ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এখনও ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট আওয়ামী লীগের’— নির্বাচনের সমীকরণ জানালেন সাধারণ জনতা
কুড়িগ্রামে শীতে কাপছে গরিবের প্রাণ এত তীব্র শীতেও কম্বল দিলো না গরিবের রক্তচোষা-ফ্যাসিস্ট ইউনূস গং
ডেভিল হান্টের নামে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক মব সন্ত্রাস চালানো হচ্ছে
কারাগার এখন মৃত্যুকূপ! অবৈধ ইউনুস সরকারের শাসনে আওয়ামী লীগ নিধনের নামে পরিকল্পিত হত্যা শুরু হয়েছে!
রাষ্ট্র ঝুঁকিতে, বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে ঠেলে দেওয়ার নীলনকশা
দেশকে অন্ধকার থেকে বাঁচান’: ২০২৬-এর নতুন বছরে ঐক্যের ডাক শেখ হাসিনার
বিশ্বাসঘাতকতা ও ইতিহাস অস্বীকারই ড. ইউনুসের কৌশল
দেশকে অন্ধকার থেকে বাঁচান’: ২০২৬-এর নতুন বছরে ঐক্যের ডাক শেখ হাসিনার
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি দেশবাসীকে ‘অন্ধকারাচ্ছন্ন যাত্রা’ থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেখ হাসিনার এই বার্তাটি প্রকাশ করা হয়।
নিজের বার্তায় শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের স্বরূপ এখন উন্মোচিত। তিনি বলেন, ‘‘আপনারা দেখেছেন কীভাবে অবৈধ দখলদাররা আপনাদের জিম্মি করে সীমাহীন দুর্নীতি, মিথ্যাচার এবং ব্যক্তিগত স্বার্থে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।’’
সাবেক প্রধানমন্ত্রী নববর্ষের শুরুতে দেশবাসীকে
দেশ রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘আসুন, নতুন বছরে আমরা দেশ রক্ষার অঙ্গীকার করি।’’ তিনি মনে করিয়ে দেন, অতীতেও যেকোনো ক্রান্তিলগ্নে জাতি ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবিলা করেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান দুঃসময় দীর্ঘস্থায়ী হবে না এবং এই নতুন বছরেই জাতি একটি চূড়ান্ত ফয়সালা দেখতে পাবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি উল্লেখ করেন, বহির্বিশ্বে বাংলাদেশের নাম এখন ভীতির সঙ্গে উচ্চারিত হচ্ছে, যা জাতির জন্য অসম্মানের। তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে অর্থনীতিতে ধস নেমেছে। বার্তার শেষ অংশে তিনি
দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ‘‘আমার প্রিয় বাংলাদেশ, শুভ নববর্ষ। নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ ও সম্প্রীতি বয়ে আনুক। অতীতের ভুল ও দুঃখ মুছে গিয়ে এটি সবার জন্য একটি স্মরণীয় বছর হোক।’’ তিনি একটি অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসস্থল। বার্তাটির শেষে তিনি বলেন, ‘‘শুভ নববর্ষ ২০২৬! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে আলো আসুক। বাংলাদেশ চিরজীবী হোক।’’
দেশ রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘আসুন, নতুন বছরে আমরা দেশ রক্ষার অঙ্গীকার করি।’’ তিনি মনে করিয়ে দেন, অতীতেও যেকোনো ক্রান্তিলগ্নে জাতি ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবিলা করেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান দুঃসময় দীর্ঘস্থায়ী হবে না এবং এই নতুন বছরেই জাতি একটি চূড়ান্ত ফয়সালা দেখতে পাবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি উল্লেখ করেন, বহির্বিশ্বে বাংলাদেশের নাম এখন ভীতির সঙ্গে উচ্চারিত হচ্ছে, যা জাতির জন্য অসম্মানের। তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে অর্থনীতিতে ধস নেমেছে। বার্তার শেষ অংশে তিনি
দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ‘‘আমার প্রিয় বাংলাদেশ, শুভ নববর্ষ। নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ ও সম্প্রীতি বয়ে আনুক। অতীতের ভুল ও দুঃখ মুছে গিয়ে এটি সবার জন্য একটি স্মরণীয় বছর হোক।’’ তিনি একটি অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসস্থল। বার্তাটির শেষে তিনি বলেন, ‘‘শুভ নববর্ষ ২০২৬! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে আলো আসুক। বাংলাদেশ চিরজীবী হোক।’’



