 
                                                        
                                ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
 
                                তরুণদের লাইফস্টাইলে ডিজিটাল হাব
 
                                ঐতিহাসিক সোশ্যাল মিডিয়া মামলায় সাক্ষ্য দেবেন মার্ক জাকারবার্গ
 
                                ফোনের ছবি নিরাপদ রাখবেন যেভাবে
 
                                প্রাপ্তবয়স্কদের চ্যাটজিপিটি দিয়ে ‘ইরোটিক’ কনটেন্ট তৈরি করতে দেবে ওপেনএআই
 
                                বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ দিতে চায় স্টারলিংক
 
                                ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড
 
                                আসছে বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশে দেখা যাবে কবে?
হোয়াটসঅ্যাপের স্টোরেজ খুব সহজেই খালি করবেন যেভাবে
 
                             
                                               
                    
                         মোঃ রাছেল রানা: আপনি সারাক্ষণই হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। ফাইল, ছবি ও ভিডিও আদান-প্রদান করছেন। অসংখ্য ছবি আর ভিডিও দিয়ে ভরে যাচ্ছে ফোনের স্টোরেজ। আপনার হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করতে একাধিক ফিচার দিয়ে থাকে কর্তৃপক্ষ। ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং বার্তা আদান-প্রদান সহজতর করতে অনেক ফিচার প্রদান করে থাকে হোয়াটসঅ্যাপ। 
এর মধ্যে অন্যতম হলো— ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল নিজে নিজেই স্টোরে থেকে যায়। যেমন— ছবি, ভিডিও এবং ডকুমেন্ট ব্যবহারকারীর গ্যালারিতে সেভ থেকে যায়। এটা অনেক সময় সহায়ক হয়ে ওঠে ঠিকই, কিন্তু অযাচিতভাবে নানা রকম সমস্যাও বয়ে আনে। কারণ সব মিডিয়া তো আর সেভ করে রাখার মতো জরুরি হয় না।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 
বিষয় হলো— পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এ সমস্যার সমাধান হবে কীভাবে? এর জন্য ধন্যবাদ দিতে হয় প্ল্যাটফর্ম সেটিংসকে। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না। অর্থাৎ অটো সেভড হবে না। সেটি সব চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলেঅ অনুসরণ করতে হবে। ১. প্রথমে নিজের ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। ২. উপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ডট মেন্যু থেকে মোর অপশনস খুঁজে নিতে হবে। ৩. ড্রপ-ডাউন মেন্যু থেকে সেটিংসে ক্লিক করতে হবে। ৪. এবার চ্যাটসে যেতে
হবে। ৫. মিডিয়া ভিসিবিলিটি অপশন সুইচ অফ করে দিতে হবে। আর যারা আইফোন ব্যবহারকারী, তাদের সেভ টু ফটোস অপশনটি টগল অফ করা উচিত। আসলে মিডিয়া ভিজিবিলিটি যখন বন্ধ করা থাকে, তখন এই পরিবর্তনের পরে যে কোনো নতুন মিডিয়া ফাইল ডাউনলোড করা হলেও সেটা ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে দেখা যাবে না। তবে এই পরিবর্তনের আগে কোনো কিছু ডাউনলোড করা হলে সংশ্লিষ্ট সেটিং কিন্তু সেই মিডিয়া ফাইলের ওপর কোনো রকম প্রভাব ফেলবে না। মোঃ রাছেল রানা rasel.raba01@gmail.conm
                    
                                                          
                    
                    
                                    বিষয় হলো— পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এ সমস্যার সমাধান হবে কীভাবে? এর জন্য ধন্যবাদ দিতে হয় প্ল্যাটফর্ম সেটিংসকে। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না। অর্থাৎ অটো সেভড হবে না। সেটি সব চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলেঅ অনুসরণ করতে হবে। ১. প্রথমে নিজের ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। ২. উপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ডট মেন্যু থেকে মোর অপশনস খুঁজে নিতে হবে। ৩. ড্রপ-ডাউন মেন্যু থেকে সেটিংসে ক্লিক করতে হবে। ৪. এবার চ্যাটসে যেতে
হবে। ৫. মিডিয়া ভিসিবিলিটি অপশন সুইচ অফ করে দিতে হবে। আর যারা আইফোন ব্যবহারকারী, তাদের সেভ টু ফটোস অপশনটি টগল অফ করা উচিত। আসলে মিডিয়া ভিজিবিলিটি যখন বন্ধ করা থাকে, তখন এই পরিবর্তনের পরে যে কোনো নতুন মিডিয়া ফাইল ডাউনলোড করা হলেও সেটা ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে দেখা যাবে না। তবে এই পরিবর্তনের আগে কোনো কিছু ডাউনলোড করা হলে সংশ্লিষ্ট সেটিং কিন্তু সেই মিডিয়া ফাইলের ওপর কোনো রকম প্রভাব ফেলবে না। মোঃ রাছেল রানা rasel.raba01@gmail.conm



