
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

অভিনেতা প্রিয়াংশুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

ভারত সফরে রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কেন?

কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস

টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে?

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে শাকিব খানের চুক্তি

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
শাকিবের তাণ্ডবে সিয়াম ও নিশোর বাজিমাৎ

ঈদ মানেই এখন যেন প্রেক্ষাগৃহে শাকিব খানের রাজত্ব। এ বছর তার অভিনীত 'তাণ্ডব' মুক্তি পেয়েই দেশের প্রায় প্রতিটি সিনেমা হলে চলছে হাউজফুল শো। প্রথম দিনের প্রতিক্রিয়ায় বোঝা গেল—দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে ছবি, আর প্রেক্ষাগৃহে চলছে তারই প্রতিফলন।
মেগাস্টার শাকিবের উপস্থিতি তো বটেই, সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হয়ে বাজিমাৎ করেছেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় মুখ—আফরান নিশো ও সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রশংসার ঢেউ। কেউ বলছেন, ছবিতে শাকিব খান ছিলেন দুর্দান্ত; আবার কেউ বলছেন, ভিন্নধর্মী লুক, সংলাপ আর ঝাঁজালো উপস্থিতি দিয়ে ক্যামিও হলেও 'মেন অফ দ্য ম্যাচ' ছিলেন নিশো ও সিয়াম।
ছবির মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকদের অভাবনীয় সাড়া ভেসে বেড়াচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম,
ইউটিউবজুড়ে। এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয়শিল্পী জয়া আহসান ও সাবিলা নূর নিজেরাই ছুটে গেছেন বিভিন্ন হলে, দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে। দর্শকের চাহিদা ও উন্মাদনার মাত্রা এতটাই বেড়েছে যে, ‘তাণ্ডব’ টিম সিদ্ধান্ত নিয়েছে বাড়ানো হবে শো সংখ্যা। শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিচালক রায়হান রাফী জানান, “সিঙ্গেল স্ক্রিনে যেমন ‘তাণ্ডব’ দাপট দেখাচ্ছে, তেমনি সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় চলছে হাউজফুল শো। এমনকি সিনেপ্লেক্সেও দর্শকের ভিড় দেখে মনে হচ্ছে, এটি কোনো একক পর্দার হল!” তিনি আরও জানান, “ঈদের প্রথম তিন দিনের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে। এমন অভাবনীয় সাড়া আমরা প্রত্যাশাও করিনি।” প্রযোজক শাহরিয়ার শাকিল আশাবাদী, ‘তাণ্ডব’ সিনেপ্লেক্স ইতিহাসে অন্যতম
সর্বোচ্চ সংখ্যক শো-এর সিনেমা হিসেবে জায়গা করে নেবে। তার ভাষায়, “দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হচ্ছে।” রায়হান রাফীর পরিচালনায় তৈরি এ ছবিতে শাকিব, জয়া আহসান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় ছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং সহযোগিতায় দীপ্ত। সব মিলিয়ে বলা যায়—ঈদের প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ শুধু শাকিবেরই নয়, বাংলা সিনেমারও।
ইউটিউবজুড়ে। এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয়শিল্পী জয়া আহসান ও সাবিলা নূর নিজেরাই ছুটে গেছেন বিভিন্ন হলে, দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে। দর্শকের চাহিদা ও উন্মাদনার মাত্রা এতটাই বেড়েছে যে, ‘তাণ্ডব’ টিম সিদ্ধান্ত নিয়েছে বাড়ানো হবে শো সংখ্যা। শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিচালক রায়হান রাফী জানান, “সিঙ্গেল স্ক্রিনে যেমন ‘তাণ্ডব’ দাপট দেখাচ্ছে, তেমনি সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় চলছে হাউজফুল শো। এমনকি সিনেপ্লেক্সেও দর্শকের ভিড় দেখে মনে হচ্ছে, এটি কোনো একক পর্দার হল!” তিনি আরও জানান, “ঈদের প্রথম তিন দিনের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে। এমন অভাবনীয় সাড়া আমরা প্রত্যাশাও করিনি।” প্রযোজক শাহরিয়ার শাকিল আশাবাদী, ‘তাণ্ডব’ সিনেপ্লেক্স ইতিহাসে অন্যতম
সর্বোচ্চ সংখ্যক শো-এর সিনেমা হিসেবে জায়গা করে নেবে। তার ভাষায়, “দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হচ্ছে।” রায়হান রাফীর পরিচালনায় তৈরি এ ছবিতে শাকিব, জয়া আহসান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় ছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং সহযোগিতায় দীপ্ত। সব মিলিয়ে বলা যায়—ঈদের প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ শুধু শাকিবেরই নয়, বাংলা সিনেমারও।