বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও আলোচনায় ছিল: ক্রীড়া প্রতিমন্ত্রী

৩১ ডিসেম্বর, ২০২২ | ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, খেলোয়াড়রা দেশকে বিশ্বের মানুষের হৃদয়ের গভীরে নিয়ে যেতে পারে। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ ছিল না, কিন্তু আলোচনায় ছিল। তিনি বলেন, দর্শক হয়ে পতাকা উড়াবে এটা আমরা আর চাই না। খেলোয়াড় হচ্ছে দেশের অ্যাম্বাসেডর। আমরাও চাই বাংলাদেশের ফুটবল একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আমাদের দেশ ফুটবলে বিশ্বকাপ খেলবে এটা আমরা চাই। শনিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। আলোচনায় সভায় গেস্ট অব অনার ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহ্সান প্রমুখ। জাতীয় ক্রীড়া সংস্থার অর্থায়নে ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মাধবপুরে স্টেডিয়ামটি নির্মিত হবে।