। আর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা রিপোর্ট আকারে দ্রুত জানাতে হবে। অভিযোগে উল্লেখ করা হয়, ইদানীং গ্রোক ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি ও ছড়ানোর অভিযোগ বেড়েছে, বিশেষ করে নারীর আপলোড করা ছবিকে ঘিরে এমন কনটেন্ট তৈরির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এ বিষয়ে বিশ্বের কয়েকটি দেশের আইনপ্রণেতা ও নাগরিক সমাজের সংগঠন কঠিন পদক্ষেপের দাবি উপস্থাপন

করেছে। বিশ্লেষকরা বলছেন, কয়েকটি দেশের স্থানীয় তথ্যপ্রযুক্তি আইন (ডিজিটাল মিডিয়া এথিকস কোড) নীতিমালা না মেনে ডিউ ডিলিজেন্স আইন লঙ্ঘন করায় অভিযুক্ত হয়েছে এক্স। অভিযোগে বলা হয়, আইন লঙ্ঘন করে এমন সব কনটেন্টের প্রবেশাধিকার বন্ধ করতে হবে। ডিজিটাল প্রমাণ নষ্ট না করে তা সংরক্ষণ করা জরুরি। গ্রোক টুলের পরিচালন কাঠামো ও প্রযুক্তিগত নকশা পর্যালোচনা করতে হবে। অন্যদিকে, বেআইনি কনটেন্ট প্রতিহত করতে জোরালো সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যে কোনো কারণে নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ (সাসপেন্ড) করার তাগিদ দেওয়া হয়। কর্তৃপক্ষ (এক্স) বলছে, তারা বেআইনি কনটেন্টের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকে। শিশু নির্যাতনে অভিযুক্ত কনটেন্ট নিয়মিত সরানো হয়। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট স্থায়ীভাবে

বন্ধ করা হয়। বিশেষ প্রয়োজনে আইনশৃঙ্খলা সংস্থার সহযোগিতা নেওয়া হয়। বিবৃতিতে এক্স সেফটি বলেছে, গ্রোক ব্যবহার করে কেউ বেআইনি কনটেন্ট তৈরি করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে, যেমনটা সরাসরি কনটেন্ট আপলোডের ক্ষেত্রে করা হয়। ডিজিটাল আইন বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মাধ্যমকে অবশ্যই তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত যে কোনো ধরনের কনটেন্টের দায় নিশ্চিত করতে হবে। ভুয়া ও বেআইনি কনটেন্ট ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অবশ্যই জবাবদিহি হবে প্রধান শর্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুদখোর আর জামায়াতের হাতে স্বাধীনতার ইতিহাস ইউনুসের অবৈধ শাসনে বাংলাদেশিরা এখন বিশ্বের অচ্ছুত গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে আতঙ্ক, সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ইতিহাসের ধ্রুবতারা ও ১০ জানুয়ারির তাৎপর্য: ভিন্ন প্রেক্ষাপটে এক ফিরে দেখা শেখ হাসিনাকেই চাই, মরতেও রাজি আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না: সাধারণ নাগরিকের অভিমত পিতার নামে শপথ নেওয়ার দিন আজ গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট খুনখারাপির বাংলাদেশ, জঙ্গিদের বাংলাদেশ, অবৈধ শাসনের বাংলাদেশ ইরানের এক শহরেই বিক্ষোভে ৮ সেনা নিহত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে প্রস্তাব দিল বাংলাদেশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে : খামেনি গ্রিনল্যান্ড ঠিক কী কারণে দরকার, জানালেন ট্রাম্প বস্তিবাসীর মানসিক রোগে চিকিৎসা গ্রহণের হার বেড়েছে ৫ গুণ সিসিটিভি ফুটেজে দুই শুটারের চেহারা স্পষ্ট, পরিচয় মেলেনি ২ দিনেও বেড়েছে চাল ডালের দাম, কমছে না সবজিরও নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন