পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন – ইউ এস বাংলা নিউজ




পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৬ 34 ভিউ
পুরোপুরি বন্ধ রয়েছে ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিনের ব্যবধানে এই দুটি ইউনিটও একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ কেন্দ্রটি আবার চালুর চেষ্টা চলছে। প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লার টিউব লিকেজের কারণে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ২টা ৪৩ মিনিটে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। এর তিন দিন

আগে ১৫ ফেব্রুয়ারি ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটের হেভি প্রেশারের পানির লাইন ফেটে যাওয়ায় এবং এয়ার ফিল্টারের এক পাশের বিয়ারিং ভেঙে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২নং ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন থেকেই বন্ধ রয়েছে। একে একে সব ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ রয়েছে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। ভরা বোরো মৌসুমে পুরোপুরি বন্ধ রয়েছে কয়লাভিত্তিক এ তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কবেনাগাদ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হতে পারে? এমন প্রশ্নের জবাবে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি এখন পর্যন্ত খুব গরম রয়েছে। তাই আমরা

ভেতরে প্রবেশ করতে পারছি না। ভেতরে প্রবেশ করতে পারলে মেরামত কাজ শুরু করব। খুব তাড়াতাড়িই মেরামত কাজ সম্পন্ন করে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হবে। তবে তিনি আভাস দেন, বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু করতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে। প্রধান প্রকৌশলী জানান, বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩ লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এদিকে ভরা বোরো সেচ মৌসুমে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলে বোরো সেচকার্যে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লার উপর ভিত্তি করে খনির পাশেই ২০০৬ সালে গড়ে উঠে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রথম অবস্থায় ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট উৎপাদন

ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হয়। এরপর ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরেকটি ইউনিট চালু করে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানান জটিলতায় কখনো এই বিদ্যুৎ কেন্দ্রটি একসঙ্গে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে এনসিপিতে বিশেষ কমিটি গঠন ‘পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল’ নারী সংস্কার কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিলের আহ্বান লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত মৃত্যুপুরী গাজায় মৃত্যুঞ্জয়ী কিশোরী গাজায় জীর্ণ তাঁবুতে শীর্ণ জীবন ভারতে দলিত তরুণকে অপহরণ, নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ বিশেষ সম্মাননা পেলেন বুবলী জাবিতে নতুন ভবনের স্থান নির্বাচন নিয়ে বিতর্ক, যা জানালো কর্তৃপক্ষ বন্ধুদের পছন্দের রিলস পাঠানোর নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয় লেবাননে বিস্ফোরণে তিন সেনা নিহত লেবাস বদলে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ঘাটতি পূরণে বিদেশি ঋণে নির্ভরতা ৯৮ বছর ধরে চলছে কুরআন তিলাওয়াত বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত তোফায়েলের পালক পুত্রের ৩৪ কোটি টাকার সম্পদ! বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় পাশে থাকবে তুরস্ক