কানে রানির মতো পা রাখলেন আলিয়া ভাট – ইউ এস বাংলা নিউজ




কানে রানির মতো পা রাখলেন আলিয়া ভাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৫:২১ 13 ভিউ
৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হচ্ছে আজ শনিবার। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউডের বেশ কিছু তারকাকে। এর মধ্যেই কান উৎসবের মঞ্চে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যদিও প্রথমে শোনা গিয়েছিল পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে এ বছর উৎসবে যোগ দেবেন না। পরে সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। সব আলোচনা নস্যাৎ করে ফ্যাশনের শহর ফ্রান্সের উৎসবের মঞ্চে আলিয়া। গতকাল শুক্রবার নতুন চমক দিলেন অভিনেত্রী। গত কয়েক দিন সবার চোখ ছিল আলিয়ার দিকে। এ অভিনেত্রী কেমন সাজে নিজেকে সাজাবেন, তাই নিয়ে ভক্ত-অনুরাগীদের জল্পনা ছিল তুঙ্গে। সেই মোতাবেক ভাটকন্যা এলেন, দেখলেন এবং জয়

করলেন। এদিন বলিউড অভিনেত্রী নরম গোলাপিরঙা গাউনে সেজে যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বারপা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, তার ব্যক্তিত্ব, আন্তরিকতা ও রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স। আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন পোশাক পরিকল্পক ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। সিঁথিতে চওড়া সিঁদুর নেই। কিংবা শরীর ঢাকা নয় শ্রীমদভাগবত গীতায়। বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই আসর মাত করলেন আলিয়া ভাট। তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন। লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গহনা। এতেই মাত করলেন নায়িকা। ভাটকন্যা এদিন অপেক্ষার অবসান ঘটিয়ে ডোবালেন লালগালিচায়। আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন স্ট্রাপলেস গাউনে। পাতলা ও নরম

কাপড়ের ওপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে মহার্ঘ্য করেছে। আলিয়া নিজেও হালকা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালোবাসেন। তেমনই রঙের ছোঁয়া এই পোশাকেও। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজবিশিষ্ট। এ আগে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিল ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ইতোমধ্যে দেখে ফেলেছেন অনুরাগীরা। তবে অভিনেত্রী আলিয়া ভাট যাবেন কী যাবেন না, তা নিয়ে ছিল অনেক আলোচনা। উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আগামী দিনে দেখা যাবে আলিয়া ভাটকে। তার সঙ্গে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর ও অভিনেতা ভিকি কৌশলও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লিংকনের দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি কুমিল্লায় আ.লীগ-যুবলীগের ৮ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১ আবারও ভুল! ইয়েমেনে আটকে পড়ছে আমেরিকা ট্রাম্পের নীতির বলি রাজকন্যা এলিজাবেথ! একই মঞ্চে বিয়ে হলো হিন্দু-মুসলিমের সেনাবাহিনী ও বিএনপির সমালোচনায় সরব ইনকিলাব মঞ্চ সিরিয়ার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প নাহিদকে মিথ্যাবাদী বললেন রাশেদ খান ফের নগর ভবন অবরোধ করলেন ইশরাক সমর্থকরা জিএম কাদেরের বিরুদ্ধে জাপা নেত্রীর ডাকাতি মামলা ঈদে সাংবাদিকদের ছুটি বৃদ্ধি ও বেতন-বোনাস পরিশোধের দাবি বিএফইউজে-ডিইউজে’র ৪৫ ভেনেজুয়েলান কর্মীকে ছুটিতে পাঠাল ডিজনি ওয়ার্ল্ড সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস শরীরে ৯৬ চামচ, নিজের গিনেস রেকর্ড ভেঙে ইতিহাস আবুলফজলের করাচিতে ‘করোনায়’ মৃত্যু নিয়ে মুখ খুলল পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ সুদসহ অক্ষয়ের টাকা ফেরত দিলেন পরেশ রাওয়াল পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী মডরিচের জায়গায় মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় রিয়াল ‘ধরা পড়লে বলবা ইন্ডিয়া যাচ্ছিলাম, বিএসএফের তাড়া খেয়ে চলে আসছি’ মিয়ানমারে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গা নিখোঁজ