
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ঢাকার স্বাস্থ্যব্যবস্থা অসহায়!

বিধ্বস্তের আগে কন্ট্রোল রুমে কী বলেছিলেন পাইলট তৌকির

চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

সোমবার মাইলস্টোনে ‘অনভিপ্রেত’ ঘটনা নিয়ে যা বলছে আইএসপিআর

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের শর্তে জাতীয় নিরাপত্তা হুমকিতে, সমালোচনার ঝড়

আই ডোন্ট কেয়ার ইয়োর প্রোপাগান্ডা, আই ডোন্ট গিভ আ ফাক টু ইয়োর ফ্রেমড ন্যারেটিভ

মান বিধ্বস্ত: ছাত্রলীগের মানবিক ভূমিকায় প্রশংসা, চিকিৎসা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনরোষ
সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত ৪৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

গভীর রাতে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সিদ্ধান্তের ঘটনায় সচিবালয়ের সামনে ক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনির ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অনেকেই।
শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এই লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় আহত ৪৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ ২২শে জুলাই, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দও শোনা যায়। কাঁদানে গ্যাসের শেলও ছোড়ার পর শিক্ষার্থীদের সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।
এর আগে,
বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এ ঘটনার জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের পেটাতে পেটাতে সচিবালয় থেকে বের করে দেন। এসময় কিছু শিক্ষার্থী পাল্টা রুখে দাঁড়ালে একজন সেনা সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে শিক্ষাসচিবকে অপসারণ করা হয়।
বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এ ঘটনার জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের পেটাতে পেটাতে সচিবালয় থেকে বের করে দেন। এসময় কিছু শিক্ষার্থী পাল্টা রুখে দাঁড়ালে একজন সেনা সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে শিক্ষাসচিবকে অপসারণ করা হয়।