ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আগুনের ঘটনায় স্থায়ী বহিষ্কার ছাত্রদল নেতা
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে বিক্রয় প্রতিনিধি নিহত
ছিলেন জুলাই আন্দোলনের সমর্থক, ধর্ষণের হুমকি পেয়ে তাকেই ছাড়তে হলো খেলা
অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ
মশাল মিছিলে অংশগ্রহণ: সিলেটে সাবেক মেয়রের বাসা থেকে আ.লীগ নেতার ছেলে আটক
২৭৫ মেগাওয়াট অন্ধকার : এনজিও অভিজ্ঞতায় দেশ চালানোর ফলাফল
দায়িত্বরত ইনচার্জ ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না অন্য পুলিশ সদস্যরা
রামপুরা থানা যুবলীগের আহ্বায়ক রইজ উদ্দিন আটক – রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যুবলীগের,
রাজধানীর রামপুরায় সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের থানা আহ্বায়ক রইজ উদ্দিন আহমেদকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে তার নিজ এলাকা থেকে আটকের পর পুরো এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিরোধী দলে থাকা যুবলীগ এই ঘটনাকে রাজনৈতিক দমনপীড়ন ও প্রতিহিংসামূলক বলে তীব্র নিন্দা জানিয়েছে।
এদিকে, রইজ উদ্দিনকে আটকের খবর পেয়েই রামপুরা থানা এলাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মব ভায়োলেন্স সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
যুবলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বর্তমান সরকার রাজনৈতিকভাবে বিরোধী মতকে দমনের অংশ হিসেবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করছে। রইজ
উদ্দিনের গ্রেপ্তারও সেই দমনপীড়নেরই অংশ। কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তারা। অন্যদিকে, রইজ উদ্দিনের আটকের পর রামপুরা থানা প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে উল্লাস ও মহড়া দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অভিযোগ উঠেছে, তারা সরকার ও নিজ দলের পক্ষে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করে। যুবলীগের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বিএনপি নেতাকর্মীরা ক্ষমতার দাপট দেখিয়ে আটক রইজ উদ্দিনের পরিবার ও স্বজনদের ওপর চাপ সৃষ্টি করছে এবং তাদের কাছে চাঁদা দাবি করছে। এই ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বিএনপি
ক্ষমতায় আসে নাই এখনো তাতেই বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং তাদের সমর্থকরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে রামপুরা থানার পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঠিক কী অভিযোগে বা কোন মামলায় রইজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রামপুরায় বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উদ্দিনের গ্রেপ্তারও সেই দমনপীড়নেরই অংশ। কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তারা। অন্যদিকে, রইজ উদ্দিনের আটকের পর রামপুরা থানা প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে উল্লাস ও মহড়া দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অভিযোগ উঠেছে, তারা সরকার ও নিজ দলের পক্ষে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করে। যুবলীগের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বিএনপি নেতাকর্মীরা ক্ষমতার দাপট দেখিয়ে আটক রইজ উদ্দিনের পরিবার ও স্বজনদের ওপর চাপ সৃষ্টি করছে এবং তাদের কাছে চাঁদা দাবি করছে। এই ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বিএনপি
ক্ষমতায় আসে নাই এখনো তাতেই বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং তাদের সমর্থকরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে রামপুরা থানার পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঠিক কী অভিযোগে বা কোন মামলায় রইজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রামপুরায় বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



