ঐশ্বরিয়া-আনুশকার নায়কের সিনেমা নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে – ইউ এস বাংলা নিউজ




ঐশ্বরিয়া-আনুশকার নায়কের সিনেমা নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৮:১১ 53 ভিউ
ঘটনা ২০১৬ সালের। উরি হামলার প্রভাব পড়েছিল পাকিস্তানেও। সেই সময়ে ভারতীয় সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ বলিউডে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সিনেমায় তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মার মতো তারকারা। উরির ঘটনায় সমস্যার মুখোমুখি হয়েছিল সিনেমাটি। ফাওয়াদ খানের অভিনয়ের কারণে সিনেমাটি ভারতে মুক্তি পেতেই যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সিনেমায় পাক শিল্পীরা নিষিদ্ধ হয়ে যান। আবার আট বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় হতাশ পাক নায়ক। পহেলগাঁওকাণ্ডের পর ভারত নিষিদ্ধ করছে পাক অভিনেতাদের। এবার একই পথেই কি হাঁটবে পাকিস্তান? এমনই চর্চা শুরু হয়েছে পড়শি দেশের একটি সিদ্ধান্তে। পহেলগাঁও ঘটনার পর

বলিউডে নিষিদ্ধ অভিনেতা ফাওয়াদ খানের সিনেমা ‘আবির গুলাল’। সিনেমার নায়িকা বাণী কাপুরও নিজ দেশের অভিনেতাদের থেকে যথেষ্ট অপমানিত হয়েছেন। কারণ তিনি পহেলগাঁওয়ে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর দুঃখপ্রকাশ না করে ফাওয়াদের সঙ্গে সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন। এবার পালা সম্ভবত পড়শি দেশের। ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয়ের অপরাধে এবার নিজের দেশে নিষিদ্ধ হতে চলেছে ফাওয়াদের ‘আবির গুলাল’ সিনেমাটি। সিনেমার মুখ্য পরিবেশক সতীশ আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাণীর সঙ্গে অভিনয়ের কারণে পাকিস্তানেও দেখা হবে না ওই সিনেমাটি। সতীশ আনন্দ বলেন, দুই দেশের কোথাও মুক্তি না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সিনেমার প্রযোজক। দুই দেশের রাজনৈতিক বিরোধ ছায়া ফেলছে খেলা, শিক্ষা ও শিল্প-সংস্কৃতিতে, যা

একেবারেই কাম্য নয়। তিনি বলেন, ফাওয়াদ অবশ্য আশা একেবারে ছাড়েননি। তিনি সিনেমার প্রচার তার মতো করে করছেন। উল্লেখ্য, ভারতে এই পাক অভিনেতার বড়সংখ্যক অনুরাগী রয়েছে। তাকে ভালোবেসে ‘পঞ্চম খান’ বলে ডাকেন তারা। অভিনেতার ঝুলিতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড়াও রয়েছে ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘খুবসুরত’-এর মতো হিট সিনেমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার এশিয়া কাপে ফিরছেন বাবর আজম ‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো’ ‘বেসবলে’ ৬,৭৫০ স্বাক্ষর, ছয় সপ্তাহ ঘুরে বিশ্ব রেকর্ড ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ মার্কিন বিচার বিভাগের ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ ট্রাম্পের শুল্কনীতি সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’: রাশিয়া শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং পরিণত হয়ে উঠেছে: চয়নিকা হার্টের রিং-এর দাম কমানোর সিদ্ধান্ত সরকারের যেসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাইভ করতে পারবে না ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪ রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ট্রাম্পের মন্তব্য অযৌক্তিক: ভারত ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, আবদুল কাদেরের পোস্ট ‘বাংলাদেশি ভাষার’ অনুবাদক কেন খুঁজছে দিল্লি পুলিশ? সারাদেশে আওয়ামী লীগের ১ হাজার ৫৯৩ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর দুই পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ রাজধানীসহ ৬ অঞ্চলে ঝড়ের আভাস কলকাতায় ‘মিনি বাংলাদেশে’ বছরে ক্ষতি ১ হাজার কোটি রুপি রাশিয়া যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত