
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

আবার পাকিস্তানি তারকাদের নিয়ে হইচই ভারতে, নিষিদ্ধের দাবি

আবার পাকিস্তানি তারকাদের নিয়ে হইচই ভারতে, নিষিদ্ধের দাবি

ফের কার থেকে দূরত্ব বজায় রাখছেন সামান্থা?

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ

তিন দশক ধরে চলা ‘মিশন ইমপসিবল’ সিরিজের শেষ পর্বে কী থাকছে?

আমাকে দেশ ছাড়তে হবে, কে করণ এ কথা বললেন?

অভিনেত্রী মিনু মুনির গ্রেফতার
থাকতে থাকতে নাই, অথবা একটু থেকেও নাই : চঞ্চল চৌধুরী

চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে ‘ইনসাফ’। মুক্তির প্রথম দিকেই সিনেমার টিম হাজির হয় রাজধানীর একটি প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ভাগাভাগি করতে। সেখানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী, কলাকুশলী এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীও।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, ‘ইনসাফ’ সিনেমায় আমি নাইয়ের মতো আছি। থাকতে থাকতে নাই, অথবা একটু থেকেও নাই। এ মন্তব্যের পরপরই তিনি যোগ করেন, ওটা নিয়ে বলার কিছু নেই, ওটা আসলে এক ধরনের চমক। যারা সিনেমা হলে ‘ইনসাফ’ দেখবেন, তারা হয়তো কোনো একটা মুহূর্তে গিয়ে আমাকে দেখতেও পারেন।
তবে বিষয়টি পরিষ্কার করতে গিয়ে চঞ্চল জানান, আমি ‘ইনসাফ’-এ অভিনয় করিনি; সবাই কেমন অভিনয় করছে, সেটি দেখার
জন্য আমি শেষ সিকোয়েন্সে ঢুকে পড়েছিলাম। পরিচালক আমাকে ক্যামেরার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। চঞ্চলের এই রহস্যময় উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন ‘চঞ্চল কি তবে ক্যামিও করেছেন?’ আবার কেউ বলছেন ‘এইটাই তো মজা, না থেকে থেকেও থাকা!’
জন্য আমি শেষ সিকোয়েন্সে ঢুকে পড়েছিলাম। পরিচালক আমাকে ক্যামেরার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। চঞ্চলের এই রহস্যময় উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন ‘চঞ্চল কি তবে ক্যামিও করেছেন?’ আবার কেউ বলছেন ‘এইটাই তো মজা, না থেকে থেকেও থাকা!’