প্রেক্ষাগৃহে ছুটছেন শিল্পীরা, সিনেমার প্রতি কমছে দর্শক আগ্রহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫
     ৫:০৭ পূর্বাহ্ণ

প্রেক্ষাগৃহে ছুটছেন শিল্পীরা, সিনেমার প্রতি কমছে দর্শক আগ্রহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৫:০৭ 97 ভিউ
সিনেমা মুক্তি পেলেই এখন প্রচারণার জন্য প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছেন নায়ক-নায়িকা তথা সংশ্লিষ্ট সিনেমার শিল্পীরা। বিষয়টিকে ইতিবাচক হিসাবেই দেখছেন জানিয়ে, একাধিক শিল্পী দাবি করছেন, তাতে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম বাড়ে। পছন্দের শিল্পীদের কাছ থেকে দেখার সুযোগে দর্শকদের মধ্যেও সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়। তাই সিনেমা মুক্তি পেলেই শিল্পীরা পরিকল্পনা করেই রাখেন কখন কোন প্রেক্ষাগৃহে যাবেন। সেটার সময়সূচিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। গত ঈদেও মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর শিল্পীদের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। একমাত্র শাকিব খান ছাড়া প্রায় অন্য সব শিল্পীকে এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহে ছুটতে দেখা গেছে। শুধু তাই নয়, নিজেদের বিভিন্ন ঢংয়ে উপস্থাপন করতেও দেখা গেছে। সিনেমার প্রতি দর্শকদের

আগ্রহ তৈরি করার জন্যই নানা কৌশল অবলম্বন করা হয়েছে প্রচারণায়। কিন্তু শিল্পীদের এভাবে সহজলভ্য করে তোলায় অনেকেই বিষয়টিকে নেতিবাচকভাবেও দেখছেন। একটা সময় সিনেমা দেখা ছিল উৎসবের মতো। নতুন কোনো সিনেমা মুক্তি পেলে পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে যেতেন অনেকেই। পছন্দের নায়ক-নায়িকার সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়তেন। দর্শকের কাছে নায়ক-নায়িকারা ছিলেন স্বপ্নের মানুষ। তাদের অনুসরণ-অনুকরণ করতেন। তাদের কথা-বার্তা, পোশাক, চালচলন, হেয়ার স্টাইল ফলো করতেন। এমনকি সিনেমায় তাদের সংলাপও মুখে মুখে ফিরত। এসবই হতো পর্দায় তাদের অভিনয় এবং উপস্থিতি দেখে। নায়ক-নায়িকারা ছিলেন দর্শকের ধরাছোঁয়ার বাইরে। সিনেমা ছাড়া বাস্তবে তাদের দেখা পাওয়া ছিল স্বপ্নের মতো। অনেকে নায়ক-নায়িকাকে নিয়ে কল্পনার সাগরে ভেসে নিজের মনের মানুষকে নিয়ে

স্বপ্ন দেখতেন। কিন্তু বর্তমানে দর্শকের মধ্যে নায়ক-নায়িকাদের নিয়ে সেই উন্মাদনা ও স্বপ্নের জাল বোনার সুযোগ নেই। এখন তারা পর্দার নায়ক-নায়িকাদের সহজেই বাস্তবে দেখতে পান। পর্দায় দেখার আগেই তাদের দেখে ফেলেন। শিল্পীরা প্রেক্ষাগৃহে গিয়ে সহজেই দর্শকের সঙ্গে মিশছেন, ছবি তুলছেন এবং নিজেদের সহজলভ্য করে তুলেছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে পয়সা দিয়ে টিকেট কেটে কেন তাদেরকে পর্দায় দেখতে হবে? পর্দায় দেখার আগেই তো বাস্তবে তাদের সঙ্গে কথা-বার্তা ও ছবি তোলা হয়ে যাচ্ছে। তাদের সম্পর্কে ধারণা হয়ে যাচ্ছে। তারা যে বিশেষ কেউ, এ ধারণা কিছুটা হলেও কমে যাচ্ছে। এতে দর্শক বাস্তবে এবং পর্দার নায়ক-নায়িকাদের সঙ্গে পার্থক্য খোঁজার সুযোগ পেয়ে যাচ্ছে। অথচ তাদের শুধু পর্দায়ই দেখার

কথা। রহস্য মানব-মানবী হয়েই থাকার কথা। তা হচ্ছে না। এতে শিল্পী ও শিল্পের মান বিবেচনার দিক থেকে কতটা উন্নতি হচ্ছে সেটাই ভাবার বিষয়। আমাদের সিনেমায় এখনো অনেক নায়ক-নায়িকা কালজয়ী হয়ে আছেন, তাদের কিন্তু পর্দায় ছাড়া বাস্তবে এত সহজে দেখা যেত না। ফলে এখনো তারা দর্শকের স্বপ্নের মানুষই হয়ে আছেন। এ প্রজন্মের নায়ক-নায়িকারা কী দর্শকের মনে তাদেরকে বাস্তবে দেখার সেই আফসোস সৃষ্টি করতে পেরেছেন? পারেননি। সিনেমার প্রতি দর্শকের আকর্ষণ কমে যাওয়ার এটিও একটি অন্যতম কারণ। যাকে বাস্তবে সহজে দেখা যায়, তাকে পর্দায় দেখার আগ্রহে কিছুটা হলেও ভাটা পড়ে। হ্যাঁ, সিনেমার সেই স্বর্ণালি সময়ে দর্শকদের প্রতিক্রিয়া জানতে প্রেক্ষাগৃহে তারকারা যে যেতেন না, তা

নয়। যেতেন, তবে তারা এমনভাবে যেতেন যেন দর্শক কোনভাবেই বুঝতে না পারেন তাদের সঙ্গে বসে সিনেমা দেখছেন তাদেরই স্বপ্নের নায়ক-নায়িকারা। নায়িকারা বোরকা পরে, আর নায়করা ছদ্মবেশ নিয়ে প্রেক্ষাগৃহে যেতেন। নীরবে বসে দর্শকদের প্রতিক্রিয়া জানতেন। কিন্তু, বর্তমান সময়ে দর্শকদের মধ্যে সিনেমা দেখার আগ্রহের চেয়ে বাস্তবে নায়ক-নায়িকা দেখার আগ্রহই বেশি দেখা যায়। সিনেমা হয়ে পড়ে গৌণ। আসলে এ সময়ের নায়ক-নায়িকারা নিজেদের সিনেমা দেখার ট্রেডমার্ক বা আইকনে পরিণত করতে পারছেন না। দর্শকের কাছে সিনেমা দেখার আগ্রহ সৃষ্টি করার ক্ষেত্রে প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রচার করতে গিয়ে নায়ক-নায়িকাদের বাস্তবে দর্শকের সঙ্গে মিশে যাওয়ার কারণে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী আবারো কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: মামলা ছাড়া আটক হুমায়ূন কবির, মৃত্যুর মিছিলে আরেকটি নাম চট্টগ্রাম বন্দরে শিবির–এনসিপি কোটায় নিয়োগ: ৯ জনকে পদায়ন নিজেদের নেওয়া ব্যাংক ঋণের চাপে অথৈ সমুদ্রে ইউনূস সরকার, অজানা গন্তব্যে অর্থনীতি ব্যালট বাক্স নয়, লাশের হিসাবই যখন বাস্তবতা এবার নিশানা বাঙালির পৌষ সংক্রান্তি : হাজার বছরের আবহমান বাংলার সংস্কৃতি মুছে বর্বর ধর্মরাষ্ট্রের স্বপ্ন রক্তের দাগ মুছবে কে? নিরপেক্ষতার মুখোশ খুলে গেছে গণভোটে ‘হ্যাঁ’ চাইতে নেমে ড. ইউনূস প্রমাণ করলেন—তিনি আর প্রধান উপদেষ্টা নন, তিনি একটি পক্ষের সক্রিয় কর্মী আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিতর্কিত নিয়োগ নয়জন জুলাই সন্ত্রাসীকে প্রভাব খাটিয়ে নিয়োগ হ্যাঁ কিংবা না কোনো শব্দেই আমরা আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যেন কথা না বলি।কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক ফাঁদটাই হলো আমাদের মুখ খুলিয়ে দেওয়া। ইউনুস থেকে মাচাদো: নোবেল শান্তি পুরস্কার কি সরকার পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে? কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে জাহাজ কেনার বাকি ২ মাস ঋণ চুক্তিতে ব্যর্থ সরকার ২০২৫ সালে সড়কে মৃত্যু ১০০৮ শিশুর বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী সরকারি সিদ্ধান্তে নিজের মতামতের গুরুত্ব নেই মনে করে ৭৩% মানুষ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া রাজধানীতে আজ কোথায় কী