কিউইদের কাছে হেরে শুরু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি – ইউ এস বাংলা নিউজ




কিউইদের কাছে হেরে শুরু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৩ 76 ভিউ
পাকিস্তানের করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে উইল ইয়ং ও টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৬ বল বাকি থাকতে ২৬০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ৬০ রানের বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে পাকিস্তান। নতুন বলে কিউইদের চেপেই ধরেছিল পাকিস্তান। ৫ বলের ব্যবধানে ডেভন কনওয়ে (১০) ও কেন উইলিয়ামসনকে (১) তুলে নেন আবরার আহমেদ ও নাসিম শাহ। ৪০ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ড ৭৩ রানে হারায় তৃতীয় উইকেট। ওই ধাক্কা সামলে নেন ওপেনার উইল ইয়ং ও টম ল্যাথাম। তারা চতুর্থ উইকেটে ১১৮ রানের জুটি গড়েন। দারুণ এক সেঞ্চুরি করে ফিরে যান ইয়ং। তার ব্যাট থেকে ১১৩ বলে ১০৭

রান আসে। ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংস সাজান ১২টি চারের সঙ্গে একটি ওভার বাউন্ডারিতে। পরে রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেন ল্যাথাম ও গ্লেন ফিলিপস। ১২৫ রান যোগ করেন তারা। পাঁচে নামা উইকেটরক্ষক ব্যাটার ল্যাথাম ১০৪ বলে ১১৮ রানের হার না মানা ইনিংস খেলেন। ১০টি চারের সঙ্গে চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে। তিনি ওয়ানডের অষ্টম সেঞ্চুরির দেখা পান। ফিলিপস ৩৯ বলে ৬১ রান যোগ করেন। তিনটি চার এবং চারটি ওভার বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। পাকিস্তানকে অর্ডার ওলট পালট করে ব্যাটিং শুরু করতে হয়। ফখর জামান ইনজুরি নিয়ে শুরুতে উঠে যাওয়ায় ইনিংস ওপেন করতে পারেননি। তার

জায়গায় নেমে সূদ শাকিল (৬) ব্যর্থ হন। তিনে নেমে রান পাননি মোহাম্মদ রিজওয়ানও (৩)। চারে নেমে ফখর খেলেন ২৪ রানের ইনিংস। ৬৯ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে আশা দিলেও ইনিংস বড় করতে পারেননি বাবর আজম। তিনি ৯০ বলে ৬৪ রান করে ফেরেন। সালমান আঘা ৪২ রান যোগ করেন। পাকিস্তানের হারের ব্যবধান ছোট করেছেন খুশদীল শাহ। তিনি ৪৯ বলে ৬৯ রান করেন। নিউজিল্যান্ডের ওরোরকি ও স্যান্টনার তিনটি করে উইকেট নেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ দুইটি করে উইকেট নিয়েছেন। তবে সব বোলারই ছিলেন খরুচে। ইনজুরি কাটিয়ে ফেরা হারিস ১০ ওভারে ৮৩ রান দিয়েছেন। নাসিম ১০ ওভারে ৬৩ রান খরচা করেছেন।

উইকেটশূন্য থাকা শাহিন শাহ আফ্রিদি ১০ ওভারে হজম করেছেন ৬৮ রান। লেগ স্পিনার আবরার কেবল ওভারপ্রতি ৫০-এর নিচে রান দিয়েছেন। তিনি ১০ ওভারে ৪৭ রান দিয়ে নেন ১ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডালাস চলচ্চিত্র উৎসবে মোশাররফ-জুঁই দম্পতি আরও একদল বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’ চাঁদার টাকায় কেনা ছাত্রসংসদ নেতার মোটরসাইকেল উদ্ধার সামিরা খুঁজছিলেন নবম টার্গেট, গ্রেপ্তার করল পুলিশ পুরোনো জরিপ দিয়ে বর্তমানের দারিদ্র্য বিমোচনের অভিযোগ রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর ‘টিন সেক্স’ নিয়ে নতুন বিতর্ক বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি প্রশাসন, তদন্তে কমিটি ভূগর্ভের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা বিজ্ঞানীদের চরমভাবাপন্ন আবহাওয়া: চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ কলকাতার হুগলিতে তৃণমূলের রচনা ও অসিত দ্বন্দ্ব! যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, বিশ্বে রেকর্ড কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে ২১ হাজার টাকা বেতনের কেরানির ৩০ কোটির সম্পত্তি ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় এক মৃত্যু ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের বার্তা