প্রেক্ষাগৃহে ছুটছেন শিল্পীরা, সিনেমার প্রতি কমছে দর্শক আগ্রহ – ইউ এস বাংলা নিউজ




প্রেক্ষাগৃহে ছুটছেন শিল্পীরা, সিনেমার প্রতি কমছে দর্শক আগ্রহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৫:০৭ 6 ভিউ
সিনেমা মুক্তি পেলেই এখন প্রচারণার জন্য প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছেন নায়ক-নায়িকা তথা সংশ্লিষ্ট সিনেমার শিল্পীরা। বিষয়টিকে ইতিবাচক হিসাবেই দেখছেন জানিয়ে, একাধিক শিল্পী দাবি করছেন, তাতে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম বাড়ে। পছন্দের শিল্পীদের কাছ থেকে দেখার সুযোগে দর্শকদের মধ্যেও সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়। তাই সিনেমা মুক্তি পেলেই শিল্পীরা পরিকল্পনা করেই রাখেন কখন কোন প্রেক্ষাগৃহে যাবেন। সেটার সময়সূচিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। গত ঈদেও মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর শিল্পীদের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। একমাত্র শাকিব খান ছাড়া প্রায় অন্য সব শিল্পীকে এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহে ছুটতে দেখা গেছে। শুধু তাই নয়, নিজেদের বিভিন্ন ঢংয়ে উপস্থাপন করতেও দেখা গেছে। সিনেমার প্রতি দর্শকদের

আগ্রহ তৈরি করার জন্যই নানা কৌশল অবলম্বন করা হয়েছে প্রচারণায়। কিন্তু শিল্পীদের এভাবে সহজলভ্য করে তোলায় অনেকেই বিষয়টিকে নেতিবাচকভাবেও দেখছেন। একটা সময় সিনেমা দেখা ছিল উৎসবের মতো। নতুন কোনো সিনেমা মুক্তি পেলে পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে যেতেন অনেকেই। পছন্দের নায়ক-নায়িকার সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়তেন। দর্শকের কাছে নায়ক-নায়িকারা ছিলেন স্বপ্নের মানুষ। তাদের অনুসরণ-অনুকরণ করতেন। তাদের কথা-বার্তা, পোশাক, চালচলন, হেয়ার স্টাইল ফলো করতেন। এমনকি সিনেমায় তাদের সংলাপও মুখে মুখে ফিরত। এসবই হতো পর্দায় তাদের অভিনয় এবং উপস্থিতি দেখে। নায়ক-নায়িকারা ছিলেন দর্শকের ধরাছোঁয়ার বাইরে। সিনেমা ছাড়া বাস্তবে তাদের দেখা পাওয়া ছিল স্বপ্নের মতো। অনেকে নায়ক-নায়িকাকে নিয়ে কল্পনার সাগরে ভেসে নিজের মনের মানুষকে নিয়ে

স্বপ্ন দেখতেন। কিন্তু বর্তমানে দর্শকের মধ্যে নায়ক-নায়িকাদের নিয়ে সেই উন্মাদনা ও স্বপ্নের জাল বোনার সুযোগ নেই। এখন তারা পর্দার নায়ক-নায়িকাদের সহজেই বাস্তবে দেখতে পান। পর্দায় দেখার আগেই তাদের দেখে ফেলেন। শিল্পীরা প্রেক্ষাগৃহে গিয়ে সহজেই দর্শকের সঙ্গে মিশছেন, ছবি তুলছেন এবং নিজেদের সহজলভ্য করে তুলেছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে পয়সা দিয়ে টিকেট কেটে কেন তাদেরকে পর্দায় দেখতে হবে? পর্দায় দেখার আগেই তো বাস্তবে তাদের সঙ্গে কথা-বার্তা ও ছবি তোলা হয়ে যাচ্ছে। তাদের সম্পর্কে ধারণা হয়ে যাচ্ছে। তারা যে বিশেষ কেউ, এ ধারণা কিছুটা হলেও কমে যাচ্ছে। এতে দর্শক বাস্তবে এবং পর্দার নায়ক-নায়িকাদের সঙ্গে পার্থক্য খোঁজার সুযোগ পেয়ে যাচ্ছে। অথচ তাদের শুধু পর্দায়ই দেখার

কথা। রহস্য মানব-মানবী হয়েই থাকার কথা। তা হচ্ছে না। এতে শিল্পী ও শিল্পের মান বিবেচনার দিক থেকে কতটা উন্নতি হচ্ছে সেটাই ভাবার বিষয়। আমাদের সিনেমায় এখনো অনেক নায়ক-নায়িকা কালজয়ী হয়ে আছেন, তাদের কিন্তু পর্দায় ছাড়া বাস্তবে এত সহজে দেখা যেত না। ফলে এখনো তারা দর্শকের স্বপ্নের মানুষই হয়ে আছেন। এ প্রজন্মের নায়ক-নায়িকারা কী দর্শকের মনে তাদেরকে বাস্তবে দেখার সেই আফসোস সৃষ্টি করতে পেরেছেন? পারেননি। সিনেমার প্রতি দর্শকের আকর্ষণ কমে যাওয়ার এটিও একটি অন্যতম কারণ। যাকে বাস্তবে সহজে দেখা যায়, তাকে পর্দায় দেখার আগ্রহে কিছুটা হলেও ভাটা পড়ে। হ্যাঁ, সিনেমার সেই স্বর্ণালি সময়ে দর্শকদের প্রতিক্রিয়া জানতে প্রেক্ষাগৃহে তারকারা যে যেতেন না, তা

নয়। যেতেন, তবে তারা এমনভাবে যেতেন যেন দর্শক কোনভাবেই বুঝতে না পারেন তাদের সঙ্গে বসে সিনেমা দেখছেন তাদেরই স্বপ্নের নায়ক-নায়িকারা। নায়িকারা বোরকা পরে, আর নায়করা ছদ্মবেশ নিয়ে প্রেক্ষাগৃহে যেতেন। নীরবে বসে দর্শকদের প্রতিক্রিয়া জানতেন। কিন্তু, বর্তমান সময়ে দর্শকদের মধ্যে সিনেমা দেখার আগ্রহের চেয়ে বাস্তবে নায়ক-নায়িকা দেখার আগ্রহই বেশি দেখা যায়। সিনেমা হয়ে পড়ে গৌণ। আসলে এ সময়ের নায়ক-নায়িকারা নিজেদের সিনেমা দেখার ট্রেডমার্ক বা আইকনে পরিণত করতে পারছেন না। দর্শকের কাছে সিনেমা দেখার আগ্রহ সৃষ্টি করার ক্ষেত্রে প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রচার করতে গিয়ে নায়ক-নায়িকাদের বাস্তবে দর্শকের সঙ্গে মিশে যাওয়ার কারণে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে কাজে গিয়ে নিখোঁজ হলেন একই গ্রামের ৬ শ্রমিক গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব লুট হচ্ছে পদ্মার মাটি, অসহায় প্রশাসন দুপুর ১টার মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে এবার মার্কিন ৬ কর্মকর্তার বিরুদ্ধে পালটা নিষেধাজ্ঞা দিল চীন বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী গ্রেফতারের নির্দেশ ধান মজুতে অস্থির চালের বাজার বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত ইপিআই টিকাদানে জনবল ঘাটতি বড় বাধা হাত হারানো সেই শিশুকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শুনানি ৮ মে টিপু মুনশির ১২ ব্যাংক হিসাব ও ১৮ প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি ২ দেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে ওষুধ রপ্তানি বাজার ১৮তম জন্মদিনে যে বিশেষ উপহার পেলেন প্রিন্সেস ইসাবেলা তরুণকে অপহরণ করে যৌন নিপীড়ন, নারীকে ২০ বছরের জেল প্রেক্ষাগৃহে ছুটছেন শিল্পীরা, সিনেমার প্রতি কমছে দর্শক আগ্রহ বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেন জ্যোতিরা পেনড্রাইভে ম্যালওয়্যার ছড়িয়ে তথ্য চুরি, ঠেকাবেন যেভাবে ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ১০০ একর জমি জব্দের আদেশ ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩