শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ রোববার – ইউ এস বাংলা নিউজ




শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ রোববার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৫:৫৪ 120 ভিউ
মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন করে আগামী রোববার (২৭ এপ্রিল) মামলার সাক্ষীদের শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্যের পর চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। চার্জ গঠনের দিন ধার্য থাকায় বুধবার মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার অভিযুক্ত চার আসামিকেই হাজির করা হয়। একই সঙ্গে মামলাটি অধিক গুরুত্ব দিয়ে সরকারের পক্ষে মামলার বিচারিক আদালতে সরকারপক্ষের আইনজীবীকে আইনগত সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) অ্যাডভোকেট এহসানুল হক সমাজী আদালতে উপস্থিত

ছিলেন। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, চাঞ্চল্যকর এ মামলার চার্জ শুনানি শেষে মামলার মূল আসামি হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের কারণে মৃত্যু, হিটু শেখের দুই ছেলে সজিব শেখ এবং রাতুল শেখের বিরুদ্ধে বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে চার্জ গঠন করা হয়েছে। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার (২৭ এপ্রিল) দিন ধার্য করে দিয়েছেন আদালত। ওই দিন মামলার ১ থেকে ৩ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। আদালতে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার অ্যাডভোকেট এহসানুল হক সমাজী বলেন, ন্যায়বিচারকে নিশ্চিত

করার জন্য দ্রুততম সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা আবশ্যক। এ দেশের মানুষ ন্যায়বিচারের জন্য তাকিয়ে আছেন। সরকারও চায় ন্যায়বিচার হোক। মামলাটির ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিচারকার্য সম্পন্ন করতে আদালতে উপস্থিত আসামিপক্ষকে আইনজীবী নিয়োগে রাজি থাকলে কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিগ্যাল এইডে আবেদন করার সুযোগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। এর আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় সে। সারা দেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল-কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামিপক্ষকে কোনো প্রকার আইনি

সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। মামলার মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিটু শেখ (১৫ মার্চ) শনিবার বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়? চীন-যুক্তরাষ্ট্র এখন ভিন্ন ধরনের বাণিজ্য যুদ্ধে আছে- বিশেষজ্ঞদের সতর্কতা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই থেকেও আসছে চাঁদার হুমকি সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে পরিবর্তন আনবে বাংলাদেশ? ঢাকায় আরেকটি জাপানি সিনেমা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির সতর্কবার্তা আগামী বছর ২৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার সালমান শাহ: ২৯ বছর পর হত্যা মামলা, রহস্যের জট খুলছে না কেন ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের আর্থিক মূল্য প্রকাশ ১০ মাসে পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসবে মানুষের ঢল অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হলো কারাগারে এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক কারাগারে পাঠানো হলো যে ১৫ সেনা কর্মকর্তাকে শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের স্থান দেবে বেলিজ সরকার হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে প্লেন, নিহত ২ গাজায় হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল