সামান্থার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে রাজের স্ত্রীর রহস্যঘেরা পোস্ট – ইউ এস বাংলা নিউজ




সামান্থার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে রাজের স্ত্রীর রহস্যঘেরা পোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৫:৩৪ 47 ভিউ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও ‘সিটাডেল’ খ্যাত পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে প্রেমের গুঞ্জন বি-টাউনে জোরেশোরে শোনা যাচ্ছে। যদিও এই জুটি এখনো তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রহস্যময় পোস্টগুলো যেন অনেক কিছুই ইঙ্গিত করছে। এই গুঞ্জনের মাঝেই রাজ নিদিমোরুর স্ত্রী শ্যামলী ডি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও একটি রহস্যময় পোস্ট করেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ভালো কর্ম করো। মানুষকে সাহায্য করো এবং সবার সঙ্গে সুবিচার করো।’ এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনেকেই মনে করছেন এটি রাজ ও সামান্থার সম্পর্ককে ইঙ্গিত করছে। সামান্থার সঙ্গে নিজের স্বামীর সর্ম্পের গুঞ্জনের শ্যামলী

ডি এমন আরও একটি পোস্ট করেছিলেন। এতে তিনি লিখেছিলেন, ‘যারা আজ আমাকে ভাবছে, দেখছে, শুনছে, জানছে, বলছে, পড়ছে, লিখছে বা দেখা করছে—সবাইকে আশীর্বাদ ও ভালোবাসা পাঠালাম।’ এই পোস্টগুলো অনলাইনে দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনরা ধরে নেন, তিনি স্বামী রাজ ও সামান্থার সম্পর্কের দিকে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন। সামান্থার সঙ্গে রাজের এ প্রেমের গুঞ্জনে পরিচালকের দাম্পত্য জীবন নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তিনি এখনো শ্যামলীর সঙ্গে সংসার করছেন কিনা। গুঞ্জন রয়েছে— ২০২২ সালেই রাজ নিদিমোরু ও শ্যামলী ডি আলাদা হয়ে যান; তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সামান্থা ও রাজের সম্পর্কের গুজব ছড়াতে শুরু করে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে। এদিন

সামান্থা নিজের ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড পিকলবল লিগ’ ম্যাচের কয়েকটি ছবি শেয়ার করেন। উল্লেখ্য, সামান্থা ‘চেন্নাই সুপার চ্যাম্পস’ নামের একটি পিকলবল দলের মালিক। পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটিতে রাজ নিদিমোরুর হাত ধরে থাকতে দেখা যায় সামান্থাকে—যা তাদের প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে দেয়। সম্প্রতি, সামান্থা তার প্রথম প্রযোজিত সিনেমা ‘শুভম’ এর মুক্তি উদযাপন করে আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন। এতেও রাজের উপস্থিতি ছিল। রাজ নিদিমোরু ‘শোর ইন দ্য সিটি’, ‘গো গোয়া গন’র মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন। এছাড়া ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘গানস অ্যান্ড গুলাবস’, ‘ফারজি’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাণ করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে আলাদা একটি ঘরানা তৈরি করেছেন। উল্লেখ্য, সামান্থা দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে

আবদ্ধ ছিলেন। ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। অন্যদিকে নাগা চৈতন্য ২০২৩ সালের ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তেলেগু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাম্পের কঠোর শুল্কনীতি: এশিয়ার দেশগুলোই কেন প্রধান টার্গেট? মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ আগামীকাল বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস এসএসসির ফল কাল, জানা যাবে যেভাবে ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা যানবাহনসহ নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ব্রিজ, নিহত ৯ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র দুই ‘মাস্টারের’ জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন তরুণরা ফাঁসছেন অর্ধশত ক্যাডার কর্মকর্তা ধরাছোঁয়ার বাইরে তাসকিন দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় ওষুধের জেনেরিক নাম ব্যবহারে প্রতারিত হবে রোগী, বাড়বে স্বাস্থ্যঝুঁকি চীন গেল, জাপান এলো রেলপথের ব্যয় বাড়ল তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা আসতে পারে দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলার সক্ষমতা আছে ইরানের : আইআরজিসি ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম কক্ষপথে রাশিয়ার ‘অস্ত্রবাহী’ স্যাটেলাইট, বিশ্বের জন্য ভয়ানক বার্তা