ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫
     ৪:৩৬ অপরাহ্ণ

ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ | ৪:৩৬ 7 ভিউ
অস্বাভাবিক ভোটার বৃদ্ধি: ঢাকা মহানগরের ২০টি আসনের প্রতিটিতে গড়ে প্রায় ১ লাখ করে মোট ২০ লাখ নতুন ভোটার সংযোজন। কারচুপির অভিযোগ: রাজনৈতিক দলগুলোর দাবি, এটি স্বাভাবিক হালনাগাদ নয়, বরং ভোটের ফলাফল পাল্টে দেওয়ার সুপরিকল্পিত নীল নকশা। অভিযোগের তীর: ভুয়া ভোটার তৈরির নেপথ্যে জামায়াতে ইসলামীর বিশেষ ‘মেকানিজম’ ও প্রভাব বিস্তারের অভিযোগ। বিধি লঙ্ঘনের দাবি: ভোটার নিবন্ধনে ঠিকানা যাচাই ও জাতীয় পরিচয়পত্রের বিধিমালা লঙ্ঘনের গুরুতর অভিযোগ পর্যবেক্ষকদের। নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরের ২০টি নির্বাচনী আসনে একযোগে প্রায় ২০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্তির ঘটনাকে ঘিরে আসন্ন জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। প্রতিটি আসনে গড়ে এক লাখ করে নতুন ভোটার সংযোজনকে রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা

‘অস্বাভাবিক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বা কমিশনের চোখের আড়ালে একটি বিশেষ গোষ্ঠী ভোটের মাঠ নিজেদের দখলে নিতে এই বিশাল কর্মযজ্ঞ চালিয়েছে। রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন রয়েছে যে, এই বিপুল সংখ্যক ভোটার বৃদ্ধি কোনো সাধারণ বা রুটিনমাফিক হালনাগাদ প্রক্রিয়ার অংশ নয়। বরং এটি পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন নির্বাচনের ফলাফল প্রভাবিত করার একটি সুচিন্তিত কৌশল। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি, নির্দিষ্ট কিছু আসনে জ্যামিতিক হারে এই ভোটার বৃদ্ধি কাকতালীয় হতে পারে না। তাদের মতে, এটি নির্বাচনী ফলাফলকে কৃত্রিমভাবে প্রভাবিত করার একটি বড় ষড়যন্ত্র। এই প্রক্রিয়ার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগও উঠেছে। সূত্রমতে, ভুয়া ভোটার অন্তর্ভুক্তির নেপথ্যে জামায়াতে ইসলামীর

একটি সংগঠিত ও সক্রিয় ‘মেকানিজম’ কাজ করছে। অভিযোগ রয়েছে, ভোটের সমীকরণ নিজেদের অনুকূলে আনতে এবং নির্দিষ্ট প্রার্থীর জয় নিশ্চিত করতে এই বিপুল সংখ্যক ভুয়া ভোটার তৈরি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্বাচন পর্যবেক্ষক জানিয়েছেন, ভোটার তালিকায় নাম ওঠানোর ক্ষেত্রে অপরিহার্য ধাপগুলো—যেমন সরেজমিন ঠিকানা যাচাই, স্থায়ী বসবাসের প্রমাণ এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আইনি বিধি—যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এর ফলে ভুয়া এবং স্থানান্তরিত ব্যক্তিদের ভোটার হওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা সরাসরি ভোট কারচুপির পথ প্রশস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব যেখানে নিরপেক্ষতা নিশ্চিত করা, সেখানে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় এমন অস্বাভাবিক ভোটার বৃদ্ধি কমিশনের বিশ্বাসযোগ্যতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা

সতর্ক করে বলেছেন, ২০ লাখ ভুয়া ভোটারের এই অভিযোগ সত্য হলে তা শুধু একটি নির্বাচনের ফলাফল নয়, বরং দেশের পুরো গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই এক ভয়ানক হুমকি। এটি জনগণের ভোটাধিকার হরণের শামিল। এত বড় অভিযোগ ওঠার পরেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা বা তদন্তের ঘোষণা না আসায় জনমনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ২০ লাখ নতুন ভোটারের সত্যতা যাচাই না করা হলে, আসন্ন নির্বাচন ও ভোটার তালিকার গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঢাকার এই ঘটনাকে তারা নির্বাচন ব্যবস্থার জন্য এক বড় ‘অশনিসংকেত’ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইনশৃঙ্খলার অজুহাতে আবহমান বাংলার সংস্কৃতির ওপর পরিকল্পিত আঘাত—ফরিদপুরে বন্ধ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব! ইন্ডিয়া যদি আমাদের সাহায্য না করতো, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পারতো না দেশটা স্বাধীন করতে” –বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগবিহীন নির্বাচন, একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত মহাজন ইউনুসের গণতন্ত্র : ১২২টি ফাঁদ ও একটি ভোট রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন: ঘটনাস্থল থেকে ব্যানার উদ্ধার খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির: খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রশংসায় ভাসছেন সজীব ওয়াজেদ জয় চরমোন্তাজে এসআই রাতুলের ঘুষ বাণিজ্যের রামরাজত্ব: জিম্মি আ.লীগ পরিবার, রেহাই পাচ্ছে না নারীরাও ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য! নেট দুনিয়ায় ভাসছে শিল্পা শেঠিকে জড়িয়ে তারেকের নাম ডিএমপির দাবি খারিজ: মেঘালয়ে শরীফ ওসমান হত্যায় কেউ গ্রেপ্তার হয়নি ‘হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার’—ফেসবুকে বিস্ফোরক মন্তব্য নীলা ইসরাফিলের ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুরকারী বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে গণপিটুনি গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে অংশগ্রহণের দাবি শেখ হাসিনার: ড. ইউনূসকে ভোটের মাঠে চ্যালেঞ্জ ব্রিগেডিয়ার ‘বন্ধু’র দাপট আর আঞ্চলিকতার দায়ে অডিশনে বাদ: সেই ‘বিতর্কিত’ মিতুই আজ জাতির নসিহতকারী! গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে অংশগ্রহণের দাবি শেখ হাসিনার: ড. ইউনূসকে ভোটের মাঠে চ্যালেঞ্জ গরিবের বন্ধু’র আড়ালে ইউরোপে ড. ইউনূসের হাজার কোটি টাকার গুপ্ত সাম্রাজ্য: নথিপত্রে ফাঁস চাঞ্চল্যকর তথ্য আইএসআইয়ের ভয়ংকর ব্লু-প্রিন্ট: আট হাজার সশস্ত্র জঙ্গির ‘এনএআর’ গঠন ও বাংলাদেশ পাকিস্তানীকরণের গভীর ষড়যন্ত্র! ময়মনসিংহের পর এবার রাজবাড়ী: চাঁদাবাজির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা