স্ত্রীকে বাইরে পাঠিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা – ইউ এস বাংলা নিউজ




স্ত্রীকে বাইরে পাঠিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ | ১০:১১ 81 ভিউ
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা থেকে বাইরে পাঠিয়ে কাজের মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিবাহিত এক লম্পটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের বসতবাড়িতে। বিষয়টি স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মীমাংসা না হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে সোমবার সিংগাইর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। ভিকটিমের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামে। অভিযুক্ত লম্পট বাচ্চু মিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল হালিমের পুত্র। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের

বাড়ির একতলা বিল্ডিং ভাড়া নিয়ে বসবাস করতেন। স্ত্রী সন্তান নিয়ে বেশ কিছু দিন আগে ঢাকায় মাছের ব্যবসা করে আসছিলেন। এর মধ্যে প্রায় ২ মাস পূর্বে লম্পট বাদীর মেয়েকে তার বর্তমান ঠিকানার বাসায় গৃহকর্মী (কাজের মেয়ে) হিসেবে নিয়ে আসে। কাজে আনার পর সুকৌশলে তার স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা হতে বের করে দিয়ে বিভিন্ন প্রলোভনসহ ভয়-ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৩১ জানুয়ারি বিকাল ৪টার দিকে ভাড়া বাসায় পরিবারের কেউ না থাকায় জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত বাচ্চু মিয়ার বাসায় গেলে তিনি পলাতক রয়েছেন বলে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায়

মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত স্বর্ণের দাম আরও বাড়ল দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন নেপাল পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা কাতারে ইসরাইলের প্রধান টার্গেট কে এই খলিল আল-হাইয়া এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা এক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা ‘নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন’ বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী জেন-জিকে সামনে রেখে বিক্ষোভের নেপথ্যে কারা নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ স্লোগানে উত্তাল মহাসড়ক পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসুর ভোটগ্রহণ শেষ পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার