সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের – ইউ এস বাংলা নিউজ




সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫ | ৬:৩৭ 39 ভিউ
পাকিস্তান, চীন ও আফগানিস্তান সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বুধবার (২০ আগস্ট) কাবুলে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অংশ নেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে জানান, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা ছাড়াও বাণিজ্য, ট্রানজিট, আঞ্চলিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মাদক পাচার প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। টিটিপি-বিএলএ

দমনে সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি বৈঠকের আগে ইসহাক দার আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে তিনি কাবুল সরকারকে আহ্বান জানান, পাকিস্তানে হামলা চালানো নিষিদ্ধ সংগঠন যেমন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও মাজিদ ব্রিগেডের বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নিতে। সম্প্রতি যুক্তরাষ্ট্র বিএলএ ও মজিদ ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। পাকিস্তান অভিযোগ করেছে, আফগান মাটি ব্যবহার করেই এসব সংগঠন দেশটির ভেতরে হামলা চালাচ্ছে। সন্ত্রাসী হামলার পরিসংখ্যান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, জুলাই মাসে পাকিস্তানে মোট ৮২টি সন্ত্রাসী হামলায় ১০১ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৭ জন সাধারণ

নাগরিক, ৩৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৮ জন জঙ্গি। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়েছে। কূটনৈতিক প্রতিনিধিত্ব চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায় থেকে অ্যাম্বাসেডর পর্যায়ে উন্নীত করা হয়েছে। এর আগে ২১ মে বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, সাম্প্রতিক বৈঠকের বেশিরভাগ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে অথবা বাস্তবায়নের পথে। বিশেষ করে বাণিজ্য ও ট্রানজিটে অগ্রগতি হয়েছে। তবে সন্ত্রাসবিরোধী সহযোগিতার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়ে গেছে। আফগানিস্তানের প্রতিশ্রুতি আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বৈঠকে আশ্বাস দেন, আফগান ভূমি কোনোভাবেই পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতে দেওয়া হবে না। বৈঠকের শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ইসহাক দার আফগান কর্তৃপক্ষকে উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং সফলভাবে ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য অভিনন্দন জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস সিইপিজেডে অগ্নিকাণ্ড: আগুন ছড়িয়ে পড়েছে পাশের ৪ তলা ভবনেও, কাজ করছে ১৯টি ইউনিট হামাসকে অস্ত্র ছাড়তে ট্রাম্পের হুঁশিয়ারি: গাজায় শান্তি চুক্তির প্রথম পর্যায় সফল লামিয়া কি তবে ডি-ফ্যাক্টো প্রধান উপদেষ্টা? কী ঘটছে প্যাসিফিক জিন্স গ্রুপের কারখানায়? স্থায়ীভাবে বন্ধের হুঁশিয়ারি মালিকপক্ষের সিলেটের ছাত্রলীগ কর্মী আরাফাত কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য বারবার সংবিধান লঙ্ঘন এবং সংবিধান পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে অপরাধী অন্তবর্তী সরকার সানাই: মিডিয়া ছেড়ে দেওয়ায় আমার বরকত বেড়েছে, এখন প্রচুর টাকা জমছে তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের বিদায়: কয়েক প্রজন্মের শৈশব-কৈশোরের কল্পলোকের রুপকারের প্রস্থান জুলাই সনদেও রক্ষাকবচ নিশ্চিত হচ্ছে না, তাই সনদের আগেই গণভোটের গ্যারান্টি চায় এনসিপি বিএনপি’র সন্ত্রাস আর ড. ইউনূসের সন্ত্রাস জামাতকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে। জুলাই সনদে সই করবে না গণফোরাম ছাড়াও বামপন্থি ৪ দল চুলার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পলিথিনে মোড়ানো মেশিনগানের গুলি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ পুলিশের সকল সদস্য ফেরত নেওয়ার নির্দেশ: অর্থায়ন সংকটের ফলে বড় ধাক্কা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখল শিক্ষকদের, বন্ধ রাজধানীর প্রধান সড়ক জাতিসংঘ: গাজা পুনর্গঠনে প্রয়োজন ৭০ বিলিয়ন ডলার ঈশান কোণে মেঘ, প্রবল সাইক্লোন ধেয়ে আসছে…. লামিয়া কি তবে ডি-ফ্যাক্টো প্রধান উপদেষ্টা? বাংলাদেশ সেনাবাহিনীতে অস্থিরতা: ১৪ জন সিনিয়র অফিসারের গ্রেপ্তারের পর জেনারেল ওয়াকার এর অন্তর্ধান নিয়ে সন্দেহের ঘনঘটা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা: আরো ৫ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য অপেক্ষমান