
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

সহকর্মীর প্রতি জিনা ওর্তেগার নজিরবিহীন ভালোবাসা

জীবন্ত ছবি হঠাৎই স্মৃতি হয়ে গেল: পলাশ

ফিলিস্তিনের জনপ্রিয় শিল্পীকে হত্যা

স্বজনের মনমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে মন ছুঁয়ে যায় দর্শকদের

রাগ হলেই ঘরের দরজা ভেঙে ফেলেন পাকিস্তানি এই অভিনেত্রী!

হানিয়া আমির ভারতে কাজ করে সময় নষ্ট করছেন: নাদিয়া খান

সেই নাচের পোশাক নিয়ে মুখ খুললেন মাহি
তারকা দম্পতির ভেঙে গেল ৯ বছরের সংসার

ভারতের ছোট পর্দার জনপ্রিয় জুটি রাভিশ দেশাই ও মুগ্ধা চাপরেকর তাদের ৯ বছরের বৈবাহিক জীবনের পরিসমাপ্তির ঘোষণা দিয়েছেন।
এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা জানান, পরস্পরের সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে দীর্ঘ এক বছর ধরে তারা আলাদা থাকছেন।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, এই তারকা জুটির পরিচয় ২০১৪ সালে, জি টিভির সিরিয়াল ‘সতরঙ্গি শ্বশুরাল’-এর সেটে। শুটিং করতে করতেই কাছাকাছি চলে আসেন তারা, যা পরবর্তীতে গড়ায় প্রেমে। দুই বছর পর বিয়ে করেন মুগ্ধা ও রাভিশ।
ভারতের ছোট পর্দার জনপ্রিয় জুটি রাভিশ দেশাই ও মুগ্ধা চাপরেকর তাদের ৯ বছরের বৈবাহিক জীবনের পরিসমাপ্তির ঘোষণা দিয়েছেন। এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা জানান, পরস্পরের সম্মতিতেই এই সিদ্ধান্ত
নিয়েছেন এবং ইতিমধ্যে দীর্ঘ এক বছর ধরে তারা আলাদা থাকছেন। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, এই তারকা জুটির পরিচয় ২০১৪ সালে, জি টিভির সিরিয়াল ‘সতরঙ্গি শ্বশুরাল’-এর সেটে। শুটিং করতে করতেই কাছাকাছি চলে আসেন তারা, যা পরবর্তীতে গড়ায় প্রেমে। দুই বছর পর বিয়ে করেন মুগ্ধা ও রাভিশ। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে রাভিশ লেখেন, অনেক চিন্তা-ভাবনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে সরে এসে নিজ নিজ জীবনের পথে এগিয়ে যাওয়ার। আমাদের একসঙ্গে সময় কাটানোটা স্মরণীয় ও আনন্দময় ছিল। ভবিষ্যতেও পরস্পরের প্রতি সম্মান ও বন্ধুত্ব বজায় থাকবে। এছাড়া, ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয় যেন তারা এই ব্যক্তিগত বিষয়ে গুজব ছড়ানো
বা বিশ্বাস করা থেকে বিরত
নিয়েছেন এবং ইতিমধ্যে দীর্ঘ এক বছর ধরে তারা আলাদা থাকছেন। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, এই তারকা জুটির পরিচয় ২০১৪ সালে, জি টিভির সিরিয়াল ‘সতরঙ্গি শ্বশুরাল’-এর সেটে। শুটিং করতে করতেই কাছাকাছি চলে আসেন তারা, যা পরবর্তীতে গড়ায় প্রেমে। দুই বছর পর বিয়ে করেন মুগ্ধা ও রাভিশ। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে রাভিশ লেখেন, অনেক চিন্তা-ভাবনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে সরে এসে নিজ নিজ জীবনের পথে এগিয়ে যাওয়ার। আমাদের একসঙ্গে সময় কাটানোটা স্মরণীয় ও আনন্দময় ছিল। ভবিষ্যতেও পরস্পরের প্রতি সম্মান ও বন্ধুত্ব বজায় থাকবে। এছাড়া, ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয় যেন তারা এই ব্যক্তিগত বিষয়ে গুজব ছড়ানো
বা বিশ্বাস করা থেকে বিরত