শুধু মানুষ হাসিয়ে ৪০০ কোটি টাকার মালিক তিনি – ইউ এস বাংলা নিউজ




শুধু মানুষ হাসিয়ে ৪০০ কোটি টাকার মালিক তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৯:২২ 10 ভিউ
জীবনের প্রথম আয় ছিল ৫০০ টাকা। খুব সাধারণ এক পরিবার থেকে উঠে এসে ভারতের শোবিজের সেরা তারকাদের একজন হয়ে উঠেছিলেন এই বিখ্যাত কমেডিয়ান ও সঞ্চালক। বর্তমানে ৪০০ কোটি টাকার মালিক তিনি। শুধু তা-ই নয়, ভারতে ছোট পর্দার যত তারকা রয়েছেন, তাঁদের সবার চেয়ে উপার্জনের নিরিখে এগিয়ে রয়েছেন কপিল শর্মা। আজ এ তারকার জন্মদিন। ১৯৮১ সালের ২ এপ্রিল মাসে ভারতের অমৃতসরে জন্ম কপিলের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। কপিলের মা–বাবা দুজনই চাইতেন তাঁদের পুত্রের স্বপ্ন পূরণ হোক। ২০০১ সালে মুক্তি পাওয়া সানি দেওল ও আমিশা পাটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’ নামের ছবির শুটিং হয়েছিল অমৃতসরে। অনিল শর্মা পরিচালিত এই ছবির

অ্যাকশন ডিরেক্টর ছিলেন তিনু বর্মা। বাবার নির্দেশে ‘গদর’ ছবির সেটে ঘোরাফেরা করা শুরু করেন কপিল। ‘গদর’ ছবিতে একটি দৌড়ের দৃশ্যে অভিনয় করেছিলেন কপিল। কপিল জানান, তিনুর কাছে চড়ও খেয়েছিলেন তিনি। এরপর ‘গদর’-এর সেট থেকে কপিলকে বের করে দিয়েছিলেন তিনু। তিনু এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কপিলকে বলছিলাম এক দিকে দৌড়নোর জন্য। কিন্তু ও অন্য দিকে দৌড় দিয়েছিল। পরে আবার কপিলের জন্য শট নিতে হয়েছিল। আবার অন্য দিকে দৌড়েছিল কপিল। খুব রাগ হয়েছিল তখন। ওর গালে চড় মেরে সেট থেকে বের করে দিয়েছিলাম আমি।’ ২০০৭ সালে কমেডি শোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন কপিল। ১০ লাখ টাকা পুরস্কারও পান তিনি। এরপর রাতারাতি খ্যাতি পেয়ে

যান। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিযোগী হিসেবে অংশ নেন কপিল। প্রতিটি প্রতিযোগিতায় জেতেন তিনি। ২০১৩ সাল থেকে হাস্যকৌতুকে মোড়া অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেন কপিল। সঞ্চালনার পাশাপাশি সেই শোর সহপ্রযোজনাও করেন তিনি। একসময় তাঁর পারিশ্রমিক দেখে খানরাও নাকি ঈর্ষা করতেন। কিন্তু মাঝখানে বড় সংকট নেমে আসে জীবনে। যত দ্রুত উত্থান, তার চেয়েও দ্রুত পতনের দিকে এগিয়ে যান কপিল। পুলিশ কনস্টেবল বাবার সন্তান কপিলকে চোখের মণি বানিয়েছিলেন অগুনতি ভক্ত। কিন্তু পরপর কিছু ঘটনায় রাতারাতি ভিলেনে পরিণত হন। শোর রেটিং পড়ছে হু হু করে। সনি বাধ্য হয়েছে কপিল শর্মা শোর পাশাপাশি আরও একটি কমেডি শো চালু করতে। কপিল নিজে মানসিক চাপের কারণে শুটিং স্পটে

অসুস্থ হয়ে পড়েছিলেন। নিতে হয়েছিল হাসপাতালে। কপিল সবচেয়ে বড় ধাক্কা খান সহশিল্পী সুনীল গ্রোভার ও আলী আসগর অভদ্র আচরণের অভিযোগ তুলে কপিল শর্মার শো থেকে বেরিয়ে গেলে। এই শোয়ে কপিলের সমানতালে জনপ্রিয় ছিলেন সুনীল, আসগরের নানি চরিত্রটিও মন জিতেছিল টিভি দর্শকের। পরে সুনীল বেরিয়ে গিয়ে সামাজিক মাধ্যমে বড় একটি খোলাচিঠি লেখেন। যেখানে তারকা হয়ে ওঠা কপিলকে নিজের অতীত ভুলে না যেতে, মাটিতে পা রাখতে পরামর্শ দেন। জনপ্রিয় এই টিভি তারকা কপিলের অপেশাদার আচরণে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আর সেটে কেনই–বা বারবার অসুস্থ হয়ে পড়ছেন? অনেকের মতে, তাঁর জনপ্রিয় টিভি শোর টিআরপি ধীরে ধীরে কমে যাওয়ার চাপ নিতে পারছেন না। অনেকের

মতে স্নায়ুচাপে ভুগছিলেন এই সঞ্চালক। আবার অনেকের ধারণা, এর পুরোটাই নাটক। পেছনে আছে কপিলের বেহিসেবি জীবনযাপন। খ্যাতির মোহে মাথা ঘুরে গিয়েছিল তাঁর। এরপর আবার ফিরে আসেন কপিল। ফেরেন দাপটের সঙ্গেই। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও পা রাখেন কপিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কিস কিস কো প্যার করু’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় কপিলকে। এরপর ‘ফিরঙ্গি’, ‘জুইগ্যাটো’ ও ‘ক্রু’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘দ্য অ্যাংরি বার্ডস মুভি ২’ নামে একটি ইংরেজি ছবিতে রেড চরিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়েছেন কপিল। ছোট পর্দায় তাঁর শো এত জনপ্রিয়তা পেয়ে যায় যে ওটিটি প্ল্যাটফর্মেও কপিলের শোর সম্প্রচার শুরু হয়। শুধু তা–ই নয়, প্রতিটি পর্ব সঞ্চালনা

করে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকা আয় করেন কপিল। মুম্বাইয়ের অন্ধেরিতে ৩০ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট আছে কপিলের। বর্তমানে ভারতে বিনোদনজগতের সঙ্গে যুক্ত যে তারকারা সবচেয়ে বেশি কর দিয়েছেন, তাঁদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন কপিল। ‘ফরচুন ইন্ডিয়া’ সূত্রে জানা যায়, গত বছর (২০২৪ অর্থবছরে) ৩০ কোটি টাকা কর দিয়েছেন কপিল। বর্তমানে কপিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে গবেষণা খাতে সংকট: বৈজ্ঞানিক অগ্রগতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ইয়াঙ্কিস ও মেটস আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে: এরিক ‌‌অ‍্যাডামস্ ট্রাম্পের গাড়ির উপর শুল্ক: আমেরিকায় কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধি ট্রাম্প প্রশাসনে ছাঁটাই, নতুন শুল্ক আরোপ ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ২২ মিলিয়ন মানুষ মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতি মামলা স্থায়ীভাবে বাতিল ঈদ আনন্দে প্রবাসীদের পাশে ছিল না ফ্রান্স দূতাবাস ৫৫ সদস্যের বাংলাদেশ উদ্ধার ও চিকিৎসা দল নেপিদোতে পৌঁছেছে এনডোবার সিটিতে ঈদের আনন্দ প্রবীণদের নিয়ে সেন্টারলাইট হেলথকেয়ারের ঈদ উদযাপন হোমকেয়ারে অস্থিরতা ‘ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর’ ৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন তীব্র হলো বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে কান ধরিয়ে ওঠবস ও সমাজচ্যুতে মীমাংসা আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর মার্কিন শুল্কে রপ্তানি খাতে উদ্বেগ অবশেষে লবণবাহী ট্রাক ধরে মামলা দিল পুলিশ ঈদেও নিষ্ক্রিয় সেই সব ‘কিংস পার্টি’