ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়াকে গালাগাল করেছিলেন সালমান – ইউ এস বাংলা নিউজ




ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়াকে গালাগাল করেছিলেন সালমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৪:৫৮ 50 ভিউ
বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।—এই দুই খানের পথচলার শুরুতেই বন্ধুত্ব গড়ে ওঠে। তবে মাঝে সেই বন্ধুত্ব ভেঙে যায় এক অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে। আবার পড়ন্ত বিকালে শাহরুখপুত্র আরিয়ান খান মাদককাণ্ডে জড়িয়ে পড়ার পর সেই বন্ধুত্ব দৃঢ় হয়েছে। বর্তমানে তারা বলিউডের সেরা দুই বন্ধু। মাঝের সময়ে অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে এ দুই খানের বন্ধুত্বের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তাদের লড়াই শিরোনাম তৈরি করেছিল, যা ঘটেছিল সেই পার্টিতে? ২০০৮ সালে সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেন্দ্র করে শাহরুখ ও সালমানের মধ্যে বিবাদ বাধে। সেদিন মদের নেশায় বুঁদ সালমান ‘বন্ধু’ শাহরুখের উদ্দেশে কটূ কথা বলতে শুরু করেন পার্টিতে।

শাহরুখ সেই সময় ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ শোর হোস্ট। সেই শো নিয়েই ভরা পার্টিতে কটাক্ষ করেন সালমান খান। তার আসন্ন সিনেমার ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন, সেই কথাও পার্টিতে বলেছিলেন ভাইজান, যেখানে তিনি শাহরুখের ‘ওম শান্তি ওম’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। সালমানের এসব কথা শুনে চুপ থাকার মানুষ নন বলিউড বাদশাহ। সালমানের শো ‘দাস কা দাম’-এ এসে জবাব দিয়েছিলেন তিনি। পার্টিতে শাহরুখের মুখে ঘুসি মারতে চেয়েছিলেন সালমান। তাকে হুমকিও দিয়েছিলেন বলে শোনা যায়। শেষে বিরক্তি প্রকাশ করে পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন শাহরুখপত্নী গৌরী খান। সেই পার্টিতে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন সালমান নিজেই। শাহরুখের ইচ্ছা ছিল

না যাওয়ার। আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে ভালো নজরে নেননি ভাইজান। তবে গৌরীর অনুরোধে গিয়েছিলেন। ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে আকণ্ঠ মদপান করেছিলেন সালমান। নিজের ‘দাস কা দাম’ শো-এর সঙ্গে ক্রমাগত তুলনা টানছিলেন ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’-এর। নেশার ঘোরে বলে বসেন, তিনিই আসল ‘খান’, শাহরুখ নন। উপস্থিত অতিথিদের ভাষ্যে, ঐশ্বরিয়া ও শাহরুখের একসঙ্গে কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গেও তার কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন ভাইজান। সূত্র জানায়, ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে কাজ করছেন শাহরুখ খান। এ বিষয়টি ভালো লাগেননি সালমানের। বাদশাহর সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার আগ্রহ তাকে বিরক্ত করে তোলে। সালমানের কটূক্তি শুনে বিরক্ত শাহরুখ পার্টি ছেড়ে বেরিয়ে

যেতে চেয়েছিলেন। কিন্তু আমির খান এসে তাকে আটকান এবং পার্টি থেকে বেরিয়ে যেতে মানা করেন। শাহরুখ সেদিন একটি কথাও বলেননি। এ ছাড়া পার্টির মধ্যে ঐশ্বরিয়াকে অশ্রাব্য ভাষায় আক্রমণও করেছিলেন সালমান। পার্টিতে নাকি সেই পরিচিত পুরোনো রাগ প্রকাশ পেয়েছিল ভাইজানের। সবার সামনে ঐশ্বরিয়াকে অসম্মান করতে শুরু করেছিলেন তার সম্পর্কে খারাপ কথা বলে। এসব শুনে গৌরীর হাত ধরে সালমানের পার্টি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন শাহরুখ। সেই সময় সালমান তাকে বলেছিলেন— ‘তুমি ভয় পাচ্ছো নাকি?’ এই কথা শুনে সালমানকে শাহরুখ বলেছিলেন— তিনি তাকে তার পার্টিতেই মারবেন। এ ঘটনা চাপা থাকেনি। সংবাদের শিরোনাম দখল করে নেয়। বহু মানুষ তা বিশ্বাস করেন। কেউ বলেন, পুরোটাই পাবলিসিটি

স্টান্ট। কেউ-কেউ এটিও বলেন, সালমানের বাড়িতে পার্টি ছিল না, আদতে সেটি ছিল একটি ক্লাবে। এ ঘটনার পর দীর্ঘদিন মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় শাহরুখ-সালমানের। তবে বহু বছর পর আবারও দুজনের বরফ গলে। বর্তমানে বলিউডের দুই সেরা বন্ধু শাহরুখ-সালমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই সনদ ও সংস্কার মানে সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, লুটপাটের রাম রাজত্ব। রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার’ এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক: গভর্নর সহস্র বছরের জ্ঞানের বাতিঘর আল-আজহার বিশ্ববিদ্যালয় এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৫০ বিলিয়ন ডলার ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সাবেক স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, যুবক গ্রেফতার কুষ্টিয়া খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার গাজায় আশা জাগাতে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ কাজে লাগাচ্ছে তুরস্ক: এরদোগান ইমরানের জামিন আবেদন নিয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট