ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ
যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব
দুই দেশের সমীকরণ কোন পথে
বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র
সিরিয়া সরকার ও এসডিএফের যুদ্ধবিরতি চুক্তি
ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ
বিয়ে করলে ১৬ লাখ, সন্তান হলে ৩২ লাখ টাকা
প্রাণীদের সঙ্গে মোদির অন্যরকম একদিন
ভারতের গুজরাটে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংরক্ষণ কেন্দ্র ‘ভানতারা’র উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি একদম কাছ থেকে দেখলেন দেশ-বিদেশ থেকে উদ্ধার করে আনা বন্যপ্রাণীগুলো।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গত মঙ্গলবার ভানতারা উদ্বোধনের পর মোদিকে কখনো দেখা যায় সিংহ শাবকদের দুধ খাওয়াতে, কখনো আবার তিনি পশুদের স্বাস্থ্যপরীক্ষা কীভাবে হয়, তা দেখেন। ভানতারা মুকেশ আম্বানির ছোট ছেলে আকাশ আম্বানির মস্তিষ্ক প্রসূত প্রকল্প। ছোটবেলা থেকে পশুপ্রেমী আকাশই বন্যপ্রাণীর পুনর্বাসনের জন্য ভানতারা তৈরি করেছেন। ভানতারায় বর্তমানে ২ হাজারেরও বেশি প্রজাতির দেড় লাখের বেশি পশুপাখি রয়েছে। তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল, যেখানে এমআরআই, সিটিস্ক্যান, আইসিইউর ব্যবস্থাও রয়েছে। ভানতারায় গিয়ে নরেন্দ্র মোদি সাদা সিংহ
শাবক, এশিয়াটিক একশৃঙ্গ গন্ডার, স্নো লেপার্ডের শাবককে নিজে হাতে দুধ খাওয়ান। বাঘের বাসস্থানেও যান ভারতের প্রধানমন্ত্রী। বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি, যাকে সার্কাস থেকে উদ্ধার করে আনা হয়েছে। ওকাপিতেও যান মোদি। সেখানে তিনি শিম্পাঞ্জিকে কোলে নেন। জেব্রাদের মাঝেও হাঁটেন তিনি, খাবার খাওয়ান জিরাফকে। ভানতারার এ উদ্যোগকে সাধুবাদ জানান মোদি। বন্যপ্রাণীগুলো এমন যত্ন সহকারে আশ্রয় দেওয়া এবং এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী। সূত্র: এনডিটিভি
শাবক, এশিয়াটিক একশৃঙ্গ গন্ডার, স্নো লেপার্ডের শাবককে নিজে হাতে দুধ খাওয়ান। বাঘের বাসস্থানেও যান ভারতের প্রধানমন্ত্রী। বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি, যাকে সার্কাস থেকে উদ্ধার করে আনা হয়েছে। ওকাপিতেও যান মোদি। সেখানে তিনি শিম্পাঞ্জিকে কোলে নেন। জেব্রাদের মাঝেও হাঁটেন তিনি, খাবার খাওয়ান জিরাফকে। ভানতারার এ উদ্যোগকে সাধুবাদ জানান মোদি। বন্যপ্রাণীগুলো এমন যত্ন সহকারে আশ্রয় দেওয়া এবং এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী। সূত্র: এনডিটিভি



