স্টার জলসার সঙ্গে ১২৫ কোটির চুক্তি সৌরভ গাঙ্গুলীর – ইউ এস বাংলা নিউজ




স্টার জলসার সঙ্গে ১২৫ কোটির চুক্তি সৌরভ গাঙ্গুলীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৫:০১ 6 ভিউ
সফল ক্যারিয়ারের পর ভারতের অনেক ক্রিকেটারদেরই ধারাভাষ্য বা কোচিংয়ের দিকে ঝুঁকতে দেখা যায়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট প্রশাসক এবং মেন্টর হিসেবে কিছু সময় কাজ করলেও তিনি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন তার টিভি ক্যারিয়ারে। বিশেষ করে ‘দাদাগিরি’ অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষাভাষীদের মধ্যে নিজের জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে নিয়েছেন তিনি। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘দাদাগিরি’ অনুষ্ঠানে হয়ত আর দেখা যাবে না সৌরভকে। ফলে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছিলেন ভক্তরা। পরে জানা যায়, একটি কুইজ শোতে তাকে দেখতে পাবেন দর্শকরা, ঠিক আগের মতোই। পাশাপাশি এই ক্রিকেটারের দেখা মিলবে ‘বিগবস’-এও। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ৪ বছরের জন্য সৌরভের সঙ্গে ১২৫ কোটি রুপির চুক্তি

হয়েছে স্টার জলসার। বিগবস ও নতুন কুইজ শোতে দেখা যাবে তাকে। ২০২৬ সালের জুলাই থেকে শো দুটিতে দেখা মিলবে তার। বিষয়টি নিয়ে বিগত কয়েকদিন ধরেই চলছিল চর্চা। এ প্রসঙ্গে সৌরভ পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আমাকে। সেটা গ্রহণ করেছি। নতুন নতুন কাজ, নতুন কিছু করার নেশা সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। সে কারণেই নতুন চ্যানেলে নতুন রূপে ফিরছি।’ সাবেক এই ক্রিকেটারের কথায়, ‘আমাকে কাজ টানে। কাজ করলে তো উপার্জন হবেই। তবে শুধুই উপার্জন আমার লক্ষ্য নয়। একটা উদাহরণ দিই, দর্শক দাদাগিরি দেখতে ভালোবাসেন। আমাকে ভালবাসেন। আমাকে দেখতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তারা টেলিভিশনে চোখ রাখেন। এটা কম পাওনা নয়!

আমার সঞ্চালনায় একটা অনুষ্ঠান রেটিং চার্টে ভালো ফল করে। যা দেখে পরিচালক, দলের বাকিদের মুখ আনন্দে ঝলমলিয়ে ওঠে। এসব যখন দেখি, পারিশ্রমিকের কথা মনেই থাকে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে কাজে গিয়ে নিখোঁজ হলেন একই গ্রামের ৬ শ্রমিক গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব লুট হচ্ছে পদ্মার মাটি, অসহায় প্রশাসন দুপুর ১টার মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে এবার মার্কিন ৬ কর্মকর্তার বিরুদ্ধে পালটা নিষেধাজ্ঞা দিল চীন বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী গ্রেফতারের নির্দেশ ধান মজুতে অস্থির চালের বাজার বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত ইপিআই টিকাদানে জনবল ঘাটতি বড় বাধা হাত হারানো সেই শিশুকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শুনানি ৮ মে টিপু মুনশির ১২ ব্যাংক হিসাব ও ১৮ প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি ২ দেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে ওষুধ রপ্তানি বাজার ১৮তম জন্মদিনে যে বিশেষ উপহার পেলেন প্রিন্সেস ইসাবেলা তরুণকে অপহরণ করে যৌন নিপীড়ন, নারীকে ২০ বছরের জেল প্রেক্ষাগৃহে ছুটছেন শিল্পীরা, সিনেমার প্রতি কমছে দর্শক আগ্রহ বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেন জ্যোতিরা পেনড্রাইভে ম্যালওয়্যার ছড়িয়ে তথ্য চুরি, ঠেকাবেন যেভাবে ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ১০০ একর জমি জব্দের আদেশ ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩