রামপুরা থানা যুবলীগের আহ্বায়ক রইজ উদ্দিন আটক – রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যুবলীগের, – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫
     ৬:০০ অপরাহ্ণ

রামপুরা থানা যুবলীগের আহ্বায়ক রইজ উদ্দিন আটক – রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যুবলীগের,

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ৬:০০ 72 ভিউ
রাজধানীর রামপুরায় সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের থানা আহ্বায়ক রইজ উদ্দিন আহমেদকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে তার নিজ এলাকা থেকে আটকের পর পুরো এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিরোধী দলে থাকা যুবলীগ এই ঘটনাকে রাজনৈতিক দমনপীড়ন ও প্রতিহিংসামূলক বলে তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে, রইজ উদ্দিনকে আটকের খবর পেয়েই রামপুরা থানা এলাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মব ভায়োলেন্স সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যুবলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বর্তমান সরকার রাজনৈতিকভাবে বিরোধী মতকে দমনের অংশ হিসেবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করছে। রইজ

উদ্দিনের গ্রেপ্তারও সেই দমনপীড়নেরই অংশ। কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তারা। অন্যদিকে, রইজ উদ্দিনের আটকের পর রামপুরা থানা প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে উল্লাস ও মহড়া দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অভিযোগ উঠেছে, তারা সরকার ও নিজ দলের পক্ষে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করে। যুবলীগের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বিএনপি নেতাকর্মীরা ক্ষমতার দাপট দেখিয়ে আটক রইজ উদ্দিনের পরিবার ও স্বজনদের ওপর চাপ সৃষ্টি করছে এবং তাদের কাছে চাঁদা দাবি করছে। এই ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বিএনপি

ক্ষমতায় আসে নাই এখনো তাতেই বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং তাদের সমর্থকরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে রামপুরা থানার পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঠিক কী অভিযোগে বা কোন মামলায় রইজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রামপুরায় বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিবির ক্যাডারদের হাতে কারাগার, কারাগারে আটকে আওয়ামী লীগের উপর চলছে পরিকল্পিত গণহত্যা জাতিসংঘের প্রতিবেদনে স্বীকৃত সত্য : দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির শিরোমণি বাংলাদেশ এখন রাজাকারের সাথে কে যোগ দিছে? বলেন আপনারা দেশের মানুষ” – জনতার কথা যারা মেধার কথা বলে রাজপথ জ্বালিয়েছিল, তারাই আজ কোটা খেয়ে সরকারি অফিসে— কোটা আন্দোলনের মুখোশে ক্ষমতার সিঁড়ি, সাধারণ ছাত্রদের ভাগ্যে শুধু ধোঁকা! বাংলাদেশ: ইউনুস এবং ইতিহাসের উপর আক্রমণ” (Bangladesh: Yunus and Assault on History) নামক একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে ভুল ইতিহাসের অভিযোগ তুলে বাতিল করল ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার চবি ল্যাবরেটরি কলেজে উপেক্ষিত যোগ্যতা, প্রশ্নের মুখে নিয়োগ বোর্ড লবিংয়ের কাছে হার মানল যোগ্যতা চবি ল্যাবরেটরি কলেজে নিয়োগবঞ্চিত উচ্চশিক্ষিত প্রার্থী তারেক রহমানের নাগরিকত্ব বিতর্ক: নির্বাচনের প্রশ্নচিহ্ন বাংলাদেশের ভূ-রাজনীতিতে গোপন ষড়যন্ত্র ও আমেরিকার প্রস্তাবে গাঁজায় সেনা মোতায়েনের আগ্রহ ইউনুস সরকারের আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঐতিহ্যের মহামিলন আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও