বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি – ইউ এস বাংলা নিউজ




বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:৫৮ 53 ভিউ
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে যেতে হবে বাংলাদেশ নারী দলকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নেপালে। বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাই টুর্নামেন্ট। ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। এর মধ্যে ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নেপাল ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুবাদে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি বাছাইপর্বে জায়গা করে নেয়। এশিয়া অঞ্চল থেকে আসে থাইল্যান্ড ও নেপাল, আর আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পায় যুক্তরাষ্ট্র। বাকি পাঁচটি দলের মধ্যে আফ্রিকা ও ইউরোপ অঞ্চল

থেকে আসবে দুটি করে দল, আর একটি দল আসবে পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। এই দলগুলোকে আগে নিজ নিজ আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আইসিসি জানিয়েছে, খুব শিগগিরই বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। বাছাইপর্ব থেকে চারটি দল পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ। এদের মধ্যে দুটি দল থাকবে ‘এ’ গ্রুপে, আর বাকি দুটি ‘বি’ গ্রুপে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপের মূল পর্বে ‘এ’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল হবে ঐতিহাসিক ওভালে, আর ৫ জুলাই লর্ডসে হবে টুর্নামেন্টের ফাইনাল। আগামী বছরের ১২ জুন

থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একটি করে শিরোপা। সর্বশেষ ২০২৪ সালের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড জয়ী হয়। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সময় বদলে দেদার চলছে রাজধানীর সিসা বার প্রকল্পে অপচয়ের উৎসব বাড়ল স্বর্ণের দাম রাজপথে নামতে যাচ্ছে এশিয়ার আরেক দেশের মানুষ পোষ্য কোটা পুর্নবহালের প্রতিবাদে টানা বৃষ্টিতেও আমরণ অনশন, অসুস্থ দুই শিক্ষার্থী টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র ইসরাইল পর্যন্ত পৌঁছাতে সক্ষম ছেলের চেয়ে ৬ বছরের ছোট তরুণকে বিয়ে করলেন জাপানি নারী সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক সহায়তা পেতে যাচ্ছে? শবনম ফারিয়ার দ্বিতীয় স্বামীকে নিয়ে যা বললেন পিয়া মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৫ বিদেশি কর্মী আটক শিরোপা ছাপিয়ে আলোচনায় ভেন্যু আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নিক্সনের উসকানিতে ভাঙ্গায় সহিংসতা : পুলিশ রাজধানীতে আজ কোথায় কী ‘জেন-জি’ ঝড় কি এবার ফিলিপাইনে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত, ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার বাংলাদেশ ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন ভেল্লালাগে সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮