বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি – ইউ এস বাংলা নিউজ




বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:১৯ 23 ভিউ
চিটাগং কিংসের কাছে ৩৭ লাখ ডলার বা প্রায় ৪৬ কোটি টাকা পাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ওই পাওয়া চেয়ে ফ্র্যাঞ্চাইজিকে আগেই আইনি নোটিশ দিয়েছে বোর্ড। চিটাগং কিংস স্বত্বাধিকার বকেয়া টাকার পরিমাণ সঠিক নয় দাবি করায় পুনরায় বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, বকেয়া অর্থের পরিমাণ ৪৬ কোটি টাকাই। এছাড়া এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজের চিটাগং কিংসকে বিপিএলে আর দল না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। বিসিবি বিবৃতিতে বলেছে, বকেয়া অর্থ পরিশোধ না করায় দায়ে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ বিপিএলের প্রথম, দ্বিতীয় ও ১১তম আসরে টুর্নামেন্টের আইনি এবং আর্থিক নীতিভঙ্গ করেছে বলে উল্লেখ করা হয়েছে। অনেকবার তাদের বিষয়টি স্মরণ

করালে এবং নোটিশ দিলেও তারা আমলে নেয়নি বলেও বিসিবি বিবৃতিতে বলেছে। বিসিবি জানিয়েছে, ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত এসকিউ স্পোর্টসকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি চুক্তির শর্ত পূরণ করেননি, ফ্র্যাঞ্চাইজি ফি ঠিক মতো দেননি, বকেয়া কর দেননি এবং খেলোয়াড় ও কোচিং স্টাফের পাওনা পরিশোধ করেননি। গত বছরের ২০ সেপ্টেম্বর বিসিবি তাই পুনরায় তার সঙ্গে সমঝোতা চুক্তি করে। সেটাও চিটাগং কিংস পূরণ করেনি। যে কারণে বিসিবি গত ২২ জুলাই দলটির স্বত্বাধিকারীকে আইনি নোটিশ পাঠায়। গত সোমবার চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, বিসিবি তার কাছে যে ৪৬ কোটি টাকা পাওয়া দাবি করেছে সংখ্যাটা সঠিক নয়। তিনি

দাবি করেন, বিসিবির কাছে তার বকেয়া আছে ঠিক, কিন্তু সংবাদ মাধ্যমে টাকার যে অঙ্ক ঘুরে বেড়াচ্ছে সেটা সঠিক নয়। বিসিবির বিবৃতি থেকে জানা গেছে, বিপিএলের ১১তম আসরে তার কাছে বকেয়া অর্থের পরিমাণ ৪৬ কোটি টাকা নয়। বরং প্রথম ও দ্বিতীয় আসরে তার কাছে যে অর্থ বকেয়া ছিল ২০১২ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তার ওপর সুদ যোগ হয়েছে। ১১তম আসরের বকেয়া মিলিয়ে অর্থটা দাঁড়িয়েছে ৪৬ কোটি। বিসিবি জানিয়েছে, এসকিউ স্পোর্টস বা চিটাগং কিংসের কাছে বিসিবির মূল বকেয়া ১৫ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১৮ কোটি ৮৪ লাখ টাকা। এর সঙ্গে সুদ যোগ হয়েছে ২২ লাখ ৩২ হাজার ডলার।

বা প্রায় ২৭ কোটি ১২ লাখ টাকা। মোট বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটি টাকা। বিসিবি জানিয়েছে, চিটাগং কিংসের কাছে বিসিবির ৪৬ কোটি টাকা পাওনা ছাড়াও খেলোয়াড়, কোচদের আলাদা বকেয়া আছে। হোটেল ভাড়া বাকি আছে। ভেন্ডর বিল বাকি আছে। যে কারণ বিসিবি প্রায়ই এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের থেকে নিয়মিত অভিযোগ পাচ্ছেন, বিসিবিকে অর্থ শোধ করতে তাগাদা দেওয়া হচ্ছে। এমনকি আইনি নোটিশও পাচ্ছে বোর্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের পুরস্কৃত করল পাকিস্তান বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম ওয়েস্টিন: সকালের নাস্তা ৪ হাজার টাকা, রাতের খাবার ৮ হাজার ৪৫০ টাকা খাবারের অভাবে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা নদীর পানিতে বন্দি ১৩ পরিবার ‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের রাজধানীতে মুলার কেজি ৮০ টাকা পাইপলাইনে তেল সরবরাহে নতুন যুগে ঢুকছে বাংলাদেশ একাত্তর-পচাত্তর-চব্বিশ একই সুতোয় গাঁথা বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না ডেঙ্গু জ্বর যা জানা দরকার ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০