শুক্রবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৭ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫
     ৭:৫৬ অপরাহ্ণ

শুক্রবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৭ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:৫৬ 96 ভিউ
শুক্রবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাবাহিনীর টানা হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন বেসামরিক মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় নিহত হন। খবর আনাদুলু এজেন্সির। ইসরাইলি বাহিনী শুক্রবারের সবচেয়ে ভয়াবহ হামলার একটি চালায় দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পূর্ব অংশে আল-তাহলিয়া রাউন্ডঅ্যাবাউটের কাছে খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষদের ওপর। এতে ১৫ জন নিহত ও অন্তত ৯০ জন আহত হন। ইহুদিবাদী ইসরাইল আরেকটি হামলা চালায় খান ইউনুসের পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় টিবা টাওয়ারসের কাছে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে। এতে নারী ও শিশুসহ ৮ জন ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা আনাদুলুকে জানান, আশ্রয়কেন্দ্রটিতে এ হামলায় নিহতদের

বেশিরভাগই একই পরিবারের সদস্য। হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। আল-মাওয়াসি এলাকায় ব্রিটিশ ফিল্ড হাসপাতালের কাছে এক হামলায় আরও তিনজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু ছিল। এছাড়া খান ইউনুসের উপকূলবর্তী অঞ্চলে দুটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল। এতে চারজন বেসামরিক মানুষ নিহত হন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, দক্ষিণ গাজার রাফার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত তাঁবুগুলোতেও ইসরাইলি গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। গাজার কেন্দ্রস্থলের আল-বুরেইজ শরণার্থী শিবিরে গতকাল রাতে ইসরাইলি বাহিনীর ছোঁড়া এক বোমায় একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ভেতরে থাকা ৪ জন প্রাণ হারান। অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলের আল-সাবরা এলাকায় একটি পরিবারের বাড়িতে চালানো হামলায় আরও তিনজন

নিহত হন। ইসরাইলি বাহিনী একটি স্কুলেও হামলা চালায়, যেখানে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন। তবে এই হামলায় হতাহতের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একটি ভিন্ন ঘটনায়, খান ইউনিসের উত্তরে একাধিক আবাসিক ভবন ধ্বংস করে দেয় ইসরাইলি সেনারা, জানায় প্রত্যক্ষদর্শীরা। গতকাল বৃহস্পতিবার গাজায় ইসরাইলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে ৫১ জন মানবিক সহায়তার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ হারান বলে স্থানীয় সূত্রে জানা যায়। আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় ইসরাইল গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ

ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যার মামলাও চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো নোবেল পুরস্কার ‘হস্তান্তরযোগ্য নয়’, বলল নোবেল পিস সেন্টার আধিপত্য নিয়ে তালেবানের শীর্ষ পর্যায়ের কোন্দল প্রকাশ্যে সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা- সন্দেহ দেবপ্রিয়র পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির বাংলাদেশে সহিংসতা বাড়ছে, রাজনীতিতে উপেক্ষিত নারী বাংলাদেশের প্রধান ঝুঁকি অপরাধমূলক কর্মকাণ্ড বিশ্বের প্রধান ঝুঁকি ভূ-অর্থনৈতিক সংঘাত স্থগিত হয়ে যেতে পারে বিপিএল আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঐতিহ্যের মহামিলন *নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যু: ইউএনও ফেরদৌস আরার মৃত্যু ঘিরে গুরুতর প্রশ্ন *ডলার সংকটে গ্যাস আমদানি অনিশ্চয়তা তৈরি হয়েছে* *বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন স্যাংশন,কূটনৈতিক ব্যর্থতা, আন্তর্জাতিকভাবে কোণঠাসা* ❝পোস্টাল ব্যালট ও ট্রান্সফার করা ভোটব্যাংক হলো জামাত এনসিপি জোটের ডামি নির্বাচনের সুপরিকল্পিত কৌশল❞ পাকিস্তানের ইশারায় ক্রিকেট ধ্বংস, ইউনুস সরকারের ব্যর্থতা আর আসিফ নজরুলের নীরবতা—বাংলাদেশের ক্রিকেট আজ নেতৃত্বহীন লাশ শিবির ক্যাডারদের হাতে কারাগার, কারাগারে আটকে আওয়ামী লীগের উপর চলছে পরিকল্পিত গণহত্যা জাতিসংঘের প্রতিবেদনে স্বীকৃত সত্য : দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির শিরোমণি বাংলাদেশ এখন রাজাকারের সাথে কে যোগ দিছে? বলেন আপনারা দেশের মানুষ” – জনতার কথা যারা মেধার কথা বলে রাজপথ জ্বালিয়েছিল, তারাই আজ কোটা খেয়ে সরকারি অফিসে— কোটা আন্দোলনের মুখোশে ক্ষমতার সিঁড়ি, সাধারণ ছাত্রদের ভাগ্যে শুধু ধোঁকা!