ব্রাকসু নির্বাচন স্থগিতে ক্যাম্পাসে উত্তেজনা, ভিসি কার্যালয় ঘেরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫
     ৫:৪৪ পূর্বাহ্ণ

ব্রাকসু নির্বাচন স্থগিতে ক্যাম্পাসে উত্তেজনা, ভিসি কার্যালয় ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ৫:৪৪ 55 ভিউ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন স্থগিতের ঘটনায় তুমুল উত্তেজনা চলছে ক্যাম্পাসে। এ নিয়ে ছাত্রদলের সঙ্গে ছাত্র সমন্বয়ক ও ছাত্রশিবিরের হট্টগোল চলছে। তারা ভিসি অফিস ঘেরাও করে স্থগিতাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভোটার তালিকার ভুল সংশোধন ও অন্যান্য অসংগতি দূর না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় কমিশন। ঘোষণার পর থেকেই পরস্পরবিরোধী অবস্থান নেয় ছাত্রদল ও ছাত্র সমন্বয়করা। সাবেক ছাত্র সমন্বয়ক এবং বেরোবি শিক্ষার্থী পরিষদের নেতারা প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় নির্বাচন অফিসের বাইরে তালা লাগানোর ঘোষণা দেয়। তালা লাগানোর চেষ্টা করলে এর প্রতিবাদ জানায় ছাত্রদল। এসময় তারা পরস্পর তুমুল হট্টগোলে

জড়িয়ে পড়েন। মূলত ছাত্র সমন্বয়ক খোকন ও আশিকের সঙ্গে তুমুল বিতর্কে জড়ান ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি তুহিন রানাসহ অন্যান্যরা। দুই পক্ষ আঙুল উঁচিয়ে কথা বলা শুরু করে এবং পরস্পরের প্রতি তেড়ে আসে। তখন ছাত্রদলের সভাপতি ইয়ামিন ও সাধারণ সম্পাদক জহির রায়হান ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন। প্রায় ঘণ্টাখানেক এই অবস্থানের পর ছাত্র সমন্বয়ক ও শিক্ষার্থী পরিষদের নেতারা ভিসির অফিস রুমের সামনে বিক্ষোভ করে অবস্থান করেন। তারা স্থগিতাদেশ প্রত্যাহার করে রাতের মধ্যেই সামান্য যে ভুলত্রুটি আছে সেগুলো সমাধান করে নির্বাচন চালু রাখার দাবি জানান। এসময় সাবেক ছাত্র সমন্বয়ক, স্বতন্ত্র এজিএস প্রার্থী শামসুর রহমান সুমন জানান, প্রশাসন ছাত্রদলকে সন্তুষ্ট করতে নাটক সাজিয়ে

নির্বাচন বানচালের জন্য এই স্থগিত ঘোষণা করেছে। এটা আমরা মানি না। ভোটার তালিকায় সামান্য যে ভুলত্রুটি আছে সেগুলো রাতের মধ্যেই সমাধান করে কাল থেকে প্রক্রিয়া চলমান রাখতে হবে। তা না হলে তাদের আন্দোলন চলবে। সাবেক সমন্বয়ক ও বেরোবি শিক্ষার্থী পরিষদের প্রার্থী আহমেদুল আল বীর জানান, এটা প্রশাসনের নতুন তামাশা। আট হাজার শিক্ষার্থীর সাথে নতুন টালবাহানা শুরু করেছে প্রশাসন। রাতেই স্থগিতাদেশ তুলতে হবে। যে ভুল আছে সেটা ১ ঘণ্টার মধ্যেই সমাধান সম্ভব। ছাত্রদল সভাপতি ইয়ামিন জানান, যেহেতু ভোটার তালিকায় ভুল আছে, সেকারণে সেটি সমাধান করেই শীতকালীন ছুটির পরেই নির্বাচন হলে ভালো হয়। যারা আন্দোলন করছে তারা ক্যাম্পাসের ভালো চায় না। এর আগে, সন্ধ্যায় এই

স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. মোহসীনা আহসান। কারণ হিসেবে প্রশাসনের বিরুদ্ধে ভোটার তালিকা হালনাগাদ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন তিনি। এর মাধ্যমে কমিশনকে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা ছিল কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এসময় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্থগিতের ঘোষণাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলছেন ভিসি অধ্যাপক শওকাত আলী। তিনি বলেন, সঠিক তথ্য সরবরাহ করার পরও যদি কোনো ভুল থাকে তাহলে সেটি ঠিক করার দায়িত্বও কমিশনের। তিনি কমিশনকে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এই ঘোষণার পর সাধুবাদ জানিয়েছে ছাত্রদল। আর প্রতিবাদ জানিয়েছে ছাত্র সমন্বয়ক ও ছাত্রশিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খলিল-তৈয়্যব-আখতার বিমানের নতুন পরিচালক: নেপথ্যে বোয়িং কেনার ‘প্যাকেজড ডিল’? হিউম্যান রাইটস ওয়াচ: নির্বাচনের আগে বাংলাদেশে নারী-শিশু এবং সংখ্যালঘুদের ওপর বাড়ছে সহিংসতা রঙ বদলের মানুষেরা! নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক : জঙ্গি মদদে ক্ষমতা, সংখ্যালঘু রক্তে টিকে থাকা ফ্রিল্যান্সার পোর্টালের বিপর্যয় : নিছক ভুল নাকি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার নমুনা? কারাগারে আওয়ামী লীগ সমর্থিতদের মৃত্যুর মিছিল, ডিজিটালিস গ্রুপের ওষুধ ঘিরে বাড়ছে প্রশ্ন আন্তর্জাতিক নজরে বাংলাদেশ: একতরফা নির্বাচন, সংখ্যালঘু নিপীড়ন ও বৈধতার পতন সাংবাদিকতার আড়ালে রাজনীতি: অলিউল্লাহ নোমানকে ঘিরে অভিযোগের বিস্তৃত চিত্র পিতার রাজনৈতিক বিরোধের বলি ১৭ বছরের রাকিব ইসলাম এই প্রতিহিংসা রাজনীতির শেষ কোথায়..! ট্রাম্প বনাম ইরান: যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে? এক গভীর সংকট, তিনটি বিপজ্জনক বিকল্প এবং বৈশ্বিক পরিণতি আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ