ওবায়দুল কাদেরের বিবৃতিঃ তীব্র ক্ষোভে, রাগে, গালাগালিতে ঘৃণাভরে প্রত্যাখ্যান তৃনমূলের নেতাকর্মিদের – ইউ এস বাংলা নিউজ




ওবায়দুল কাদেরের বিবৃতিঃ তীব্র ক্ষোভে, রাগে, গালাগালিতে ঘৃণাভরে প্রত্যাখ্যান তৃনমূলের নেতাকর্মিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৫:৩৭ 78 ভিউ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বিবৃতি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরক্তি সৃষ্টি করেছে। দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওবায়দুল কাদেরের বিবৃতির শিরোনাম ছিল, “ধ্বংসপ্রাপ্ত, ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন।” এই বিবৃতি প্রকাশের পর থেকে তৃণমূল নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও গালিগালাজের মাধ্যমে তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, শেখ হাসিনা ছাড়া দলের অন্য কোনো নেতার নেতৃত্ব বা বিবৃতি তারা মেনে নিতে প্রস্তুত নন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন এবং জীবন রক্ষার্থে তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে আওয়ামী

লীগের শীর্ষ নেতৃত্বের প্রতি তৃণমূলের ক্ষোভ ক্রমশ বেড়ছে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই সময়ে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সংগঠনকে বছরের পর বছর ধরে অকার্যকর করেছেন, বিভক্তি এনেছেন এবং দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে সবার আগে আত্মগোপনে চলে গিয়েছিলেন। গত দশ মাসে তিনি দলের নেতাকর্মীদের খোঁজখবর না নেওয়ায় তৃণমূলের মধ্যে তার গ্রহণযোগ্যতা কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। ফেসবুক পোস্টের কমেন্টে একজন তৃণমূল কর্মী লিখেছেন, “আপনার নেতৃত্ব আর মানব না। শেখ হাসিনাই আমাদের একমাত্র নেত্রী। আপনারা কোথায় ছিলেন যখন আমরা রাস্তায় মার খাচ্ছিলাম?” একইভাবে, দলের আরেক শীর্ষ নেতা জাহাঙ্গির কবির নানকের বিবৃতিও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কোনো উৎসাহ সৃষ্টি করতে পারেনি। ড.

মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুঞ্জনের মধ্যে এই নেতারা একের পর এক বিবৃতি দিয়ে দলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করলেও, তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রতি বিরক্তি ও অবিশ্বাস প্রকাশ করছেন এবং তাদের প্রত্যাখ্যান করেছেন। একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ওবায়দুল কাদের আর নানকের মতো নেতারা দলের জন্য কিছুই করেননি। তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছেন। আমরা শুধু শেখ হাসিনার নেতৃত্ব চাই।” ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। ১০ মে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে এবং ১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত

করে। এই পরিস্থিতিতে দলের তৃণমূল নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাদের অটল সমর্থন ব্যক্ত করলেও, ওবায়দুল কাদের ও জাহাঙ্গির কবির নানকের মতো নেতাদের প্রতি তাদের আস্থা হ্রাস পেয়েছে। সামাজিক মাধ্যমে তৃণমূল কর্মীদের প্রতিক্রিয়ায় দেখা যায়, তারা শেখ হাসিনার নেতৃত্বে দলের পুনর্গঠনের আশা করছেন। একজন কর্মী ফেসবুকে লিখেছেন, “শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কল্পনা করা যায় না। ওবায়দুল কাদেরের মতো নেতারা শুধু বিবৃতি দিয়ে নিজেদের বাঁচাতে চান।” আরেকজন লিখেছেন, “আমরা শেখ হাসিনার জন্য অপেক্ষা করছি। তিনি ফিরে এলে দল আবার শক্তিশালী হবে।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের বর্তমান সংকটের মূলে রয়েছে শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের দূরত্ব। শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের অন্য নেতারা

তৃণমূলের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। বিশ্লেষক আব্দুল লতিফ মাসুম বলেন, “শেখ হাসিনার নেতৃত্বের উপর তৃণমূলের এই নির্ভরতা দলের জন্য একটি চ্যালেঞ্জ। অন্য কোনো নেতা এখনো তাঁর স্থান পূরণ করতে পারেননি।” এদিকে, ওবায়দুল কাদের ও জাহাঙ্গির কবির নানকের বিবৃতি দলের ভেতরে বিভেদ আরও গভীর করছে। তৃণমূল নেতাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা ছাড়া দলের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তন শেখ হাসিনার নেতৃত্বের উপরই নির্ভর করছে বলে মনে করছেন অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভূমি ধসের কারণে ঝুঁকিতে ‘নান্দনিক’ সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়ক নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি, চলবে ৯ জুলাই পর্যন্ত বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব টেক্সাসে বন্যায় ১৩ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ৫ গোলকিপারের ভুলে চারে দুই হলো না ব্রাজিলের কঠোর খামেনি, ইরান ছাড়ল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল ইউক্রেনে ‘রাসায়নিক অস্ত্র’ ব্যবহার করেছে রাশিয়া! আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই মা হতে চান, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা ছিল জয়া আহসানের! ত্বকের যত্ন আর কখন করবেন, ৩০ পেরোলে? জারিন তাসনিমার একক চিত্র প্রদর্শনী ‘মাটি, মূর্তি ও মানস’ ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক চবিতে শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ‘মব’ সৃষ্টির অভিযোগ জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন পুলিশ কর্মকর্তা ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২০৪ জন, অর্ধেকই বরিশাল বিভাগের পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে হাতাহাতি