আরো চাপে ইউক্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫
     ৪:৪৫ পূর্বাহ্ণ

আরো চাপে ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ৪:৪৫ 104 ভিউ
যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজিং কোম্পানি ম্যাক্সার নিশ্চিত করেছে যে, ইউক্রেনকে স্যাটেলাইট চিত্র প্রদানে মার্কিন সরকার সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সামরিক কার্যক্রমকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতিতে ম্যাক্সার জানায়, তাদের চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্র ও সহযোগী দেশের সঙ্গে স্যাটেলাইট চিত্র ও ভূস্থানিক তথ্য বিনিময় করা হয়। প্রতিষ্ঠানটি বিশেষভাবে ‘গ্লোবাল এনহ্যান্সড জিওইন্ট ডেলিভারি (এঊএউ)’ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্র সরকারের অধীনে থাকা বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রের তথ্য সরবরাহ করে থাকে। তবে বর্তমানে মার্কিন সরকার ইউক্রেনের জন্য এই সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে। এই নিষেধাজ্ঞার ফলে ইউক্রেনের সামরিক বাহিনী

বিশেষত ড্রোন চালকরা রাশিয়ার বাহিনীর অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে কঠিন সমস্যায় পড়বেন। বিশেষজ্ঞ দিমকো ঝলুকতেনকো জানান, এ সিদ্ধান্ত ইউক্রেনের গভীর অভিযান ও রুশ বাহিনীর সরবরাহ লাইন লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনাকে ব্যাহত করবে। তিনি বলেন, ‘এই পরিবর্তন রুশ বাহিনীর কার্যক্রম সম্পর্কে ইউক্রেনের সচেতনতা কমিয়ে দেবে এবং তাদের সামরিক সক্ষমতাকে দুর্বল করবে।’ ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক এই পদক্ষেপটি এমন এক সময়ে নেয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত আলোচনার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেয়। বিশেষজ্ঞ মার্ক ক্যানসিয়ান জানান, এই সহায়তা বন্ধ হলে ইউক্রেনের সামরিক শক্তি অর্ধেকে নেমে আসবে, যা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের

টিকে থাকার ক্ষমতাকে দুর্বল করে তুলবে। কুরস্কে আটকা পড়েছে কিয়েভের হাজার হাজার সেনা : গত আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণকারী হাজার হাজার ইউক্রেনীয় সেনা সেখানে রুশ বাহিনী দ্বারা প্রায় বেষ্টিত হয়ে পড়েছে। এটি কিয়েভের জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা যেকোনো শান্তি আলোচনায় রাশিয়ার বিরুদ্ধে কুরস্কে তদের উপস্থিতিকে ব্যবহার করার আশা করেছিল, বার্তা সংস্থা রয়টার্স ওপেন সোর্স মানচিত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে যে, মানচিত্রগুলোতে দেখা যায় যে গত তিন দিনে কুরস্কে ইউক্রেনের পরিস্থিতি তীব্রভাবে অবনতি হয়েছে, কারণ রাশিয়ান বাহিনী পাল্টা আক্রমণের অংশ হিসাবে অঞ্চলটি পুনরুদ্ধার করেছে যা ইউক্রেনীয় বাহিনীকে প্রায় দুই ভাগে বিভক্ত করেছে এবং প্রধান গোষ্ঠীটিকে তার প্রধান সরবরাহ

লাইন থেকে পৃথক করেছে। ওয়াশিংটন কিয়েভের সাথে তার গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করার পরে এবং তার বাহিনীকে ইউক্রেনে ফিরে যেতে বাধ্য করা হতে পারে বা ধরা বা নিহত হওয়ার ঝুঁকি নিতে হতে পারে। ফিনল্যান্ড-ভিত্তিক ব্ল্যাক বার্ড গ্রুপের সামরিক বিশ্লেষক পাসি পারোইনেন বলেছেন, ‘(কুরস্কে ইউক্রেনের জন্য) পরিস্থিতি খুবই খারাপ।’ শুক্রবার ইউক্রেনের একটি অনুমোদিত সামরিক ব্লগিং রিসোর্স ডিপ স্টেট থেকে প্রকাশিত ওপেন সোর্স ম্যাপিং অনুসারে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় বাহিনীর প্রায় তিন-চতুর্থাংশ এখন প্রায় সম্পূর্ণরূপে ঘেরাও করা হয়েছে। এতে দেখানো হয়েছে যে রাশিয়ান বাহিনী রাশিয়ান সীমান্তের কাছাকাছি অবস্থিত অবশিষ্ট ইউক্রেনীয় বাহিনীর সাথে যুক্ত হয়েছে, যা প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং ৫০০ মিটারেরও কম প্রশস্ত

একটি স্থল করিডোর দ্বারা তার সংকীর্ণতম স্থানে অবস্থিত, কারণ রাশিয়ান বাহিনী এটিও বন্ধ করার জন্য এগিয়ে যাচ্ছে। ডিপ স্টেট জানিয়েছে যে, রাশিয়ান বাহিনী সুমি অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় কিয়েভের অবস্থানগুলিতেও চাপ দিচ্ছে এবং কুরস্কের ভিতরে ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ বন্ধ করার চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করার একদিন পর রাশিয়া ইউক্রেন জুড়ে বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যা পূর্বে আক্রমণের আগাম সতর্কতা দিয়েছিল। লুক হার্ডিং এবং ড্যান সাব্বাঘের প্রতিবেদন অনুসারে, যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি সম্পর্কে আলোচনার জন্য আগামী সপ্তাহে সউদী আরবে মার্কিন সমকক্ষের সাথে দেখা করার জন্য একটি ইউক্রেনীয় প্রতিনিধিদল প্রস্তুত হওয়ার পর শুক্রবার ভোরে এই হামলা

চালানো হয়। ট্রুথ সোশ্যালের একটি পোস্টে, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সর্বশেষ বোমাবর্ষণের সমালোচনা করেছেন বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট পোস্ট করেছেন: ‘রাশিয়া এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে পুরোপুরি ‘আক্রমণ’ করছে, এই তথ্যের ভিত্তিতে, আমি রাশিয়ার উপর বৃহৎ আকারের ব্যাংকিং নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা দৃঢ়ভাবে বিবেচনা করছি যতক্ষণ না একটি যুদ্ধবিরতি এবং শান্তির চূড়ান্ত নিষ্পত্তি চুক্তিতে পৌঁছানো হয়।’ পৃথকভাবে, ট্রাম্প বলেছেন যে যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় ইউক্রেনের চেয়ে রাশিয়ার সাথে মোকাবিলা করা তার কাছে ‘সহজ’ বলে মনে হয়েছে এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের উপর আস্থা রেখেছেন। ‘আমি তাকে বিশ্বাস করি,’ ট্রাম্প বলেন। ‘আমি স্পষ্টতই, ইউক্রেনের সাথে মোকাবিলা করা আরও কঠিন বলে মনে

করছি এবং তাদের কাছে কোন যুক্তি নেই,’ তিনি বলেন, ‘রাশিয়ার সাথে মোকাবিলা করা সহজ হতে পারে।’ ইউক্রেনকে দেয়া রুশ অর্থ ফেরত দিতে হবে ব্রিটেনকে : রাশিয়ার সংসদের নিম্নকক্ষের স্পিকার, ভিয়াচেস্লাভ ভোলোদিন, শুক্রবার বলেছেন যে ব্রিটেনকে মস্কোর অর্থ ফেরত দিতে হবে যা লন্ডন কিয়েভের সামরিক তহবিলের জন্য ইউক্রেনকে অবৈধভাবে উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ভোলোদিন, ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের বক্তব্যের বিষয়ে দেয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন যেখানে ইউক্রেন ব্রিটেন থেকে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের তহবিলের প্রথম কিস্তি পেয়েছে, যা হিমায়িত রাশিয়ান সম্পদের আয় দ্বারা সুরক্ষিত। ‘ইংল্যান্ডের জন্য রাশিয়ার তহবিল ইউক্রেনে স্থানান্তর আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তারা এখন যা এত উদারভাবে দিচ্ছে তা রাশিয়াকে ফেরত দিতে হবে,’ পার্লামেন্টের প্রেস সার্ভিস অনুসারে, ভোলোদিন বলেছেন। ‘এটি ব্রিটেনের আর্থিক ব্যবস্থার উপর আস্থা চিরতরে ক্ষুন্ন করবে, কারণ যা ঘটেছে তা সম্পত্তির অলঙ্ঘনীয়তার নীতিকে ধ্বংস করে, যার উপর সমগ্র বিশ্ব আর্থিক ব্যবস্থা স্থাপিত।’ সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ জামায়াত কানেকশন ও দিল্লি সফর: সারাহ কুককে ফিরিয়ে দিল সাউথ ব্লক ‘নাজুক নিরাপত্তা’: ভারতের কড়া সিদ্ধান্ত—পশ্চিমারা কোন পথে হাঁটতে যাচ্ছে? শতাংশের অদ্ভুত সমীকরণ: তারেক রহমানের ‘ফ্লাইওভার তত্ত্বে’ হাসছে সাধারণ মানুষ অভিযোগের পাহাড়, নীরব প্রশাসন স্বাস্থ্য খাতে জবাবদিহি কোথায় খুনি-ফ্যাসিস্ট ইউনূস কর্তৃক মেটিক্যুলাস ডিজাইনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও ছাত্র-জনতাসহ যাদেরকে হত্যা করা হয়েছে জুলাইয়ের পর রান্নাঘরেও বিপ্লব, গ্যাস সংকটের আড়ালে সিন্ডিকেটের স্বর্গরাজ্য : আমদানি কমলো দেড় লাখ টন, চুলা নিভলো কোটি ঘরে ডেভিল হান্টের নামে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক মব সন্ত্রাস চালানো হচ্ছে কাঁপছে ঢাকার মসনদ, কী বার্তা আসছে দিল্লি থেকে? দিল্লির প্রেস ক্লাবে বিশ্ব মিডিয়ার মুখোমুখি শেখ হাসিনা কড়াইল বস্তিতে ফ্ল্যাটের প্রতিশ্রুতি: তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ইসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্যুৎ খাতের নীরব সংকট, বকেয়া বিল ও বৈষম্যমূলক আচরণ বিনিয়োগ আস্থা ও সরবরাহ স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে প্রতিশ্রুতির রাজনীতি, নীরবতার কমিশন তারেক রহমান, বিএনপি, এনসিপি ও রাষ্ট্রীয় নিরপেক্ষতার মুখোশ ভোটাধিকার হরণ ও ‘হ্যাঁ-না’ ভোটের নাটক: গণতন্ত্রের নামে এক নির্মম রাষ্ট্রীয় প্রহসন জঙ্গিদের নতুন বৈশ্বিক হাব বাংলাদেশ: রাষ্ট্রীয় ও সামরিক পৃষ্ঠপোষকতায় চরম ঝুঁকির মুখে আঞ্চলিক নিরাপত্তা! জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে সাংবিধানিক সংকট, হাইকোর্টে জনস্বার্থে রিট লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায়, চাঁদাবাজকে এসএসএফ প্রটোকল কেন? প্রশ্নের মুখে তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ স্বাধীনতার শত্রুদের প্রতি এক বাঙালি নারীর বজ্রকণ্ঠী হুঙ্কার: ‘চোখ উপড়ে পাকিস্তানে পাঠাবো!’ জুলাই ষড়যন্ত্রের অভিশাপ: ধসে পড়ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্প