পদক জিতে ১০ লাখ টাকা করে পাচ্ছেন হিমু-বন্যা-কুলসুম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫
     ১১:২৯ অপরাহ্ণ

পদক জিতে ১০ লাখ টাকা করে পাচ্ছেন হিমু-বন্যা-কুলসুম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ১১:২৯ 53 ভিউ
ঢাকায় অনুষ্ঠিত ২৪তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের পদকজয়ী তিন আরচ্যার। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জয়ী হিমু বাছাড় ও বন্যা আক্তার এবং কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জজয়ী কুলসুম আক্তার মনি প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বসেরা দলগুলোর সঙ্গে লড়াই করে পদক জেতায় আরচ্যারদের ভূয়সী প্রশংসা করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘অলিম্পিকে সোনার পদক পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন,

তাদের মতো সুযোগ-সুবিধা থাকতে হয়। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা তাদের সহযোগিতা করব।’ তিনি আরও যোগ করেন, ‘এটা সত্যি যে বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে একটি হলেও অলিম্পিকে কোনো সোনার পদক নেই আমাদের। তবে আমি আশা করি, আরচ্যারির মাধ্যমে আমরা সোনা পাব। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, তাদের প্রত্যেককে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেব।’ মন্ত্রণালয়ের এই ঘোষণায় টিম হোটেল থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুপাজয়ী আরচ্যার বন্যা আক্তার। তিনি বলেন, ‘এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারির প্রতি আমাদের আগ্রহ আরও বাড়বে। আর্থিকভাবে লাভবান হলে অনেকেই আর্চারি ছেড়ে বিদেশে চলে যান।

এমন পুরস্কার থাকলে সেই সম্ভাবনাও কমে আসবে।’ উল্লেখ্য, ৩০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে ভারত ৬টি সোনাসহ ১০টি পদক নিয়ে শীর্ষে এবং দক্ষিণ কোরিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুদখোর আর জামায়াতের হাতে স্বাধীনতার ইতিহাস ইউনুসের অবৈধ শাসনে বাংলাদেশিরা এখন বিশ্বের অচ্ছুত গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে আতঙ্ক, সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ইতিহাসের ধ্রুবতারা ও ১০ জানুয়ারির তাৎপর্য: ভিন্ন প্রেক্ষাপটে এক ফিরে দেখা শেখ হাসিনাকেই চাই, মরতেও রাজি আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না: সাধারণ নাগরিকের অভিমত পিতার নামে শপথ নেওয়ার দিন আজ গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট খুনখারাপির বাংলাদেশ, জঙ্গিদের বাংলাদেশ, অবৈধ শাসনের বাংলাদেশ ইরানের এক শহরেই বিক্ষোভে ৮ সেনা নিহত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে প্রস্তাব দিল বাংলাদেশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে : খামেনি গ্রিনল্যান্ড ঠিক কী কারণে দরকার, জানালেন ট্রাম্প বস্তিবাসীর মানসিক রোগে চিকিৎসা গ্রহণের হার বেড়েছে ৫ গুণ সিসিটিভি ফুটেজে দুই শুটারের চেহারা স্পষ্ট, পরিচয় মেলেনি ২ দিনেও বেড়েছে চাল ডালের দাম, কমছে না সবজিরও নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন