ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ! চাঞ্চল্যকর দাবি নতুন বইতে
ফিরছে অ্যাসিড সন্ত্রাসের পুরোনো আতঙ্ক
পপি বীজ কেন নিষিদ্ধ, দেশে কি চাষ হয়, পাকিস্তান থেকে আমদানির কারণ
শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্পের বাস্তবায়ন: কমলাপুরে চালু আন্ডারপাস
বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ
পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের
সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ
মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তা সংকটের প্রতিবাদে বড় ধরনের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। ছাত্ররা হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেছেন, অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকরা পালন করছেন এক দিনের কর্মবিরতি।
রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’-এর ঘোষণা দেন। তারা বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।’
শিক্ষার্থীরা আরও জানান, বহিরাগতদের প্রবেশ রোধ, হাসপাতাল চত্বরে থাকা ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে, শনিবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) মিটফোর্ড শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক
বিবৃতিতে জানানো হয়, তারা হাসপাতাল ও ক্যাম্পাসজুড়ে বিরাজমান নিরাপত্তাহীনতার প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতি পালন করবেন। এতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। আইডিএস-এর বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতির উন্নতি না হলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।’ উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল চত্বরে আনসার ক্যাম্পের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই হাসপাতাল চত্বরে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইন্টার্ন চিকিৎসকরা। তারা সেদিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও দেন। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে: হাসপাতাল চত্বরে পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েন; সশস্ত্র আনসার বাহিনী নিযুক্তকরণ এবং
হাসপাতালের প্রতিটি প্রবেশপথে আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা। শিক্ষার্থী ও চিকিৎসকদের দাবি, এসব পদক্ষেপ না নিলে হাসপাতালে রোগী, শিক্ষার্থী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আন্দোলনকারীরা হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, তারা হাসপাতাল ও ক্যাম্পাসজুড়ে বিরাজমান নিরাপত্তাহীনতার প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতি পালন করবেন। এতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। আইডিএস-এর বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতির উন্নতি না হলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।’ উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল চত্বরে আনসার ক্যাম্পের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই হাসপাতাল চত্বরে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইন্টার্ন চিকিৎসকরা। তারা সেদিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও দেন। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে: হাসপাতাল চত্বরে পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েন; সশস্ত্র আনসার বাহিনী নিযুক্তকরণ এবং
হাসপাতালের প্রতিটি প্রবেশপথে আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা। শিক্ষার্থী ও চিকিৎসকদের দাবি, এসব পদক্ষেপ না নিলে হাসপাতালে রোগী, শিক্ষার্থী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আন্দোলনকারীরা হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



