আছিয়া ধর্ষণ-হত্যা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে পরোয়ানা প্রস্তুত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫
     ৭:১৬ অপরাহ্ণ

আছিয়া ধর্ষণ-হত্যা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে পরোয়ানা প্রস্তুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ৭:১৬ 75 ভিউ
ঢাকা মেডিকেল কলেজের দুই চিকিৎসক সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। সমন দেওয়ার পরও পরপর দুই দিন সাক্ষ্য দিতে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ওই চিকিৎসকরা হচ্ছেন- ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মমতাজ আরা এবং ডা. দেবিকা। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এবং মামলাটির সরকারপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, সাক্ষ্যগ্রহণের জন্য ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের ওই দুই চিকিৎসককে তলব করা হলেও তারা পরপর দুই দিন অনুপস্থিত রয়েছেন। মঙ্গলবার

শুধু ওই দুইজনের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল; কিন্তু তারা অনুপস্থিত থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার আবারও তাদের জন্য দিন ধার্য করে ওয়ারেন্ট প্রসেস করা হয়েছে। আশা করছি তারা এদিন সাক্ষ্যগ্রহণে উপস্থিত থাকবেন। ২০ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলাটির বিচারকার্য শুরু হয়। সাক্ষ্যগ্রহণকালে প্রতিদিনের মতো মঙ্গলবারও অভিযুক্ত আসামি ধর্ষণের শিকার শিশু আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখকে আদালতে হাজির করা হয়। গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়া। এর আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে

গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার পর প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। এর আগে ৬ মার্চ শিশুটির ধর্ষণের ঘটনার খবর প্রচার হলে মাগুরাসহ সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। সড়ক অবরোধ, থানা ও আদালত ঘেরাও করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অপরাধীর শাস্তি দাবি করেন সর্বস্তরের মানুষ। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামিপক্ষকে কোনো আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। তবে সরকারের পক্ষ থেকে ও মামলাটিকে অধিক গুরুত্ব দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইডের মাধ্যমে আসাসিপক্ষে

সোহেল আহমেদ নামে একজন আইনজীবীকে নিয়োগ করা হয়। একই সঙ্গে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়িত্বরত সরকার পক্ষের আইনজীবীকে সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত স্পেশাল প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) অ্যাডভাইজার অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক প্রস্তুতির বার্তা জেলা থেকে আন্তর্জাতিক পরিসরে গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: ১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে গভীর সংকটে বাংলাদেশ ঋণে ডুবে থাকা রাষ্ট্র: অন্তর্বর্তী সরকারের ব্যর্থ অর্থনীতি ও ভবিষ্যৎ বন্ধকের রাজনীতি একপাক্ষিক বিচারে লজ্জিত’: বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টোবি ক্যাডম্যান জুলাই ষড়যন্ত্রের’ খেসারত: ২৬টি দেশে পোশাক বাজার হারাচ্ছে বাংলাদেশ, গভীর সংকটে অর্থনীতি দুই দেশের সমীকরণ কোন পথে