১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে – ইউ এস বাংলা নিউজ




১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৯:৪০ 55 ভিউ
ঈদের আগে প্রথম সাড়া ফেলে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার ‘দ্বিধা’ গানটি। এরপর আসে সজল-নুসরাত ফারিয়া অভিনীত জ্বীন-৩ সিনেমার ‘কন্যা’ গানটি। এ গান নিয়েও চলে আলোচনা। গান দুটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। কখনো ১, আবার কখনো ২ নম্বর অবস্থানে। ঈদের পর চিত্রটা পাল্টেছে। এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। শাকিব খানের সঙ্গে এ গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আর ‘কন্যা’ আছে ৩ নম্বরে। এ ছাড়া ‘দ্বিধা’ গানটি বুধবার রাতে ছিল ৭ নম্বরে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছবির ছাড়পত্র পাওয়ার আনন্দ উপহার হিসেবে ‘চাঁদ মামা’ গানের টিজার মুক্তি দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। ‘চাঁদ মামা,

চাঁদ মামা’ গাইতে গাইতে বাড়ি ফেরা, মধুবনে কি রেকর্ড হবে টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। কয়েক ঘণ্টার মধ্যেই গানের টিজার চলে আসে ফেসবুক রিলস থেকে ইউটিউব ট্রেন্ডিংয়েও। এরপর ২৮ মার্চ পুরো গানটি প্রকাশ পায়। প্রীতম হাসানের কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। গানটি প্রসঙ্গে প্রীতম হাসান গতকাল সন্ধ্যায় বলেন, ‘এই গান কিন্তু ২০১৭-১৮ সালে বানিয়েছিলাম। ‘বরবাদ’–এর নির্মাতার (মেহেদী হাসান) সঙ্গে গান বানানো নিয়ে যখন কথা হচ্ছিল, তখন গানটি শোনাই। প্রথম শোনাতেই তিনি গানটি পছন্দ করেন। সিনেমায় শাকিব ভাইয়ের চরিত্রের সঙ্গে মিল রেখেই পুরোনো এ গানের কথা মাথায় আসে।

শাকিব ভাইয়ের ভক্তদের সঙ্গে আমার শ্রোতারাও গানটি বেশ পছন্দ করেছেন। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির প্রশংসা পাচ্ছি।’ শাকিবের ‘চাঁদ মামা’ এল, সঙ্গে আবেদনময়ী নুসরাত ‘চাঁদ মামা’ গানে নুসরাত। ফেসবুক থেকে ‘চাঁদ মামা’ গানে নুসরাত। ফেসবুক থেকে ট্রেন্ডিংয়ে ২ নম্বরে আছে ‘ঈদ মোবারক’ শিরোনামের গান, যেটি গেয়েছেন সাথি খান। সেরা দশে থাকা বাংলাদেশি গানের তালিকায় আছে ‘ও রূপসী কন্যারে’, ‘এল খুশির ঈদ’। গত বছর ‘তুফান’ সিনেমায় প্রীতমের গাওয়া ‘লাগে উরাধুরা’ গানটিও জনপ্রিয়তা পেয়েছিল। সে গানের সঙ্গে পর্দায় নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এই গানও জনপ্রিয়তা পাবে। বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলে ‘চাঁদ মামা’ গানটির

ভিউ ছাড়িয়েছে ৪৪ লাখ, প্রীতম হাসানের চ্যানেলে ভিউ ছাড়িয়েছে ৩৩ লাখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই সনদ ও সংস্কার মানে সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, লুটপাটের রাম রাজত্ব। রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার’ এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক: গভর্নর সহস্র বছরের জ্ঞানের বাতিঘর আল-আজহার বিশ্ববিদ্যালয় এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৫০ বিলিয়ন ডলার ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সাবেক স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, যুবক গ্রেফতার কুষ্টিয়া খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার গাজায় আশা জাগাতে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ কাজে লাগাচ্ছে তুরস্ক: এরদোগান ইমরানের জামিন আবেদন নিয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট