ইরেশের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন জয় – ইউ এস বাংলা নিউজ




ইরেশের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ | ৫:১০ 42 ভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা হয়েছে।‎ অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলার খবর সামনে আসতেই ক্ষোভে ফুসছে শোবিজ দুনিয়া। ইরেশের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও। ইরেশের মামলার বিষয়ে এবার মুখ খুলেছেন আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে ইরেশের মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও হয়রানি নিয়ে মুখ খুলেছেন তিনি। ওই পোস্টে জয় লেখেন, ‘অভিনেতা ইরেশ যাকেরের নামে মামলা দেওয়ায় সব শিল্পী সমাজের সঙ্গে আমিও তীব্র প্রতিবাদ জানাই। আজ থেকে আট মাস আগে আমার বিরুদ্ধেও এ রকম

একটি হয়রানিমূলক মামলা হয়েছিল। একমাত্র আশফাক নিপুণ ছাড়া আর কাউকে পাশে পাইনি। বরং বাদ পড়েছি বিভিন্ন কাজ থেকে। আমেরিকায় শো করতে গিয়েও দুই-একজন অতি উৎসাহী কলিগের কারণে মঞ্চে উঠাতো দূরের কথা আমাকে হোটেল থেকেও বের হতে দেয়নি। মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি। অনেক আত্মীয় অতি উৎসাহী আত্মীয়তা ভঙ্গ করেছে। অনেক কলিগ ফোনও ধরেনি। যোগাযোগ করেনি।’ তিনি আরও লেখেন, ‘শুনেছি আমার বিরুদ্ধে যে মামলা করেছিল সেই বাদী এখন থানায় আটক আছে। বিভিন্নজনের নামে মামলা দিয়ে টাকা খাওয়ার অপরাধে। আমার বিরুদ্ধে পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করে আমার কোনো সম্পৃক্ততা পায়নি এবং আমাকে পুলিশ ও রাষ্ট্র কোনো হয়রানি করেনি। বরং হয়রানি করিয়েছে আমার পরিচিত

কাছের স্বজনেরা এবং চিরকালের বন্ধুরা। যাক আমি কারো প্রতি দোষারোপ করছি না। সবাইকে ক্ষমা করে দিয়েছি।’ নিজের ছোটখাটো ভুলের জন্য বার বার ক্ষমা চেয়েছেন জানিয়ে পোস্টে জয় লেখেন, ‘বড় অপরাধী ও অপরাধকে ছোট করে ফেলে এ ধরণের মামলা। যেখানে এমন একজন সেলিব্রেটির নাম ঢুকিয়ে দেওয়া হয় যে মামলার চেয়ে সেলিব্রেটিকে নিয়ে চর্চা হয় বেশি। তখন আসল অপরাধীরা মুচকি হাসে। মামলাটাকে হাস্যকর মনে করে। এতে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়। আমরা চাই অপরাধীর বিচার হোক। যে যার জায়গা থেকে নতুন বাংলাদেশে ভুল সংশোধন করে নতুন করে বাঁচুক। সবাই সবার প্রতি সহানুভূতিশীল হোক। ছবিটিতে আমার অটিস্টিক বেবি আযানের সঙ্গে আমি। অনেকের চোখে আমি খারাপ

মানুষ হলেও আমার সন্তানের কাছে আমি সেরা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক তামা ও ওষুধের ওপর বড় শুল্ক আরোপ করবেন ট্রাম্প যেভাবে কোলেস্টেরল কমাবেন আরও ৬ দেশের ওপর ৩০% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প ৩ বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা আকাশমণি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস করছে কৃষি মন্ত্রণালয় নতুন প্রস্তাবিত প্রতীকের তালিকায় থাকছে না ‘শাপলা’: ইসি আব্দুর রহমানেল প্রবাসীদের ভোটগ্রহণে পোস্টাল ব্যালটেই আস্থা ইসির এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত