ট্রাম্পকে বুকে জড়ালেন ১৩ বর্ষী কিশোর – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পকে বুকে জড়ালেন ১৩ বর্ষী কিশোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ৪:৫৩ 29 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে দেখা করেছেন সিক্রেট সার্ভিস এজেন্ট ডিজে ড্যানিয়েল। বুধবার রাতে ডিজের সঙ্গে ছিল তার পরিবার। হোয়াইট হাউসের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ড্যানিয়েল ট্রাম্পের চেয়ারের পাশে দাঁড়িয়ে আছেন এবং এক সময় বুকে জড়িয়ে নিচ্ছেন। ট্রাম্প ডেস্কে বসেই প্রশ্ন করে, কি দারুণ তোমার পরিবার। ১৩ বর্ষী কিশোর তখন বলেন, ‘আমি আরও একটি জিনিস নিয়ে এসেছি, তা হল একটি বড় হাগ।’ তখন তার দুই হাত দিয়ে চেয়ারে বসে থাকা ট্রাম্পকে জড়িয়ে নেন। মার্কিন প্রেসিডেন্ট এমন অবস্থায় খানিকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ধাতস্ত হয়ে বলেন, ‘ওকে ভালো। এটা সত্যিই দারুণ। দেখো কত দুর্দান্ত এক পরিবার পেয়েছো।’ এরপর আমেরিকার প্রেসিডেন্ট

হাত মেলান ড্যানিয়েলের বাবার সঙ্গে। কুশলাদি বিনিয়ম করেন। হোয়াইট হাউসের পোস্ট করা ভিডিওতে দুজন শিশুকেও দেখা যায়। ডিজে ড্যানিয়েলের গল্প তারপর বিশদভাবে বর্ণনা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ড্যানিয়েলের মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়েছে। সে আর মাত্র পাঁচ মাস বাঁচবে। ’ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন কংগ্রেসে প্রথম বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আজ রাতে, ডিজে, আমরা তোমাকে সবচেয়ে বড় সম্মান জানাবো। আমি আমাদের নতুন সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে তোমাকে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে নিয়োগ কার জন্য অনুরোধ করেছি। ’ ট্রাম্প আরও বলেন, সে (ডিজে) সব সময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছে।’ পরে ট্রাম্প হাইস্কুলের সিনিয়র জেসন হার্টলিকে বলেন, ‘তোমার

আবেদন গৃহীত হয়েছে। ’ তার (জেসন) ‘সবচেয়ে বড় স্বপ্ন’ হলো মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে যোগ দেওয়া। তিনি বলেন, ‘হার্টলি ক্যাডেট কর্পসে যোগ দেবে। সে সব সময় তার বাবার উত্তরাধিকার বহন করতে চেয়েছিলেন।’ পরে ডিজের হার্টলিকে হাই ফাইভ দিতে দেখা গেছে। ভাষণে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘আমেরিকা ফিরে এসেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে এনসিপিতে বিশেষ কমিটি গঠন ‘পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল’ নারী সংস্কার কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিলের আহ্বান লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত মৃত্যুপুরী গাজায় মৃত্যুঞ্জয়ী কিশোরী গাজায় জীর্ণ তাঁবুতে শীর্ণ জীবন ভারতে দলিত তরুণকে অপহরণ, নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ বিশেষ সম্মাননা পেলেন বুবলী জাবিতে নতুন ভবনের স্থান নির্বাচন নিয়ে বিতর্ক, যা জানালো কর্তৃপক্ষ বন্ধুদের পছন্দের রিলস পাঠানোর নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয় লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত লেবাস বদলে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ঘাটতি পূরণে বিদেশি ঋণে নির্ভরতা ৯৮ বছর ধরে চলছে কুরআন তিলাওয়াত বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত তোফায়েলের পালক পুত্রের ৩৪ কোটি টাকার সম্পদ! বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় পাশে থাকবে তুরস্ক