গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৫২,৬৫৩ – ইউ এস বাংলা নিউজ




গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৫২,৬৫৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ৮:৪০ 13 ভিউ
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫২,৬৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,৮৯৭ জনে। বিবৃতিতে আরও জানানো হয়, ‘এছাড়া অসংখ্য লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে। কিন্তু উদ্ধারকর্মীরা সেগুলোতে পৌঁছাতে পারছেন না’। নিখোঁজ থাকা এসব ফিলিস্তিনিদের মৃত হিসেব করে গাজার তথ্য অফিস জানিয়েছে, গত ১৯ মাসের ইসরাইলি হামলায় গাজায় মোট ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য

মন্ত্রণালয় আরও জানায়, গাজায় চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়। তবে সেই চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় পূর্ণমাত্রায় হামলা শুরু করে। সেই থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে ২,৫৪৫ জন নিহত এবং ৬,৮০০-এর বেশি আহত হয়েছেন। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলছে। বর্তমানে ১০ দিন ধরে এই মামলার শুনানি চলছে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধে ভারত-পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০ যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত, ইরানের হুঁশিয়ারি রাজধানীতে স্বস্তির বৃষ্টি এবার ইউরোপে ইসরাইলকে নিষিদ্ধের ডাক স্বচ্ছ-জবাবদিহিমূলক বিজিএমইএ গড়তে কাজ করবে ফোরাম জোট ভয়াবহ বন্যায় কঙ্গোয় শতাধিক প্রাণহানি, নিখোঁজ ৫০ অস্ত্রসহ আশুগঞ্জে জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেফতার তীব্র গরমে অতীষ্ঠ জনজীবন ‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ হিজলায় অবৈধ ৫৩ ড্রেজারসহ ৬ জন আটক ভারত-পাকিস্তান ৮৭ ঘণ্টার যুদ্ধ — প্রতি ঘণ্টায় ক্ষতি ১০০ কোটি ডলার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে নতি স্বীকার: তোপের মুখে নরেন্দ্র মোদী ‘‌শত দুঃখ-কষ্টের মাঝে যার মমতায় সব বেদনা দূর করে তিনিই হলেন মা’ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডবের আশঙ্কা ভারতে নিষিদ্ধ হলো পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত, ভয়ে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার দুর্গাপুরের হত্যা মামলার ৫ আসামি কক্সবাজারে আটক