দিনাজপুরে গভীর রাতে চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা ও সহযোগী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬
     ৮:২৩ অপরাহ্ণ

দিনাজপুরে গভীর রাতে চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা ও সহযোগী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ | ৮:২৩ 24 ভিউ
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রশাসনের লোক পরিচয় দিয়ে গভীর রাতে একটি বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুইজন। পরে পুলিশে সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এই ঘটনা ঘটে। আটক এম এ তাফসীর হাসান (৩৩) বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বোচাগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি। অপর আটক

ব্যক্তি হলেন উপজেলার ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে এম এ তাফসীর হাসান ও তার সহযোগীরা লোহার পাইপ এবং স্টিলের লাঠি নিয়ে ওই বাড়িতে গিয়ে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে গেট খুলতে বলেন। গেট খোলার পর তারা জোরপূর্বক ঘরে ঢুকে বাদী সন্তোষ কুমার রায়ের বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খুঁজতে থাকেন এবং ঘরের আসবাবপত্র তছনছ করেন। একপর্যায়ে তারা পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাফসীর ও মঞ্জুরকে হাতে-নাতে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক দুজনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রোববার (৪ জানুয়ারি) সকালে ভুক্তভোগী পরিবারের সদস্য সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের হাতে আটক দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের লাঠি এবং ভিডিও রেকর্ডিংয়ের কাজে ব্যবহৃত একটি ছোট ক্যামেরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একদিকে মুস্তাফিজ নিয়ে ‘মায়াকান্না’, অন্যদিকে সাকিব-মাশরাফিকে ধ্বংসের নীলনকশা সিলেটের ডিসির বিরুদ্ধে ১০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় জামায়াত প্রার্থীর সাম্প্রদায়িক উসকানি,প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে ধর্মবিদ্বেষী বিক্ষোভ নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না’ – সংবাদপত্রের ওপর আক্রমণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ডিগ্রি-সার্টিফিকেট কেড়ে নিলেও জ্ঞান কেড়ে নিতে পারবে না’: ছাত্রলীগকে শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার আগেই তদবির–চাঁদাবাজির অভিযোগে উত্তাল রাজনীতি, তারেক রহমানের নাম ব্যবহার করে কোটি টাকার বাণিজ্যের গুঞ্জন এক রাষ্ট্রে দুই আইন, অপরাধের লাইসেন্স পেল জুলাই যোদ্ধারা, জুলাই ‘যোদ্ধা’ পরিচয়ে ধর্ষণ–খুনও অপরাধ নয় হাঁসের মাংসের যত উপকারিতা নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের মাদুরোকে ধরতে কারাকাসে ঢোকে ২০০ মার্কিন সেনা: পেন্টাগন মালেশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ ১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান আমি প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করা হয়েছে: মাদুরো কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী নাদিয়া চিত্রনায়ক সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রাজশাহীতে রেকর্ড নাটোরে নির্জন স্থানে মিললো তরুণীর রক্তাক্ত মরদেহ রাত যাপনের সুযোগ পেয়েই সেন্টমার্টিন গেল ১১৭৪ পর্যটক