‘মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’ – ইউ এস বাংলা নিউজ




‘মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ৮:০৫ 14 ভিউ
বাংলা বর্ষবরণে ‘মঙ্গল শোভাযাত্রা’ মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর। তিনি বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির নিজস্ব সাল গণনা সংক্রান্ত একটা উৎসব। গ্রামবাংলায় এর আয়োজনের নিজস্ব ও ঐতিহ্যবাহী একটা রীতি বিরাজমান ছিল। তাতে আমাদের প্রাণ ও প্রকৃতির ছোঁয়া লক্ষ করা যেত। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে মুসলিম বিশ্বাসবিরোধী সংস্কৃতির বিস্তার করার অপচেষ্টা হয়েছে। বিশেষ করে, পতিত স্বৈরাচারের আমলে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে যেভাবে কলকাতার উচ্চবর্ণীয় হিন্দু সংস্কৃতির বিস্তার ঘটানো হয়েছে- তা দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাস ও অনুভূতিকে আঘাত করেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এসব

কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার প্রাথমিক কথাবার্তায় মনে হয়েছিল তিনি উৎসব কেন্দ্রিক পতিত স্বৈরাচারের চর্চিত রীতি থেকে সরে আসবেন। কিন্তু আমরা হতাশার সঙ্গে লক্ষ করছি যে, এর নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ই রাখা হয়েছে। যা স্পষ্টত মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। ইসলামী আন্দোলন মনে করে, দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাসে আঘাত করে কোনো উৎসবকে সর্বজনীন করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে স্বৈরাচারের আস্কারাপ্রাপ্ত সাংস্কৃতিক লড়াই যদি অভ্যুত্থান পববর্তী অন্তর্বর্তী সরকার অব্যাহত রাখে, তাহলে জনগণ হতাশ হবে এবং এর পরিণতি ভালো কিছু হবে না। তাই পয়লা বৈশাখ কেন্দ্রিক আয়োজনের নাম এবং আয়োজন থেকে ইসলামের বিশ্বাস ও সংস্কৃতির

সঙ্গে সাংঘর্ষিক এমন সবকিছুকে বাদ দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, ঈদ অত্যাসন্ন। কিন্তু এখনো অনেক শ্রমিক তাদের মজুরি বুঝে পায়নি। সরকারকে দায়িত্ব নিয়ে এর সমাধান করতে হবে। ঘরমুখী মানুষের যাত্রা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য হয় তার ব্যবস্থা করতে হবে এবং ঈদের সময়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা জোরদার করতে হবে। পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন সিনেটে টানা ২৫ ঘণ্টা বক্তব্যের রেকর্ড ৪৫০ বছর ধরে ফিলিস্তিনে খাবার জোগাচ্ছে হুররাম সুলতানের সেই লঙ্গরখানা সিলেটে সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা মূল্যস্ফীতির হার কমছে পাঁচ কারণে মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে ভারতে ঢুকে পাকিস্তানি সেনাদের হামলা ছেলের মৃত্যুর খবর শুনেই মারা গেলেন মা সাদাপাথরে বেড়াতে এসে কিশোরীর মৃত্যু ছেলে সন্তানের পিতা হয়েছেন সেই পুলিশ সদস্য টিকটক ফাঁদে অসহায় অভিবাসীরা মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো শাকিবের সিনেমা চীনের মহড়ার জবাবে পাল্টা যুদ্ধজাহাজ পাঠাল তাইওয়ান বনিবনা হচ্ছে না ট্রাম্প-পুতিনের, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন : প্রেস সচিব মামলা নেন না ওসি, বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন কৃষক ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ দাপুটে জয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত কিউইদের সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি চলন্ত ট্রেনের ছাদে টিকটক, অতঃপর…