কিউইদের কাছে হেরে শুরু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:৫৩ পূর্বাহ্ণ

কিউইদের কাছে হেরে শুরু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৩ 123 ভিউ
পাকিস্তানের করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে উইল ইয়ং ও টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৬ বল বাকি থাকতে ২৬০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ৬০ রানের বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে পাকিস্তান। নতুন বলে কিউইদের চেপেই ধরেছিল পাকিস্তান। ৫ বলের ব্যবধানে ডেভন কনওয়ে (১০) ও কেন উইলিয়ামসনকে (১) তুলে নেন আবরার আহমেদ ও নাসিম শাহ। ৪০ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ড ৭৩ রানে হারায় তৃতীয় উইকেট। ওই ধাক্কা সামলে নেন ওপেনার উইল ইয়ং ও টম ল্যাথাম। তারা চতুর্থ উইকেটে ১১৮ রানের জুটি গড়েন। দারুণ এক সেঞ্চুরি করে ফিরে যান ইয়ং। তার ব্যাট থেকে ১১৩ বলে ১০৭

রান আসে। ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংস সাজান ১২টি চারের সঙ্গে একটি ওভার বাউন্ডারিতে। পরে রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেন ল্যাথাম ও গ্লেন ফিলিপস। ১২৫ রান যোগ করেন তারা। পাঁচে নামা উইকেটরক্ষক ব্যাটার ল্যাথাম ১০৪ বলে ১১৮ রানের হার না মানা ইনিংস খেলেন। ১০টি চারের সঙ্গে চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে। তিনি ওয়ানডের অষ্টম সেঞ্চুরির দেখা পান। ফিলিপস ৩৯ বলে ৬১ রান যোগ করেন। তিনটি চার এবং চারটি ওভার বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। পাকিস্তানকে অর্ডার ওলট পালট করে ব্যাটিং শুরু করতে হয়। ফখর জামান ইনজুরি নিয়ে শুরুতে উঠে যাওয়ায় ইনিংস ওপেন করতে পারেননি। তার

জায়গায় নেমে সূদ শাকিল (৬) ব্যর্থ হন। তিনে নেমে রান পাননি মোহাম্মদ রিজওয়ানও (৩)। চারে নেমে ফখর খেলেন ২৪ রানের ইনিংস। ৬৯ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে আশা দিলেও ইনিংস বড় করতে পারেননি বাবর আজম। তিনি ৯০ বলে ৬৪ রান করে ফেরেন। সালমান আঘা ৪২ রান যোগ করেন। পাকিস্তানের হারের ব্যবধান ছোট করেছেন খুশদীল শাহ। তিনি ৪৯ বলে ৬৯ রান করেন। নিউজিল্যান্ডের ওরোরকি ও স্যান্টনার তিনটি করে উইকেট নেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ দুইটি করে উইকেট নিয়েছেন। তবে সব বোলারই ছিলেন খরুচে। ইনজুরি কাটিয়ে ফেরা হারিস ১০ ওভারে ৮৩ রান দিয়েছেন। নাসিম ১০ ওভারে ৬৩ রান খরচা করেছেন।

উইকেটশূন্য থাকা শাহিন শাহ আফ্রিদি ১০ ওভারে হজম করেছেন ৬৮ রান। লেগ স্পিনার আবরার কেবল ওভারপ্রতি ৫০-এর নিচে রান দিয়েছেন। তিনি ১০ ওভারে ৪৭ রান দিয়ে নেন ১ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, নিহত ১১ পাল্টা শুল্ক থেকে অর্জিত অর্থের লভ্যাংশ জনগণকে দেবেন ট্রাম্প আমাকে সবাই প্রোডাক্ট বানিয়েছিল : প্রসেনজিৎ নতুন রূপে শবনম বুবলী ক্রিকেট বোর্ডের চার কর্মকর্তা ওএসডি টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপির হামলায় কর্মকর্তাসহ আহত ৪ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫.৪ মাত্রার ভূমিকম্প গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট পপি সিড খাবার নাকি মাদক? জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ‘আপাতত’ স্থগিত নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায় ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রী ধসের মুখে ভারতের চিংড়ি রপ্তানি শিল্প গাজায় গণহত্যার প্রমাণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বাইডেন প্রশাসন বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল