লিপুর আবেগ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যুক্তিতে পথটা ‘দুর্গম’ – ইউ এস বাংলা নিউজ




লিপুর আবেগ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যুক্তিতে পথটা ‘দুর্গম’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ৬:২৪ 4 ভিউ
ঢাকা পর্বে ফিটনেস ট্রেনিং ও জুলিয়ান উডের অধীনে পাওয়ার হিটিং ক্লাসের পর সংবাদ সম্মেলনে জাকের আলী বলেছিলেন, তারা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবেন। তার বিশ্বাস তাদের সেই সক্ষমতা আছে। তিন ফরম্যাটের এই ব্যাটার জানান, দলের সকলেই সেভাবেই চিন্তা করছে। বাংলাদেশ দল এর আগে এশিয়া কাপের ফাইনাল খেলেছে বলেও উল্লেখ করেন মিডল এই ডানহাতি ব্যাটার। তবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মতে, আবেগ দিয়ে চিন্তা করলে তিনিও মনে করেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। তবে যুক্তি দিয়ে দেখলে পথটা বেশ দুর্গম। শনিবার এশিয়া কাপের দল নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগাক্রান্ত

হলে আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। আবেগের ওই জায়গা থেকে এবং ইতিবাচক চিন্তা থেকে আমিও আশা করি, বাংলাদেশ (এশিয়া কাপের) চ্যাম্পিয়ন হবে। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং যুক্তি দিয়ে চিন্তা করে দেখতে হবে, কোথায় দাঁড়িয়ে আছি। সেটা অর্জন করার জন্য পথ কতটা সুগম বা দুর্গম। যেখানে কতটা চ্যালেঞ্জ আছে।’ লিপুও পূর্বে এশিয়া কাপের ফাইনালে খেলার কথা উল্লেখ করেন এবং জানান যে বাংলাদেশের ফাইনালে খেলার সুযোগ আছে। তবে ধাপে ধাপে চিন্তার পরামর্শ দেন তিনি। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না বলেও উল্লেখ করেন, ‘বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আবার আফগানিস্তানের সঙ্গে পারিনি। এ দুটো দলই এশিয়া কাপে আমাদের গ্রুপে আছে। আবেগ দিয়ে কথা

না বলে যুক্তি দিয়ে কথা বলা উচিত। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না।’ আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে। বাংলাদেশ হংকং-এর বিপক্ষে ১১ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচ যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ১৩ ও ১৬ সেপ্টেম্বর। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিম ও সবজির দামে অস্বস্তি লিপুর আবেগ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যুক্তিতে পথটা ‘দুর্গম’ আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকার আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনের কাছে হস্তান্তর টেকনাফ সীমান্তে ফের গোলার শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বিজিবি নির্বাচক লিপুর দৃষ্টিতে সাইফ একের ভিতর চার কুমিল্লায় বাবা-মা ও ২ সন্তান নিহত: বন্ধ হচ্ছে বিপজ্জনক সেই ইউটার্ন উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার ১ মাস পর আরেক শিক্ষার্থীর মৃত্যু ভাড়াটিয়া সেজে গৃহকর্ত্রীকে খুন, পরে মামলা তুলে নিতে হুমকি নিউমার্কেটে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু ‘প্রযুক্তি সরঞ্জাম সংকট, আইন প্রয়োগে ধীরগতি’ মোমেনকে নিয়ে হজম করতে চেয়েছিলেন ডিসি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ ঋণপ্রবাহের গতি সর্বনিম্ন নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ রাজধানীতে নামে-বেনামে অর্ধশতাধিক ‘সিসা বার’ আজকের মুদ্রার রেট: ২৩ আগস্ট ২০২৫