মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা – ইউ এস বাংলা নিউজ




মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৫১ 39 ভিউ
রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তা সংকটের প্রতিবাদে বড় ধরনের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। ছাত্ররা হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেছেন, অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকরা পালন করছেন এক দিনের কর্মবিরতি। রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’-এর ঘোষণা দেন। তারা বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।’ শিক্ষার্থীরা আরও জানান, বহিরাগতদের প্রবেশ রোধ, হাসপাতাল চত্বরে থাকা ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে, শনিবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) মিটফোর্ড শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক

বিবৃতিতে জানানো হয়, তারা হাসপাতাল ও ক্যাম্পাসজুড়ে বিরাজমান নিরাপত্তাহীনতার প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতি পালন করবেন। এতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। আইডিএস-এর বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতির উন্নতি না হলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।’ উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল চত্বরে আনসার ক্যাম্পের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই হাসপাতাল চত্বরে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইন্টার্ন চিকিৎসকরা। তারা সেদিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও দেন। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে: হাসপাতাল চত্বরে পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েন; সশস্ত্র আনসার বাহিনী নিযুক্তকরণ এবং

হাসপাতালের প্রতিটি প্রবেশপথে আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা। শিক্ষার্থী ও চিকিৎসকদের দাবি, এসব পদক্ষেপ না নিলে হাসপাতালে রোগী, শিক্ষার্থী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আন্দোলনকারীরা হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে স্মার্টফোনের ব্যাটারি ফুলে যেতে পারে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন এক সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে দেড়শ কোটি টাকার চুক্তি শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাগরাম বিমানঘাঁটি নিয়ে আবারও আফগানিস্তান দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের? ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উগ্রপন্থি মতাদর্শে প্রভাবিত: পাকিস্তান সেনাবাহিনী কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত: ট্রাম্প সামরিক ড্রোন তৈরিতে এআই প্রযুক্তিতে নজর কিম জং উনের জাতিগত নিধনের সব অস্ত্রই ব্যবহার করছে ইসরাইল: ইয়েমেনি নেতা যুক্তরাষ্ট্র ‘পুতুল সরকার’ বসানোর চেষ্টা করছে, অভিযোগ মাদুরোর বাবা হারালেন ‘ইত্যাদি’র জনপ্রিয় অভিনেতা নিপু আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ কবে কখন? এক নজরে দেখে নিন সূচি ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩ তিন মাসে বিদেশি ঋণ বাড়ল সাত বিলিয়ন ডলার মুমিনের জীবনে ভুল থেকে শিক্ষা অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে চাকসুর ফল জাহেলি যুগে আরবের দীর্ঘতম যুদ্ধ সারে গ্যাসের দাম বাড়াবে পেট্রোবাংলা ৭০০ বছরের ইতিহাসের সাক্ষী পোদ্দার বাড়ি