ব্র্যাডম্যানের সেই ‘ব্যাগি গ্রিনের’ দাম শুনলে চমকে যাবেন – ইউ এস বাংলা নিউজ




ব্র্যাডম্যানের সেই ‘ব্যাগি গ্রিনের’ দাম শুনলে চমকে যাবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৫:৫৩ 2 ভিউ
১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডন ব্র্যাডম্যানের যে ব্যাগি গ্রিন টুপি মাথায় চড়িয়েছিলেন, সেটা কিনে নিতে প্রায় ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা খরচ করেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া সরকারের অবকাঠামো, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগ, খেলাধুলা ও কারুকলা বিভাগের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ক্যানবেরায় অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের বিশেষ গ্যালারিতে কিংবদন্তির সেই সবুজ রঙের টেস্ট ম্যাচের টুপিটি এখন শোভা পাচ্ছে। অস্ট্রেলিয়ার খেলাধুলার ইতিহাস নিয়ে বিশেষ এই গ্যালারি বানানো হয়েছে, যেখানে ব্র্যাডম্যানের অন্যান্য স্মারকও সংরক্ষণ করা হয়েছে। অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেছেন, ‘ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেননি, এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তিনি

তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ক্রিকেটার। অনেকগুলোর মধ্যে তার একটি আইকনিক ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের পাওয়ার অর্থ হলো, দর্শনার্থীরা আমাদের খেলাধুলা ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে খুব কাছ থেকে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।’ ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্র্যাডম্যানের ১১টি ব্যাগি গ্রিন টুপি এখন অবশিষ্ট আছে বলে সবার ধারণা। এটি তার মধ্যে একটি। আরেকটি আছে অস্ট্রেলিয়ার ক্রীড়া জাদুঘরে। বাকি ৯টি ব্যাগি গ্রিন টুপি ব্যক্তিগত সংগ্রহশালায়। অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের ওয়েবসাইট অনুযায়ী, ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলের উইকেটকিপার রন স্যাগার্স ব্র্যাডম্যানের এই টুপিটি পেয়েছিলেন। তিনি তার এক সতীর্থকে টুপিটি দেন এবং সেই সতীর্থ পরে তা দিয়ে দেন অস্ট্রেলিয়ার এক অপেশাদার সংগ্রাহককে। সেই সংগ্রাহক ২০০৩ সালে এক ব্যক্তির কাছে

টুপিটি বিক্রি করে দেন এবং অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ সেই ব্যক্তির কাছ থেকেই টুপিটি কিনেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেই সিরিজে ৮ ইনিংসে ৯৭.১৪ গড়ে সর্বোচ্চ ৬৮০ রান করা ব্র্যাডম্যানের এই টুপি কিনতে অর্ধেক পরিমাণ অর্থ দিয়েছে ফেডারেল সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার কেদাহে অভিযানে ১২২ অভিবাসী আটক ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য ফোনকল ফাঁস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৬৫ সবজির পর এবার ঊর্ধ্বমুখী মুদি পণ্যের ভিন্ন দিকে মোড় নিচ্ছে বিক্ষোভ, জার্কাতায় শক্ত অবস্থানে পুলিশ ৬৮তম স্বাধীনতা দিবস: ঐক্যের উৎসবে প্রস্তুত মালয়েশিয়া জাপান পৌঁছে মোদি বললেন, ‘ভারতে আসুন’ পাকিস্তানি হামলার অভিযোগে কাবুলে পাক রাষ্ট্রদূত তলব দ্বিতীয়বার কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন শেখা মাহরা জর্জিয়ার সুন্দরী জিতলেন মিসেস আমেরিকার মুকুট ব্র্যাডম্যানের সেই ‘ব্যাগি গ্রিনের’ দাম শুনলে চমকে যাবেন আওয়ামী লীগ কি খেলায় ফেরার মত যথাযথ পদক্ষেপ নিচ্ছে? চব্বিশের আন্দোলনকারীদের আচরণে দেশবাসী অতিষ্ঠ: বঙ্গবীর কাদের সিদ্দিকী ইউনূস সরকারের ব্যর্থতায় অচল ব্যাংকিং খাত: গ্রাহকদের ন্যূনতম টাকা দিতে পারছে না অন্তত ৬ ব্যাংক রাজনীতিবিদশূন্য রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ – পর্ব ১ মুক্তিযোদ্ধা, অধ্যাপক, সাংবাদিককে দল বেঁধে পে/টা/লো জামাত-বিএনপি জোট বিকেলে ব্যাংকে লুকিয়ে রাতে ভল্ট ভাঙার চেষ্টা, সরঞ্জামসহ সেনাসদস্য আটক আবু সাঈদ হত্যা মামলায় বাবার জবানবন্দি: ঘটনার একদিন পরে দাফন ও গোসলের সময় মাথার পেছন থেকে রক্তক্ষরণ হচ্ছিলো ৬ মাসে নির্যাতনে প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৩৩ শিশু